Ajker Patrika

বিশ্বকাপে সরাসরি খেলতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেই চলবে বাংলাদেশের

অনলাইন ডেস্ক
মিরপুরে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের পৃষ্ঠপোষক ঘোষণা অনুষ্ঠানে বিসিবি কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা
মিরপুরে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের পৃষ্ঠপোষক ঘোষণা অনুষ্ঠানে বিসিবি কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ সমীকরণ। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে হবে ৩-০ ব্যবধানে। এই লক্ষ্য পূরণ হলেই বাছাইপর্ব এড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ।

আজ মিরপুরে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের পৃষ্ঠপোষক ঘোষণা অনুষ্ঠানে বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন এ প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য এই সিরিজে ৩-০ ব্যবধানে জয়। ঘরের মাঠে খেলার সুবিধা আমাদের রয়েছে। বিশ্বকাপটা উপমহাদেশে হওয়ায় আমাদের দল বেশ আত্মবিশ্বাসী। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে চাই। আমাদের পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ আছে। তবে এসব পরের বিষয়। আমাদের সামনে এখন আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজের দিকে আমরা ফোকাস থাকছি।’

অনুষ্ঠানে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশ নারী ক্রিকেটের উন্নয়নে বিসিবির নতুন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘আমরা আগে নারী ক্রিকেট শক্তিশালী করতে পর্যাপ্ত কাজ করতে পারিনি। তবে এবার পাইপলাইন গড়ার উদ্যোগ নিয়েছি। অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের কোচ হিসেবে দেশের সেরা কোচদের একজন সারওয়ার ইমরানকে নিয়োগ দিয়েছি। বিকেএসপিতে ক্যাম্প করে অনূর্ধ্ব-১৯ দলকে প্রস্তুত করা হচ্ছে। আমরা অনূর্ধ্ব-১৬ দল নিয়েও কাজ করার পরিকল্পনা করছি।’

নারী ক্রিকেটের প্রসারে বিসিবি আরও কিছু কার্যক্রম হাতে নিয়েছে। ফাহিম জানান, জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা দেশের বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে মেয়েদের ক্রিকেটে আগ্রহী করার উদ্যোগ নেবেন। পাশাপাশি লিগ ও ম্যাচের সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের নারী ক্রিকেটাররা বছরে অন্তত ৪০-৫০টি ম্যাচ খেলার সুযোগ পাক। এটা করতে পারলে নারী ক্রিকেটের মান দ্রুত উন্নত হবে। ভবিষ্যতে আমরা আরও ভালো দল তৈরি করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত