Ajker Patrika

বাংলাদেশকে ১৯৪ রানের বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশকে ১৯৪ রানের বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে

হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ওয়েসলি মাধেভেরে ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট ১৯৩ রান করে জিম্বাবুয়ে। সিরিজ জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৯৪ রান।

জিম্বাবুয়েকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মারুমানি ও মাধেভেরে। পঞ্চম ওভারেই দলের রান পঞ্চাশ ছাড়ায়। তাসকিন আহমেদের করা ইনিংসের চতুর্থ ওভারেই মাধেভেরে মারেন পাঁচটি চার। এই জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২০ বলে ১৭ রান করা মারুমানিকে দলীয় ৬৩ রানের সময় বোল্ড করেন সাইফউদ্দিন।

দ্বিতীয় উইকেট জুটিতে চাকাভা ও মাধেভেরে দ্রুত গতিতে রান তুলতে থাকেন। দুজনই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। এই দুই জনের ব্যাট থেকেও আসে পঞ্চাশ রানের জুটি। ২২ বলে ৪৮ রান করা চাকাভা ফেরেন দারুণ এক ক্যাচে। ১২তম ওভারে সৌম্য সরকারের করা প্রথম বলটি উড়িয়ে মারেন চাকাভা। বাউন্ডারি সীমনার কাছে মোহাম্মদ নাঈম ক্যাচ ধরেও ভারসাম্য হারিয়ে সীমানা পার হয়ে যাচ্ছিলেন। কিন্তু সীমানা অতিক্রম করার আগেই তিনি বল ছুড়ে দেন শামীম পাটোয়ারী দিকে। শামীমের ক্যাচে ভাঙে ৫৯ রানের জুটি। একই ওভারে অধিনায়ক সিকান্দার রাজাকেও(০) বোল্ড করেন সৌম্য।

অন্যপ্রান্তে ৩১ বলে ফিফটি তুলে নেন মাধেভেরে। তবে তাকে আর বেশিদূর এগোতে দেন সাকিব আল হাসান। ৩৬ বলে ৫৪ রান করে শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন মাধেভেরে। ১৪৬ রানে চতুর্থ উইকেট হারায় জিম্বাবুয়ে। শেষ দিকে রায়ান বার্লের ১৫ বলে ৩১ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত