ক্রীড়া ডেস্ক
রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরার মতো তারকা ক্রিকেটাররা কেউ খেলেননি দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ। তবু ভারতকে মনে হয়নি খুব একটা চাপে রয়েছে। বেশ হেসেখেলেই এবার ওয়ানডে সিরিজ জিতেছে ভারত ক্রিকেট দল, যা দক্ষিণ আফ্রিকার মাঠে দ্বিতীয়বারের মতো ভারতের ওয়ানডে সিরিজ জয়। ভারতীয় বাঁহাতি পেসার এখানে আইপিএলের অবদান দেখছেন।
নিয়মিত অধিনায়ক না থাকায় ভারতকে এবার নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল। রাহুলের নেতৃত্বে সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল ভারত। সেবার রোহিত না থাকলেও ছিলেন কোহলি, বুমরার মতো তারকারা। প্রায় দুই বছর পর বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই ভারত ওয়ানডে সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা সফরে। সাই সুদর্শন, রিংকু সিং, আর্শদীপ সিং, আবেশ খানের মতো তরুণ ক্রিকেটাররা দারুণ পারফরম্যান্স করেছেন। সুদর্শন ৩ ওয়ানডেতে ২ সেঞ্চুরিতে করেন ১২৭ রান। গড় ৬৩, ৫০ ও স্ট্রাইক রেট ৮৯.৪৩। টি-টোয়েন্টিতে শেষে নেমে ঝোড়ো ব্যাটিংয়ের অভ্যাস ওয়ানডেতেও টেনে এনেছেন রিংকু সিং। পার্লে গতকাল সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ২৭ বলে করেছেন ৩৮ রান।
বোলিংয়ে দুর্দান্ত ছিলেন আর্শদীপ সিং। ৩.৫১ ইকোনমিতে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন তিনি, যার মধ্যে জোহানেসবার্গে প্রথম ওয়ানডেতে নিয়েছেন ৫ উইকেট। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ওয়ানডেতে নেন ১ উইকেট আর গতকাল পার্লে নিয়েছেন ৪ উইকেট। ছন্দে থাকা টনি ডি জর্জির উইকেট নিয়ে আফ্রিকার ইনিংসে ভাঙন ধরানোর কাজটা মূলত তিনিই শুরু করেন। আইপিএলে যেভাবে মাথা ঠান্ডা রেখে শেষের ওভারগুলোতে বোলিং করেন, আর্শদীপ যেন এবারের ওয়ানডে সিরিজে তেমনটাই দেখালেন। ওয়ানডে সংস্করণ হলেও সুদর্শন, রিংকুরা দেখিয়েছেন যে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্শদীপ বলেন, ‘আমাদের মতো তরুণ ক্রিকেটারদের জন্য আইপিএল ভালো একটা মঞ্চ। আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের খুব বেশি পার্থক্য নেই। আন্তর্জাতিক ক্রিকেটারদের মানসিকতা আপনি বুঝতে পারবেন। এটা বেশ কাজে দেয়। আমরা যে সুযোগগুলো পেয়েছি, তাতে বেশ খুশি। ভবিষ্যতে ভালো করতে সবটা উজাড় করে দেব আমরা।’
আইপিএলে ধারাবাহিক পারফর্ম করা সঞ্জু স্যামসন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন গতকাল পার্লে। ১১৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলে তৃতীয় ওয়ানডেতে ম্যাচ-সেরা হয়েছেন স্যামসন। সেঞ্চুরির পর ভারতীয় ব্যাটার তাঁর ডান হাতের মাংসপেশি দেখিয়েছেন পার্লের গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকদের। সামাজিক মাধ্যমে এই ছবি দ্রুত ভাইরাল হয়ে যায়। পাঞ্জাব কিংস তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে স্যামসনের ছবি পোস্ট করে লিখেছে, ‘প্রথম কিছু সব সময়ই বিশেষ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা সঞ্জু স্যামসনকে অভিনন্দন।’
রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরার মতো তারকা ক্রিকেটাররা কেউ খেলেননি দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ। তবু ভারতকে মনে হয়নি খুব একটা চাপে রয়েছে। বেশ হেসেখেলেই এবার ওয়ানডে সিরিজ জিতেছে ভারত ক্রিকেট দল, যা দক্ষিণ আফ্রিকার মাঠে দ্বিতীয়বারের মতো ভারতের ওয়ানডে সিরিজ জয়। ভারতীয় বাঁহাতি পেসার এখানে আইপিএলের অবদান দেখছেন।
নিয়মিত অধিনায়ক না থাকায় ভারতকে এবার নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল। রাহুলের নেতৃত্বে সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল ভারত। সেবার রোহিত না থাকলেও ছিলেন কোহলি, বুমরার মতো তারকারা। প্রায় দুই বছর পর বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই ভারত ওয়ানডে সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা সফরে। সাই সুদর্শন, রিংকু সিং, আর্শদীপ সিং, আবেশ খানের মতো তরুণ ক্রিকেটাররা দারুণ পারফরম্যান্স করেছেন। সুদর্শন ৩ ওয়ানডেতে ২ সেঞ্চুরিতে করেন ১২৭ রান। গড় ৬৩, ৫০ ও স্ট্রাইক রেট ৮৯.৪৩। টি-টোয়েন্টিতে শেষে নেমে ঝোড়ো ব্যাটিংয়ের অভ্যাস ওয়ানডেতেও টেনে এনেছেন রিংকু সিং। পার্লে গতকাল সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ২৭ বলে করেছেন ৩৮ রান।
বোলিংয়ে দুর্দান্ত ছিলেন আর্শদীপ সিং। ৩.৫১ ইকোনমিতে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন তিনি, যার মধ্যে জোহানেসবার্গে প্রথম ওয়ানডেতে নিয়েছেন ৫ উইকেট। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ওয়ানডেতে নেন ১ উইকেট আর গতকাল পার্লে নিয়েছেন ৪ উইকেট। ছন্দে থাকা টনি ডি জর্জির উইকেট নিয়ে আফ্রিকার ইনিংসে ভাঙন ধরানোর কাজটা মূলত তিনিই শুরু করেন। আইপিএলে যেভাবে মাথা ঠান্ডা রেখে শেষের ওভারগুলোতে বোলিং করেন, আর্শদীপ যেন এবারের ওয়ানডে সিরিজে তেমনটাই দেখালেন। ওয়ানডে সংস্করণ হলেও সুদর্শন, রিংকুরা দেখিয়েছেন যে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্শদীপ বলেন, ‘আমাদের মতো তরুণ ক্রিকেটারদের জন্য আইপিএল ভালো একটা মঞ্চ। আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের খুব বেশি পার্থক্য নেই। আন্তর্জাতিক ক্রিকেটারদের মানসিকতা আপনি বুঝতে পারবেন। এটা বেশ কাজে দেয়। আমরা যে সুযোগগুলো পেয়েছি, তাতে বেশ খুশি। ভবিষ্যতে ভালো করতে সবটা উজাড় করে দেব আমরা।’
আইপিএলে ধারাবাহিক পারফর্ম করা সঞ্জু স্যামসন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন গতকাল পার্লে। ১১৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলে তৃতীয় ওয়ানডেতে ম্যাচ-সেরা হয়েছেন স্যামসন। সেঞ্চুরির পর ভারতীয় ব্যাটার তাঁর ডান হাতের মাংসপেশি দেখিয়েছেন পার্লের গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকদের। সামাজিক মাধ্যমে এই ছবি দ্রুত ভাইরাল হয়ে যায়। পাঞ্জাব কিংস তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে স্যামসনের ছবি পোস্ট করে লিখেছে, ‘প্রথম কিছু সব সময়ই বিশেষ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা সঞ্জু স্যামসনকে অভিনন্দন।’
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ দেখা হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দলের একাদশ কেমন হবে, সেই সম্ভাব্য হিসেবটাই করা যাক। দুবাইয়ের স্পিন সহায়ক কন্ডিশনে নিজেদের সব ম্যাচই খেলেছে ভারত।
২ মিনিট আগেরোববারের ফাইনাল মানেই ভারতের ‘বিপদ’। বিশ্বের বেশির ভাগ দেশে রোববার সাপ্তাহিক ছুটি। ভারতেও ঠিক তাই। কিন্তু রোববার আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট হলে ভারতীয়দের জন্য দিনটি আর ‘সানডে’ থাকে না, হাসি-আনন্দের ছুটির দিনটি রূপ নেয় বিষাদে। পরিসংখ্যান তা-ই বলে...
১ ঘণ্টা আগেআজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দেখা হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের। দুই দলই দারুণ ক্রিকেট খেলছে সম্প্রতি। আজ ফাইনালে কারা জিততে পারে, সাবেকদের সেই ভবিষ্যদ্বাণী দেখে নিন।
১ ঘণ্টা আগেআইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে বরাবরই ভারত ফেবারিট। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে তারা। তারপরও দলটির জন্য এ এক অপ্রিয় সত্য—২০১৩ সালের পর ভারত কোনো বৈশ্বিক ওয়ানডে টুর্নামেন্ট জিততে পারেনি। এক যুগের এই শিরোপা বন্ধ্যত্ব ঘোচানোর সুযোগ এবার রোহিত-কোহলিদের সামনে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ ভারত...
২ ঘণ্টা আগে