আম্পায়ারকে ‘ভয় দেখানোয়’ গতকাল বিগ ব্যাশে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন টম কারান। এমন কঠিন সময়ই আবার ইংল্যান্ড পেসারের আইপিএলের নিলামের দাম নিয়ে প্রশ্ন তুলেছেন এবি ডি ভিলিয়ার্স। আইপিএলে পারফরম্যান্সের চেয়ে বেশি বেতন পাচ্ছেন বলে মনে করছেন সাবেক দক্ষিণ আফ্রিকার ব্যাটার।
ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০২১ সালে ম্যাচ খেলেছেন কারান। পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হওয়ায় সুযোগ পাচ্ছেন না দলে। অন্যান্য টুর্নামেন্টেও তেমন বলার মতো পারফরম্যান্স করেননি তিনি। তবে ব্যাটে-বলে সিদ্ধহস্ত বলেই টি-টোয়েন্টি সংস্করণে তাঁর চাহিদা রয়েছে। চলমান বিগব্যাশে সিডনি সিক্সার্সের এই বোলারকে ভিত্তি মূল্য দেড় কোটি টাকায় এবার কিনেছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএলের নিলাম শেষ হওয়ার পর তাই আলোচনা-সমালোচনা হচ্ছে ক্রিকেটারদের দাম নিয়ে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি দুই ক্রিকেটার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের দাম বেশি হয়েছে বলে সমালোচনা করছেন ডি ভিলিয়ার্স ও জেসন গিলেস্পি। তেমনি কারানের দাম নিয়েও প্রশ্ন ডি ভিলিয়ার্সের।
‘৩৬০ ডিগ্রি’ নামে খ্যাত ব্যাটার ডি ভিলিয়ার্স বলেছেন, ‘বিতর্কিত হওয়ার কোনো ইচ্ছা নেই আমার। কিন্তু, আমার মতে, সে বেশ কয়েক বছর ধরে অতিরিক্ত বেতন পাচ্ছে। সে খারাপ খেলোয়াড় নয়। আমি তাকে পছন্দ করি। তার একটি দুর্দান্ত বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে সেটা কয়েক বছর আগের কথা। আমার মনে হয় না সে সম্প্রতি আইপিএল খুব ভালো খেলেছে। এ ছাড়া, ইংল্যান্ডের হয়েও সে ব্যতিক্রম কিছু করেনি।’
আম্পায়ারকে ‘ভয় দেখানোয়’ গতকাল বিগ ব্যাশে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন টম কারান। এমন কঠিন সময়ই আবার ইংল্যান্ড পেসারের আইপিএলের নিলামের দাম নিয়ে প্রশ্ন তুলেছেন এবি ডি ভিলিয়ার্স। আইপিএলে পারফরম্যান্সের চেয়ে বেশি বেতন পাচ্ছেন বলে মনে করছেন সাবেক দক্ষিণ আফ্রিকার ব্যাটার।
ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০২১ সালে ম্যাচ খেলেছেন কারান। পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হওয়ায় সুযোগ পাচ্ছেন না দলে। অন্যান্য টুর্নামেন্টেও তেমন বলার মতো পারফরম্যান্স করেননি তিনি। তবে ব্যাটে-বলে সিদ্ধহস্ত বলেই টি-টোয়েন্টি সংস্করণে তাঁর চাহিদা রয়েছে। চলমান বিগব্যাশে সিডনি সিক্সার্সের এই বোলারকে ভিত্তি মূল্য দেড় কোটি টাকায় এবার কিনেছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএলের নিলাম শেষ হওয়ার পর তাই আলোচনা-সমালোচনা হচ্ছে ক্রিকেটারদের দাম নিয়ে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি দুই ক্রিকেটার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের দাম বেশি হয়েছে বলে সমালোচনা করছেন ডি ভিলিয়ার্স ও জেসন গিলেস্পি। তেমনি কারানের দাম নিয়েও প্রশ্ন ডি ভিলিয়ার্সের।
‘৩৬০ ডিগ্রি’ নামে খ্যাত ব্যাটার ডি ভিলিয়ার্স বলেছেন, ‘বিতর্কিত হওয়ার কোনো ইচ্ছা নেই আমার। কিন্তু, আমার মতে, সে বেশ কয়েক বছর ধরে অতিরিক্ত বেতন পাচ্ছে। সে খারাপ খেলোয়াড় নয়। আমি তাকে পছন্দ করি। তার একটি দুর্দান্ত বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে সেটা কয়েক বছর আগের কথা। আমার মনে হয় না সে সম্প্রতি আইপিএল খুব ভালো খেলেছে। এ ছাড়া, ইংল্যান্ডের হয়েও সে ব্যতিক্রম কিছু করেনি।’
১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
১৬ মিনিট আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
১ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
২ ঘণ্টা আগেপ্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
৩ ঘণ্টা আগে