Ajker Patrika

বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দল ঘোষণা, সর্বোচ্চ ৪ জন অস্ট্রেলিয়ার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭: ২২
বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দল ঘোষণা, সর্বোচ্চ ৪ জন অস্ট্রেলিয়ার

আইসিসি নারী বর্ষসেরা টি-টোয়েন্টি দলে আছেন অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার। জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। 

আজ নারী ও পুরুষদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করে আইসিসি। যেখানে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৪ জন ঠাঁই পেয়েছেন। তাঁরা হলেন—বেথ মুনি, এলিস পেরি, অ্যাশ গার্ডনার ও মেগান স্কুট। তবে দলটির অধিনায়ক শ্রীলঙ্কান—চামারি আতাপাত্তু। 

গত বছরটা দুর্দান্ত কাটিয়েছেন চামারি। ১৩০.৯১ স্ট্রাইকরেটে করেছেন ৪৭০ রান। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপ শুরু করা চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা জিতেছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। নেতৃত্বে তাঁর এই সাফল্যই আইসিসির বর্ষসেরা দলের অধিনায়কের মর্যাদা দিয়েছে তাঁকে। 

অস্ট্রেলিয়ার পরে ইংল্যান্ডের ২ জন ক্রিকেটার বর্ষসেরা দলে—নাট শিভার-ব্রান্ট ও সোফি একলেসটন। একজন করে শ্রীলঙ্কার (চামারি), দক্ষিণ আফ্রিকার (লরা ভলভার্ট), ওয়েস্ট ইন্ডিজ (হ্যালি ম্যাথুস), নিউজিল্যান্ড (এমেলিয়া কের) ও ভারতের (দীপ্তি শর্মা)।

আইসিসি বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দলের তালিকাবর্ষসেরা নারী টি-টোয়েন্টি দল: চামারি আতাপাত্তু (অধিনায়ক), বেথ মুনি (উইকেটরক্ষক), লরা ভলভার্ট, হ্যালি ম্যাথুস, নাট শিভার-ব্রান্ট, এমেলিয়া কের, এলিস পেরি, অ্যাশ গার্ডনার, দীপ্তি শর্মা, সোফি একলেসটন ও মেগান স্কুট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত