Ajker Patrika

ভালো না খেললে কেউ নেবে না...ইমরুল এখন ‘রিলাক্সড’

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৪: ০০
ভালো না খেললে কেউ নেবে না...ইমরুল এখন ‘রিলাক্সড’

অধিনায়কত্বের বিষয়ে তিন দিন আগে নিজের অভিমত জানিয়েছিলেন তামিম ইকবাল। নিজেদের প্রথম ম্যাচেই জয় পাওয়ার পর ফরচুন বরিশালের অধিনায়ক জানিয়েছিলেন, অধিনায়কত্ব খুব বেশি উপভোগ করি না। দায়িত্বে বহু ঝামেলা থাকে। আমি চাই ওয়ার্মআপ শেষ হবে, আরামসে বসে থাকব। 

তামিমের মতো একই সুরে কথা বলেছেন ইমরুল কায়েসও। বিপিএলের সবচেয়ে সফল দল চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ইমরুলের নেতৃত্বেই শেষ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাঁকে সরিয়ে নেতৃত্বের ভার দিয়েছে লিটন দাসকে। কাঁধ থেকে দায়িত্ব সরে যাওয়ার বিষয়ে বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘একটু রিলাক্সড লাগে। কারণ অধিনায়ক থাকলে অনেক কিছু পরিকল্পনা থাকে। অনেক দায়িত্ব থাকে। অধিনায়ক না থাকলে বিষয়টা অনুভব করতে হয় না। কিন্তু আমার এখনো ওই অনুভূতিটা আছে। তবে আমার কাছে মনে হয় দলের জন্য চেষ্টা করি।’ 

এখন ব্যাটিংটা বেশি উপভোগ করছেন বলে জানিয়েছেন ইমরুল। গতকাল শেষ ওভারে ৪ বলে ১৬ রান নিয়ে নায়ক ম্যাথিউ ফোর্ড হলেও কুমিল্লার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন সাবেক অধিনায়কই। ম্যাচ শেষে ৫২ রান করা ব্যাটার বলেছেন, ‘শেষ ম্যাচ (প্রথম ম্যাচ) জিততে পারিনি, আজ (গতকাল) জিততে পেরেছি। জেতার ম্যাচে রান করতে পারলে অবশ্যই ভালো লাগে। এই মুহূর্তে আমার ব্যাটিংটাও ভালো হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখার। এখন আর রানের লক্ষ্যে নিয়ে ব্যাটিংয়ে নামি না। শুধু উপভোগ করি। খেলার চেষ্টা করি। যে কয়দিন ক্রিকেট খেলতে পারি আরকি। আর ভালো না খেললে তো কেউ নেবে না। তাই খেলতে হবে।’ 

অধিনায়কত্বের দায়িত্ব না থাকায় এখন ব্যাটিংটা উপভোগ করছেন ইমরুল। ছবি: আজকের পত্রিকাসাবেক অধিনায়ক ফর্মে থাকলেও কুমিল্লার বর্তমান নেতা ছন্দে নেই। দুই ম্যাচেই দুই অঙ্কের রান পেলেও লিটনের সর্বোচ্চ রান ১৪। সেটিও আবার টি-টোয়েন্টির ব্যাটিং সুলভ নয়। তবে দলের অধিনায়কের রান নিয়ে চিন্তা করছেন না ইমরুল। সতীর্থ খুব শিগগিরই রানে ফিরবে এমনটা বলেছেন তিনি, ‘লিটন অফ ফর্মে নাই। সে ভালো টাচে আছে। হয়তো বড় ইনিংস খেলতে পারছে না। আমার কাছে মনে হয় সে খুব শিগগিরই রানে ফিরবে। সে অনেক ভালো খেলোয়াড়। শীর্ষ পর্যায়ের ক্রিকেটার। তার শুধু একটা ইনিংস প্রয়োজন। একটা ইনিংস ভালো খেলতে পারলে দেখবেন সে ধারাবাহিক ছন্দে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত