Ajker Patrika

বড় হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বড় হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

বড় হার এড়াতে তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশি ব্যাটারদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ধৈর্য ধরে উইকেটে থাকতে পারলে দারুণ কিছু হতে পারতো সফরকারীদের। কিন্তু সেটা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা। প্রথম সেশনে একাধিক ভুলে উইকেট বিলিয়ে দিয়েছেন তাঁরা। 

আজ অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৪৭ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে স্কোর বোর্ডে ১১৫ রান যোগ করেছে তারা। 

দিনের শুরুর আধ ঘণ্টা ভালোই কেটেছিল আগের দিনের অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও শান্তের। কিন্তু বেলা বাড়তে বাড়তে ভুল করে বসেন শান্ত। অফ স্টাম্পের দিকে আসা বলে স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। ১৭ রান করে কাইল মায়ার্সের শিকার হন তিনি। 

ব্যর্থতার বৃত্তে আটকে থাকা মুমিনুল হক এবারও ব্যর্থ হলেন। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা এই ব্যাটার এবার করলেন ৪ রান। তাকে এলবিড্বলুতে ফেরান মায়ার্স। পঞ্চম উইকেটের জুটিতে লিটনকে নিয়ে দারুণভাবে রানের চাকা এগিয়ে নেন জয়। ২৫ রানের এই জুটি ভাঙলে ফেরেন লিটন (১৭)। 

গতকাল থেকে দেখে শুনে ব্যাটিং করেছিলেন জয়। আজও তার ব্যতিক্রম হয়নি। দারুণভাবে বল মোকাবেলা করে যাচ্ছিলেন তিনি। ফিফটির কাছাকাছি গিয়ে ভুল করে বসেন জয়। কেমার রোচের বল ব্যাটের কানা লেগে স্লিপে ক্যাচ হলে ফেরেন এই ব্যাটার। ৪২ রান করেন তিনি। উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে আছেন নুরুল হাসান সোহান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত