Ajker Patrika

সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ শানাকার

সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ শানাকার

শ্রীলঙ্কার জন্য মঞ্চ প্রস্তুত ছিল। ঘরের মাঠে এশিয়া কাপ ধরে রাখার। সেটা তো পারেনি উল্টো দেশের সমর্থকদের সামনে দুঃস্বপ্নের এক ম্যাচ খেলেছে তারা। ফাইনালে এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন ৫০ রানের দলীয় স্কোর করেছে দাসুন শানাকারা। 

লক্ষ্য তাড়া করতে নেমে উইকেট ও বলের হিসেবে এশিয়া কাপের ফাইনালে সবচেয়ে বড় জয় পেয়েছে ভারত। ২৬৩ বল হাতে রেখে ১০ উইকেটের জয়। দুই দল মিলিয়ে মাত্র ২১.৩ ওভারে ম্যাচ শেষ হয়। এমন পরাজয়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক শানাকা। 

ম্যাচ শেষে শানাকা বলেছেন, ‘খেলা দেখতে আসা সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। তবে সত্যিই দুঃখিত যে আপনাদের হতাশ করেছি আমরা। ক্রিকেটার হিসেবে সত্যিই আপনাদের ভালোবাসি।’ 

এশিয়া কাপের ফাইনাল দেখতে আজ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল দর্শকে। ঘরের মাঠে খেলায় হওয়ায় দর্শকের সংখ্যায় লঙ্কানরাই ছিল এগিয়ে। কিন্তু তাঁদের আশা পূরণ করতে পারেননি শানাকা–কুশল মেন্ডিসরা। আসলে লঙ্কানদের দাঁড়াতে দেননি দুর্দান্ত বোলিং করা মোহাম্মদ সিরাজ।

ক্যারিয়ার সেরা বোলিং করে এশিয়া কাপে শ্রীলঙ্কাকে সর্বনিম্ন ৫০ রানে অলআউট করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সিরাজ। আগুনে বোলিংয়ে ২১ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচ শেষে ভারতীয় পেসারের এমন দুর্দান্ত বোলিংয়ের প্রশংসাও করেছেন শানাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত