Ajker Patrika

বিপিএল খেলতে বাংলাদেশে মঈন-রাজাপক্ষে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ০৫
বিপিএল খেলতে বাংলাদেশে মঈন-রাজাপক্ষে

আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএলের শেষ চারের লড়াই। শেষ দিকে টুর্নামেন্টের রোমাঞ্চ বাড়াতে দলগুলো বিদেশের বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় বিপিএলে খেলতে এসেছেন মঈন আলী ও ভানুকা রাজাপক্ষে।

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে আর শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার রাজাপক্ষে খেলবেন ফরচুন বরিশালের হয়ে। তাঁদের খেলতে আসার বিষয়টি গতকাল সামাজিক মাধ্যমে নিজ নিজ দল নিশ্চিত করেছে।

মঈনের ছবি দিয়ে কুমিল্লা লিখেছে, ‘বিপিএল মাতাতে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন। মঈন আলীকে কুমিল্লা ভিক্টোরিয়ানস পরিবারে স্বাগত।’

অন্যদিকে রাজাপক্ষের ছবি দিয়ে বরিশাল লিখেছে, ‘দলে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন শ্রীলঙ্কার ব্যাটিং সেনসেশন ভানুকা রাজাপক্ষে।’

আগামীকাল প্রথম ম্যাচে এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। আর রাতে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। এলিমেনটরে যে দল জিতবে, সেই দল প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।

এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল প্রথম কোয়ালিফায়ারের জয়ী দলের সঙ্গে শিরোপার লড়াইয়ে নামবে। এমন সমীকরণের হিসাবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সিলেট ও কুমিল্লা ফাইনালে ওঠার দুটি সুযোগ পাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ