আইপিএল
মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসে (সিএসকে) থাকছেন তো?—আইপিএল নিলামের আগে এমন প্রশ্ন ঘুরছে চেন্নাই ভক্তদের মুখে মুখে। ধোনির কাছ থেকে সঠিক কোনো জবাব পাওয়া যায়নি এখন পর্যন্ত। একেক সময়ে দিয়েছেন একেক উত্তর। তবে এন শ্রীনিবাসন যা বলছেন, তাতে মন খারাপ হওয়ার কথা চেন্নাই ভক্তদের। সুপার কিংসের কর্ণধার জানিয়েছেন, চেন্নাই দলে আগামী মৌসুমে থাকতে চাইছেন না দলটির সেরা অধিনায়ক!
আইপিএলের নিয়ম অনুযায়ী, নতুন মৌসুমের নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ চারজন করে পুরোনো ক্রিকেটার ধরে রাখতে পারবে। যদি চারজন ক্রিকেটারকে রাখা হয়, তাহলে সেই ফ্র্যাঞ্চাইজির ১৬ কোটি রুপি খরচ হবে। তিনজনকে রাখলে টাকার অঙ্কটা কমে ১৫ কোটি হবে। দুজন রাখলে খরচ হবে ১৪ কোটি রুপি। অর্থাৎ, যে ফ্র্যাঞ্চাইজি যত কম ক্রিকেটারকে রাখবে, নতুন ক্রিকেটার নেওয়ার জন্য তত বেশি টাকা খরচ করতে পারবে নিলামে।
শ্রীনি বলছেন, ধোনি চান না তাঁকে ধরে রাখার কারণে নিলামে কম খরচ করুক চেন্নাই। বিসিসিআইয়ের সাবেক এই প্রধান বলেছেন, ‘ধোনি অত্যন্ত সৎ এবং একজন ভালো মানুষ। এ কারণেই সে চাইছে না আমরা নিলামের আগে তাকে রেখে দিই। কারণ সে জানে, তাকে ছেড়ে দিলে নিলামের সময় চেন্নাইয়ের হাতে বাড়তি টাকা থাকবে। এটা ভেবেই ধোনি বিভিন্ন উত্তর দিয়েছে। সে চাইছে না নিলামের আগে আমাদের কিছু টাকা ওর পেছনে খরচ হোক।’
দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে কিছুদিন আগেই আইপিএলের চতুর্থ শিরোপা জিতেছে সিএসকে। চার শিরোপার সবগুলোই এসেছে ধোনির নেতৃত্বে। শিরোপা জেতানো অধিনায়ককে যে কিছুতেই ছাড়তে চাইবে না সিএসকে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন শ্রীনি, ‘সিএসকে, চেন্নাই ও তামিলনাড়ুর অবিচ্ছেদ্য অংশ ধোনি। তাকে ছাড়া যেমন সিএসকে হয় না, তেমনি সিএসকে ছাড়া ধোনিও হয় না।’
মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসে (সিএসকে) থাকছেন তো?—আইপিএল নিলামের আগে এমন প্রশ্ন ঘুরছে চেন্নাই ভক্তদের মুখে মুখে। ধোনির কাছ থেকে সঠিক কোনো জবাব পাওয়া যায়নি এখন পর্যন্ত। একেক সময়ে দিয়েছেন একেক উত্তর। তবে এন শ্রীনিবাসন যা বলছেন, তাতে মন খারাপ হওয়ার কথা চেন্নাই ভক্তদের। সুপার কিংসের কর্ণধার জানিয়েছেন, চেন্নাই দলে আগামী মৌসুমে থাকতে চাইছেন না দলটির সেরা অধিনায়ক!
আইপিএলের নিয়ম অনুযায়ী, নতুন মৌসুমের নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ চারজন করে পুরোনো ক্রিকেটার ধরে রাখতে পারবে। যদি চারজন ক্রিকেটারকে রাখা হয়, তাহলে সেই ফ্র্যাঞ্চাইজির ১৬ কোটি রুপি খরচ হবে। তিনজনকে রাখলে টাকার অঙ্কটা কমে ১৫ কোটি হবে। দুজন রাখলে খরচ হবে ১৪ কোটি রুপি। অর্থাৎ, যে ফ্র্যাঞ্চাইজি যত কম ক্রিকেটারকে রাখবে, নতুন ক্রিকেটার নেওয়ার জন্য তত বেশি টাকা খরচ করতে পারবে নিলামে।
শ্রীনি বলছেন, ধোনি চান না তাঁকে ধরে রাখার কারণে নিলামে কম খরচ করুক চেন্নাই। বিসিসিআইয়ের সাবেক এই প্রধান বলেছেন, ‘ধোনি অত্যন্ত সৎ এবং একজন ভালো মানুষ। এ কারণেই সে চাইছে না আমরা নিলামের আগে তাকে রেখে দিই। কারণ সে জানে, তাকে ছেড়ে দিলে নিলামের সময় চেন্নাইয়ের হাতে বাড়তি টাকা থাকবে। এটা ভেবেই ধোনি বিভিন্ন উত্তর দিয়েছে। সে চাইছে না নিলামের আগে আমাদের কিছু টাকা ওর পেছনে খরচ হোক।’
দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে কিছুদিন আগেই আইপিএলের চতুর্থ শিরোপা জিতেছে সিএসকে। চার শিরোপার সবগুলোই এসেছে ধোনির নেতৃত্বে। শিরোপা জেতানো অধিনায়ককে যে কিছুতেই ছাড়তে চাইবে না সিএসকে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন শ্রীনি, ‘সিএসকে, চেন্নাই ও তামিলনাড়ুর অবিচ্ছেদ্য অংশ ধোনি। তাকে ছাড়া যেমন সিএসকে হয় না, তেমনি সিএসকে ছাড়া ধোনিও হয় না।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৩ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৩ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে