Ajker Patrika

নাঈম শেখের সঙ্গে পাল্লা চলছে তামিমের

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৫৯
নাঈম শেখের সঙ্গে পাল্লা চলছে তামিমের

নাঈম শেখ নাকি তামিম ইকবাল—এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দুজনের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। একবার তামিম টপকে যান নাঈমকে, ঠিক তার পরে আবার এগিয়ে যান নাঈম।

চট্টগ্রামে আজ ঝোড়ো ব্যাটিং করেছেন তামিম ইকবাল।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চলছে দুর্দান্ত ঢাকা ও ফরচুন বরিশাল। এই ম্যাচের আগে নাঈমের ছিল ২৬৬ রান আর ২০২ রান করেন তামিম। ৬৪ রানের ব্যবধান তামিম আজ কমালেন অনায়াসেই। ঘরের মাঠ সাগরিকার দর্শকদের যেন বিশ্ব ভালোবাসা দিবসের উপহারই দিলেন তামিম। রানের ফল্গুধারা ছুটিয়ে ভক্ত-সমর্থকদের মুগ্ধ করেছেন তিনি। ৪৫ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ রান করে এবারের বিপিএলে তার রান ২৭৩। ৭ রানের ব্যবধান কমাতে এরপর ব্যাটিংয়ে নামেন নাঈম। ইনিংসের দ্বিতীয় বলে কেশব মহারাজকে ডিপ স্কয়ার লেগ দিয়ে স্লগ সুইপে ছক্কা মারেন নাঈম। ঠিক তার পরের বলে মিড অফ দিয়ে চার মেরে নাঈম ছাড়িয়ে যান তামিমকে। ২৭৬ রান করে আবার সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠলেন নাঈম। তবে এই বাঁহাতি ব্যাটার ইনিংস বড় করতে পারেনি। চতুর্থ বলে লেগ সাইডে শট খেলতে গেছেন নাঈম। ডিপ মিড উইকেট দিয়ে দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরলেন আহমেদ শেহজাদ। ৪ বলে ১০ রানেই থেমে যায় নাঈমের ইনিংস।

তামিমের ঝোড়ো ব্যাটিংয়ের দিন ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করেছে বরিশাল। এরপর নাঈম রেকর্ড ভাঙার পর যখন আউট হলেন, তখন ঢাকার স্কোর হয়ে যায় ০.৪ ওভারে ১ উইকেটে ১০ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ঢাকা।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.২ ওভারে ৭ উইকেটে ৯৬ রান করেছে ঢাকা। এবারের বিপিএলে এর আগে ৯ ম্যাচে ঢাকা জিতেছে ১ ম্যাচ ও হেরেছে ৮ ম্যাচ। যেখানে টানা ৮ ম্যাচ হেরেছে ঢাকা।

বিপিএল শেষ হচ্ছে ১ মার্চ। এরপর  ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে গতকাল। সেখানে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। তাঁর ফেরার ব্যাখ্যায় মিনহাজুল আবেদীন নান্নু গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘নাঈম শেখ এই বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক (এখনো পর্যন্ত)। তাঁকে রাখতেই হবে।’ অন্যদিকে তামিম তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছরই অবসর নিয়েছেন। 

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত