Ajker Patrika

বাজে ব্যাটিংয়েই হেরেছে বাংলাদেশ, বলছেন জ্যোতি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ০৯
বাজে ব্যাটিংয়েই হেরেছে বাংলাদেশ, বলছেন জ্যোতি

শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনোটিতেই পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি বাংলাদেশের মেয়েরা। ম্যাচ হারের জন্য বাজে ব্যাটিংকেই দুষলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

গতকাল কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম ছয় ওভারে ২ উইকেটে করেছিল ৪৮ রান, যার মধ্যে ছিল ১০ চার। তবে শুরুর এই ধারাবাহিকতা বাংলাদেশ আর ধরে রাখতে পারেনি। এমনকি পরের ১৪ ওভারে কোনো বাউন্ডারিও মারতে পারেননি জ্যোতি-স্বর্ণা আকতাররা।  ৩৪ বলে ২৮ রান করেন জ্যোতি। আর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ করে ৮ উইকেটে ১২৬ রান।

পাওয়ারপ্লের ব্যাটিং পরবর্তীতে ধরে রাখতে না পারার আক্ষেপ জ্যোতির। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, পাওয়ারপ্লেতে আমাদের ব্যাটিং ভালো ছিল। কিন্তু ছয় ওভারের পর আমরা কোনো বাউন্ডারি মারতে পারিনি। এটাই আমাদের ভুগিয়েছে। শেষ পাঁচ ওভারে ১৫-২০ রান কম হয়েছে এবং অনেক উইকেট হারিয়েছি।’ 

১২৭ রান তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কার শুরুটা ছিল নড়বড়ে। ২৫ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা। যেখানে তিনটা উইকেটই নিয়েছেন মারুফা আকতার। মারুফার প্রশংসা করে জ্যোতি বলেন, ‘মারুফা আজ দারুণ বোলিং করেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে সে মাত্র এল এবং দেখিয়ে দিল দলে সে কতটা গুরুত্বপূর্ণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত