Ajker Patrika

শারজার গরম দুপুরে ‘গরম’ লিটন–নাঈম–লাহিরু!

রানা আব্বাস, শারজা থেকে
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৮: ০৬
শারজার গরম দুপুরে ‘গরম’ লিটন–নাঈম–লাহিরু!

শারজা ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার আগে খোলা আকাশের নিচে খানিকক্ষণ দাঁড়াতে হয়েছিল ট্যাক্সির ভাড়া মেটাতে। ছায়াশূন্য ফাঁকা সড়কে ৩-৪ মিনিট দাঁড়াতেই যেন খবর হয়ে গেল! গরম থেকে বাঁচতে দ্রুত ঢুকে পড়তে হলো প্রেসবক্সে।

শারজা প্রেসবক্সটা একটু ব্যতিক্রম। ভিআইপি স্ট্যান্ড-লাগোয়া প্রেসবক্সটা একেবারেই খোলা। গরম তাড়াতে এসি নয়, এখানে ফ্যানই ভরসা। ঝাঁজাল দুপুরে মাথার ওপর ঢাউস ফ্যানের ঈষৎ উষ্ণ বাতাসও তাই ‘শীতল’ হয়ে ওঠে! খোলা এই প্রেসবক্সের সবচেয়ে ইতিবাচক (নিরিবিলি পরিবেশ লিখতে আগ্রহীদের কাছে এটি অবশ্য নেতিবাচক হবে) দিক হচ্ছে, পুরো মাঠের পরিবেশটা স্পষ্ট বোঝা যায়। গ্যালারি ভর্তি দর্শকদের অবিরত চিৎকার–হর্ষধ্বনি, ডিস্ক জকিদের (ডিজে) মিউজিক আর ২২ গজে চার–ছক্কার উৎসব—লেখা লিখতে হচ্ছে এই ইলেকট্রিক অ্যাটমোসফিয়ার বসে! এমন পরিবেশে যে কারও শরীরে একটা ‘জোশ’ চলে আসতে বাধ্য!

এই ‘গরম’ পরিবেশে ‘গরম’ হয়ে গেছেন ক্রিকেটাররাও! পাওয়ার প্লের শেষ দিকে লাহিরু কুমারার করা ষষ্ঠ ওভারের পঞ্চম বলটা মিড অফে ক্যাচ তুলে দিয়েছিলেন লিটন দাস (১৬)। উইকেট ছেড়ে আসার সময় লিটনের সঙ্গে কিছু তপ্ত বাক্যবিনিময় হয় লাহিরুর। তখন অন্য প্রান্ত থেকে এগিয়ে আসেন মোহাম্মদ নাঈম। তিনি ধাক্কা দিয়ে বসেন লাহিরুকে। ধাক্কাধাক্কি, কথার লড়াই—অতঃপর আম্পায়ারদের হস্তক্ষেপ—গত কয়েক বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ের যে ঝাঁজ, আজ আরেকবার সেটি ফিরে এল শারজায়। সেই ঝাঁজে গ্যালারিপূর্ণ বাংলাদেশি দর্শকেরা ততক্ষণে লঙ্কানদের ‘ভুয়া, ভুয়া’ বলতে শুরু করেছেন! 

আউট হওয়ার হতাশা থেকে লাহিরুর সঙ্গে লিটনের কথার লড়াই হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু নাঈম কেন দৃশ্যপটে ঢুকে পড়লেন? চতুর্থ ওভারের শেষে লাহিরুর করা ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতির বলটা নাঈম ঠেলে দিয়েছিলেন সোজা। ফলো থ্রুতে বলটা কুড়িয়েই নাঈমের কাঁধ বরাবর থ্রো করেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার। বলটা গায়ে লাগলে চোটেও পড়তে পারতেন নাঈম। সম্ভবত এ ঘটনা থেকেই লাহিরুর ওপর মেজাজ হারিয়েছেন নাঈম। 

ওই ঘটনার পর ১৪তম ওভারে লাহিরুকে পেয়ে ব্যাট হাতে নাঈম ভালোই ঝাল ঝেড়েছেন! বোলারের মাথার ওপর দিয়ে তুলে বাউন্ডারি মেরে পূর্ণ করেছেন ফিফটি। এক বল পর আবারও মেরেছেন বাউন্ডারি। পরে বিনুরা ফার্নান্দোর শিকার হয়ে নাঈম থেমেছেন ৫২ বলে ৬২ রানে। দারুণ খেলা বাংলাদেশ দলের তরুণ ওপেনার যে খেলার পর ম্যাচ রেফারির কড়া জেরার মুখে পড়তে পারেন, তা এখনই অনুমান করা যাচ্ছে। ম্যাচ রেফারি নিশ্চিত ডাকবেন লিটন ও লাহিরুকে। 
শারজার গরম দুপুরে ‘হিট অব দ্য মোমেন্টে’ যেটাই ঘটে যাক—ধাক্কাধাক্কির ঘটনায় জরিমানা এড়ানো কঠিনই হতে পারে নাঈম-লিটনের! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত