নাঈম শেখ নাকি তামিম ইকবাল—এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দুজনের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। একবার তামিম টপকে যান নাঈমকে, ঠিক তার পরে আবার এগিয়ে যান নাঈম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চলছে দুর্দান্ত ঢাকা ও ফরচুন বরিশাল। এই ম্যাচের আগে নাঈমের ছিল ২৬৬ রান আর ২০২ রান করেন তামিম। ৬৪ রানের ব্যবধান তামিম আজ কমালেন অনায়াসেই। ঘরের মাঠ সাগরিকার দর্শকদের যেন বিশ্ব ভালোবাসা দিবসের উপহারই দিলেন তামিম। রানের ফল্গুধারা ছুটিয়ে ভক্ত-সমর্থকদের মুগ্ধ করেছেন তিনি। ৪৫ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ রান করে এবারের বিপিএলে তার রান ২৭৩। ৭ রানের ব্যবধান কমাতে এরপর ব্যাটিংয়ে নামেন নাঈম। ইনিংসের দ্বিতীয় বলে কেশব মহারাজকে ডিপ স্কয়ার লেগ দিয়ে স্লগ সুইপে ছক্কা মারেন নাঈম। ঠিক তার পরের বলে মিড অফ দিয়ে চার মেরে নাঈম ছাড়িয়ে যান তামিমকে। ২৭৬ রান করে আবার সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠলেন নাঈম। তবে এই বাঁহাতি ব্যাটার ইনিংস বড় করতে পারেনি। চতুর্থ বলে লেগ সাইডে শট খেলতে গেছেন নাঈম। ডিপ মিড উইকেট দিয়ে দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরলেন আহমেদ শেহজাদ। ৪ বলে ১০ রানেই থেমে যায় নাঈমের ইনিংস।
তামিমের ঝোড়ো ব্যাটিংয়ের দিন ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করেছে বরিশাল। এরপর নাঈম রেকর্ড ভাঙার পর যখন আউট হলেন, তখন ঢাকার স্কোর হয়ে যায় ০.৪ ওভারে ১ উইকেটে ১০ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ঢাকা।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.২ ওভারে ৭ উইকেটে ৯৬ রান করেছে ঢাকা। এবারের বিপিএলে এর আগে ৯ ম্যাচে ঢাকা জিতেছে ১ ম্যাচ ও হেরেছে ৮ ম্যাচ। যেখানে টানা ৮ ম্যাচ হেরেছে ঢাকা।
বিপিএল শেষ হচ্ছে ১ মার্চ। এরপর ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে গতকাল। সেখানে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। তাঁর ফেরার ব্যাখ্যায় মিনহাজুল আবেদীন নান্নু গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘নাঈম শেখ এই বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক (এখনো পর্যন্ত)। তাঁকে রাখতেই হবে।’ অন্যদিকে তামিম তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছরই অবসর নিয়েছেন।
নাঈম শেখ নাকি তামিম ইকবাল—এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দুজনের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। একবার তামিম টপকে যান নাঈমকে, ঠিক তার পরে আবার এগিয়ে যান নাঈম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চলছে দুর্দান্ত ঢাকা ও ফরচুন বরিশাল। এই ম্যাচের আগে নাঈমের ছিল ২৬৬ রান আর ২০২ রান করেন তামিম। ৬৪ রানের ব্যবধান তামিম আজ কমালেন অনায়াসেই। ঘরের মাঠ সাগরিকার দর্শকদের যেন বিশ্ব ভালোবাসা দিবসের উপহারই দিলেন তামিম। রানের ফল্গুধারা ছুটিয়ে ভক্ত-সমর্থকদের মুগ্ধ করেছেন তিনি। ৪৫ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ রান করে এবারের বিপিএলে তার রান ২৭৩। ৭ রানের ব্যবধান কমাতে এরপর ব্যাটিংয়ে নামেন নাঈম। ইনিংসের দ্বিতীয় বলে কেশব মহারাজকে ডিপ স্কয়ার লেগ দিয়ে স্লগ সুইপে ছক্কা মারেন নাঈম। ঠিক তার পরের বলে মিড অফ দিয়ে চার মেরে নাঈম ছাড়িয়ে যান তামিমকে। ২৭৬ রান করে আবার সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠলেন নাঈম। তবে এই বাঁহাতি ব্যাটার ইনিংস বড় করতে পারেনি। চতুর্থ বলে লেগ সাইডে শট খেলতে গেছেন নাঈম। ডিপ মিড উইকেট দিয়ে দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরলেন আহমেদ শেহজাদ। ৪ বলে ১০ রানেই থেমে যায় নাঈমের ইনিংস।
তামিমের ঝোড়ো ব্যাটিংয়ের দিন ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করেছে বরিশাল। এরপর নাঈম রেকর্ড ভাঙার পর যখন আউট হলেন, তখন ঢাকার স্কোর হয়ে যায় ০.৪ ওভারে ১ উইকেটে ১০ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ঢাকা।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.২ ওভারে ৭ উইকেটে ৯৬ রান করেছে ঢাকা। এবারের বিপিএলে এর আগে ৯ ম্যাচে ঢাকা জিতেছে ১ ম্যাচ ও হেরেছে ৮ ম্যাচ। যেখানে টানা ৮ ম্যাচ হেরেছে ঢাকা।
বিপিএল শেষ হচ্ছে ১ মার্চ। এরপর ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে গতকাল। সেখানে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। তাঁর ফেরার ব্যাখ্যায় মিনহাজুল আবেদীন নান্নু গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘নাঈম শেখ এই বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক (এখনো পর্যন্ত)। তাঁকে রাখতেই হবে।’ অন্যদিকে তামিম তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছরই অবসর নিয়েছেন।
ক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
৪৩ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
২ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। অপর গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
৪ ঘণ্টা আগে