Ajker Patrika

ম্যাচ পাতিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞায় সাবেক লঙ্কান ক্রিকেটার 

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১২: ৩০
ম্যাচ পাতিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞায় সাবেক লঙ্কান ক্রিকেটার 

সচিত্র সেনানায়েকের জন্য এ যেন ‘শনির দশা’। ম্যাচ পাতানোর ঘটনায় পড়েছেন ভ্রমণ নিষেধাজ্ঞায়। আরও বড় শাস্তি পেতে যাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক এই স্পিনার।

২০২০ সালে প্রথমবার শুরু হয় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। টুর্নামেন্টের প্রথম মৌসুমে দুই ক্রিকেটারকে ফোন করে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সেনানায়েকে। তিন বছর পেরিয়ে গেলেও শাস্তি পেয়েছেন তিনি। ২০২০-এর এলপিএলে কী ঘটেছে, তা তদন্ত করতে তাঁর (সেনানায়েকে) পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আদালত পূর্ণ তদন্ত করতে সেনানায়েকেকে তিন মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন। আদালতের এক কর্মকর্তা কলম্বোতে সাংবাদিকদের বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞা ১৬ অক্টোবর পর্যন্ত থাকবে। যেহেতু মামলা কলম্বো ম্যাজিস্ট্রেটে উঠবে।’

রায়ে আরও বড় শাস্তি পেতে পারেন সেনানায়েকে। সর্বোচ্চ ১০ বছরের জেল অথবা ৩ লাখ ১৭ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি ৩ কোটি ৪৮ লাখ টাকা) জরিমানা গুনতে হতে পারে। এমনকি দুই শাস্তিই পেতে পারেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার।

২০১২ থেকে ২০১৬ পর্যন্ত চার বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন সেনানায়েকে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে খেলেছেন ৭৪ ম্যাচ। যার মধ্যে খেলেছেন ১ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৭৮ উইকেট। ওয়ানডে ইকোনমিতে ৪.৭৬ ও টি-টোয়েন্টিতে ইকোনমি ৬.৭৭। ২০১৪ এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ—শ্রীলঙ্কার দুই শিরোপা জয়ে দলে ছিলেন সেনানায়েকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত