নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাহোরের ব্যাটিং বান্ধব উইকেটের সুবিধা নিতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এমন উইকেটে দুইশ রানের আগে অলআউট হওয়া নিশ্চয়ই পোড়াবে সাকিব আল হাসানের দলকে। তবে স্বল্প পুঁজি নিয়েও লড়াই করছেন বাংলাদেশের বোলাররা।
এর মধ্যে পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। যদিও এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৫ রান। জয় থেকে আর খুব বেশি দূরে নেই স্বাগতিকেরা। বাংলাদেশকে উইকেট দুটি এনে দিয়েছেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। দুই পেসার ভালোই ভোগাচ্ছেন পাকিস্তান ব্যাটারদের।
পাকিস্তানের ৩৫ রানের ওপেনিং জুটি ভাঙেন শরীফুল ইসলাম। ফখর জামানকে ফেরান তিনি। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৩১ বলে ২০ রান করেন এই বাঁহাতি ওপেনার। এরপর বাবর আজমকে নিয়ে দ্রুতই রান তুলতে থাকেন ইমাম-উল-হক। তাঁদের দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ৩৯ রান।
এই জুটি ভাঙেন তাসকিন। বাবরকে বোল্ড করে ফেরান তিনি। একটু ফুলার লেংথ বল ছিল। তবে বল খুব একটা বাউন্স করেনি, যতটা বাবর ভেবেছিলেন। তাতেই বিপদ ঘটে। ব্যাটের নিচের দিকে লাগলেও বল খুঁজে নেয় স্টাম্প। পাকিস্তান অধিনায়ক আউট হয়েছেন ২২ বলে ১৭ রান করে।
বাবরের আউটের আগে ইমামের জন্য রিভিউ নিয়ে সফলতার মুখ দেখেনি বাংলাদেশ। এর আগে হাসান মাহমুদও তাঁর বিপক্ষে রিভিউ নিয়ে উইকেট নিতে পারেননি। দুইবারই বল ট্র্যাকিং দেখিয়েছে, বল পড়েছে লেগ স্টাম্প লাইনের বাইরে। দুটিই রিভিউ এর মধ্যে হারিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লিখতে লিখতে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ আউট হয়েও বেঁচেছেন ইমাম। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান ইমাম।
লাহোরের ব্যাটিং বান্ধব উইকেটের সুবিধা নিতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এমন উইকেটে দুইশ রানের আগে অলআউট হওয়া নিশ্চয়ই পোড়াবে সাকিব আল হাসানের দলকে। তবে স্বল্প পুঁজি নিয়েও লড়াই করছেন বাংলাদেশের বোলাররা।
এর মধ্যে পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। যদিও এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৫ রান। জয় থেকে আর খুব বেশি দূরে নেই স্বাগতিকেরা। বাংলাদেশকে উইকেট দুটি এনে দিয়েছেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। দুই পেসার ভালোই ভোগাচ্ছেন পাকিস্তান ব্যাটারদের।
পাকিস্তানের ৩৫ রানের ওপেনিং জুটি ভাঙেন শরীফুল ইসলাম। ফখর জামানকে ফেরান তিনি। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৩১ বলে ২০ রান করেন এই বাঁহাতি ওপেনার। এরপর বাবর আজমকে নিয়ে দ্রুতই রান তুলতে থাকেন ইমাম-উল-হক। তাঁদের দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ৩৯ রান।
এই জুটি ভাঙেন তাসকিন। বাবরকে বোল্ড করে ফেরান তিনি। একটু ফুলার লেংথ বল ছিল। তবে বল খুব একটা বাউন্স করেনি, যতটা বাবর ভেবেছিলেন। তাতেই বিপদ ঘটে। ব্যাটের নিচের দিকে লাগলেও বল খুঁজে নেয় স্টাম্প। পাকিস্তান অধিনায়ক আউট হয়েছেন ২২ বলে ১৭ রান করে।
বাবরের আউটের আগে ইমামের জন্য রিভিউ নিয়ে সফলতার মুখ দেখেনি বাংলাদেশ। এর আগে হাসান মাহমুদও তাঁর বিপক্ষে রিভিউ নিয়ে উইকেট নিতে পারেননি। দুইবারই বল ট্র্যাকিং দেখিয়েছে, বল পড়েছে লেগ স্টাম্প লাইনের বাইরে। দুটিই রিভিউ এর মধ্যে হারিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লিখতে লিখতে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ আউট হয়েও বেঁচেছেন ইমাম। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান ইমাম।
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
৬ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
২ ঘণ্টা আগেআইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১৩ ঘণ্টা আগে