Ajker Patrika

সাকিব-সোহানের লড়াইয়ে স্বস্তির সেশন বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুন ২০২২, ০২: ৩৪
সাকিব-সোহানের লড়াইয়ে স্বস্তির সেশন বাংলাদেশের

তৃতীয় দিনের প্রথম সেশনে ৫৯ রান তুলতে ৪ উইকেট নেই। সব মিলিয়ে ৬ উইকেটে ১০৯ রান। ইনিংস হার চোখ রাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। কে ভেবেছিল তারপর ঘুরে দাঁড়ানোর গল্প লিখবেন সাকিব আল হাসান-নুরুল হাসান সোহান। সপ্তম উইকেটে দুজনের বীরত্বে ৪৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের রান এখন ২১০।  

আগের সেশনে ৪ উইকেট হারানো বাংলাদেশ চা-বিরতিতে গেছে আর কোনো উইকেট না হারিয়ে। দ্বিতীয় সেশনটা সত্যিকার অর্থে তাই হয়ে থাকল সাকিব-সোহানময়। দুজনের জুটি থেকে এসেছে ১০১ রান। এই টেস্টের প্রথম সেঞ্চুরি জুটি আসল দুজনের ব্যাটে চড়ে। প্রথম ইনিংসে দলের প্রায় অর্ধেক রানই আসে সাকিবের ব্যাট থেকে। দ্বিতীয় ইনিংসেও দলের ত্রাণকর্তার ভূমিকায় বাংলাদেশ অধিনায়ক। টানা দ্বিতীয় ফিফটি পেয়েছেন সাকিব। 

সব মিলিয়ে টানা তিন ইনিংসে ফিফটি করলেন সাকিব। ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার টানা তিন ফিফটি সাকিবের। ঢাকা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করেও দলের হার ঠেকাতে পারেননি। এই টেস্টে কতটকু কী করতে পারেন, সেটা অবশ্য সময়ই বলে দেবে। তাঁকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন সোহান। সাকিব অপরাজিত আছেন ৫৩ রানে। ফিফটি থেকে একরান দূরে আছেন সোহান।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দাপট দেখিয়েছেন ক্যারিবীয় পেসাররা। ৬ উইকেটের সবকটিই ভাগাভাগি করেছেন তিন পেসার কেমার রোচ, আলজারি জোসেফ ও কাইল মায়ার্স। তবে সাকিব-সোহান জুটি কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন তাঁদের বিপক্ষে। এই সেশনে ওভারপ্রতি ৩.৫২ করে তোলা সে কথাই বলছে। সব মিলিয়ে ২৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯৫ রান এসেছে দিনের দ্বিতীয় সেশনে।

আরেকটি ফিফটি ইনিংসে একবার জীবন পান সাকিব। ব্যক্তিগত ৭ রানের সময় মায়ার্সের ভেতরে ঢোকা বল সাকিবের ব্যাট ছুঁয়ে গেলেও আউট দেননি আম্পায়ার। দ্বিধাদন্দে ভুগে রিভিউ নেয়নি ওয়েস্ট ইন্ডিজ। এরপর অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি সাকিবকে। ৫৩ রানের ইনিংসে ৪ মেরেছেন চারটি। সোহানের ইনিংসে চার অবশ্য ৮টি। এই উইকেট কিপার ব্যাটারের ইনিংসটা প্রায় নিখুঁত। চা-বিরতির ৪ ওভার আগে অবশ্য তাঁর বিপক্ষে রিভিউ নিয়েও কাজ হয়নি। দিনের শেষ সেশনে এ দুজনের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত