দিন শেষে খালেদের ঝলক হয়তো কিছুটা আক্ষেপে পোড়াচ্ছে বাংলাদেশ দলকে। কারণ ওয়েস্ট ইন্ডিজের জন্য তারা যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে, এই ঝলকেও আজ সেটি আটকে দেওয়া সহজ হবে না। ৭ উইকেট হাতে রেখে জয়ের জন্য উইন্ডিজের দরকার ৩৫ রান। এমন সমীকরণে কারোর মনে উঁকি দিতেই পারে—ইশ! দুই ইনিংস মিলিয়ে টপ অর্ডাররা যদি আর কিছু রান করে আসতে পারতেন!
দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো ব্যাটিং করে ২৪৫ রান তুললেও প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। একটা জায়গায় অবশ্য মিল আছে, দুই ইনিংসেই পুরোপুরি ব্যর্থ হয়েছেন টপ অর্ডাররা। আরও একবার ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছেন নাজমুল হাসান শান্ত, মুনিনুল হকরা। টপ অর্ডার ব্যাটারদের এমন পারফরম্যান্সকে কোচ রাসেল ডমিঙ্গো দুই শব্দে মূল্যায়ন করেছেন, ‘ভালো না।’ বাংলাদেশ কোচ মনে করেন, শান্ত-মুমিনুলরা আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন, ‘এই মুহূর্তে ছেলেদের আত্মবিশ্বাস তলানিতে। আমাদের বড় কিছু খেলোয়াড় মুমিনুল, শান্তসহ কিছু ছেলে আত্মবিশ্বাসহীনতায় ভুগছে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় একটা ব্যাপার। কিন্তু এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে সেটা নেই।’
দিন শেষে সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ভুলগুলো কমানো গেলে স্কোরবোর্ডে আরও কিছু রান তোলা যেত। অ্যান্টিগা টেস্টে হার যে চোখ রাঙানি দিচ্ছে, সেটির উল্লেখযোগ্য কারণও এটি বলে মনে করেন ডমিঙ্গো, ‘দুই ইনিংসেই অনেক আলগা শট খেলে আউট হয়েছে ব্যাটাররা। ব্যাটিংয়ের সময় অনেকগুলো ভুল সিদ্ধান্তও ছিল। প্রথম ইনিংসে ১০৩, এটা আরও বেশি হতে পারত। দ্বিতীয় ইনিংসে ২৪৫, এটাও আরও বেশি হওয়ার দরকার ছিল। সারমর্ম করতে গেলে বলতে হয়, এক টেস্টে এতগুলো ভুল সিদ্ধান্ত ও বাজে শটই নির্দিষ্ট করে দায়ী।’
অ্যান্টিগা টেস্টের প্রথম তিন দিনে বাংলাদেশ ব্যাকফুটে থাকলেও বড় প্রাপ্তি বোলারদের পারফরম্যান্স। দেশের বাইরে পেসারদের এমন সাফল্যে ডমিঙ্গো তাই গর্বের কথাও লুকাননি। ইবাদত, খালেদদের প্রশংসা করে কোচ বলেছেন, ‘দুই ইনিংসেই বোলাররা দারুণ করেছে। যেটা প্রথম ইনিংসে আমরা দেখেছি, এই পিচে ওদের (ওয়েস্ট ইন্ডিজ) ২৬০ রানে আটকে দেওয়া সত্যি দারুণ প্রচেষ্টা। গত দুই দিনে ছেলেদের বোলিং নিয়ে আমরা গর্বিত।’
দিন শেষে খালেদের ঝলক হয়তো কিছুটা আক্ষেপে পোড়াচ্ছে বাংলাদেশ দলকে। কারণ ওয়েস্ট ইন্ডিজের জন্য তারা যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে, এই ঝলকেও আজ সেটি আটকে দেওয়া সহজ হবে না। ৭ উইকেট হাতে রেখে জয়ের জন্য উইন্ডিজের দরকার ৩৫ রান। এমন সমীকরণে কারোর মনে উঁকি দিতেই পারে—ইশ! দুই ইনিংস মিলিয়ে টপ অর্ডাররা যদি আর কিছু রান করে আসতে পারতেন!
দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো ব্যাটিং করে ২৪৫ রান তুললেও প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। একটা জায়গায় অবশ্য মিল আছে, দুই ইনিংসেই পুরোপুরি ব্যর্থ হয়েছেন টপ অর্ডাররা। আরও একবার ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছেন নাজমুল হাসান শান্ত, মুনিনুল হকরা। টপ অর্ডার ব্যাটারদের এমন পারফরম্যান্সকে কোচ রাসেল ডমিঙ্গো দুই শব্দে মূল্যায়ন করেছেন, ‘ভালো না।’ বাংলাদেশ কোচ মনে করেন, শান্ত-মুমিনুলরা আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন, ‘এই মুহূর্তে ছেলেদের আত্মবিশ্বাস তলানিতে। আমাদের বড় কিছু খেলোয়াড় মুমিনুল, শান্তসহ কিছু ছেলে আত্মবিশ্বাসহীনতায় ভুগছে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় একটা ব্যাপার। কিন্তু এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে সেটা নেই।’
দিন শেষে সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ভুলগুলো কমানো গেলে স্কোরবোর্ডে আরও কিছু রান তোলা যেত। অ্যান্টিগা টেস্টে হার যে চোখ রাঙানি দিচ্ছে, সেটির উল্লেখযোগ্য কারণও এটি বলে মনে করেন ডমিঙ্গো, ‘দুই ইনিংসেই অনেক আলগা শট খেলে আউট হয়েছে ব্যাটাররা। ব্যাটিংয়ের সময় অনেকগুলো ভুল সিদ্ধান্তও ছিল। প্রথম ইনিংসে ১০৩, এটা আরও বেশি হতে পারত। দ্বিতীয় ইনিংসে ২৪৫, এটাও আরও বেশি হওয়ার দরকার ছিল। সারমর্ম করতে গেলে বলতে হয়, এক টেস্টে এতগুলো ভুল সিদ্ধান্ত ও বাজে শটই নির্দিষ্ট করে দায়ী।’
অ্যান্টিগা টেস্টের প্রথম তিন দিনে বাংলাদেশ ব্যাকফুটে থাকলেও বড় প্রাপ্তি বোলারদের পারফরম্যান্স। দেশের বাইরে পেসারদের এমন সাফল্যে ডমিঙ্গো তাই গর্বের কথাও লুকাননি। ইবাদত, খালেদদের প্রশংসা করে কোচ বলেছেন, ‘দুই ইনিংসেই বোলাররা দারুণ করেছে। যেটা প্রথম ইনিংসে আমরা দেখেছি, এই পিচে ওদের (ওয়েস্ট ইন্ডিজ) ২৬০ রানে আটকে দেওয়া সত্যি দারুণ প্রচেষ্টা। গত দুই দিনে ছেলেদের বোলিং নিয়ে আমরা গর্বিত।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে