অধিনায়কত্বের বিষয়ে তিন দিন আগে নিজের অভিমত জানিয়েছিলেন তামিম ইকবাল। নিজেদের প্রথম ম্যাচেই জয় পাওয়ার পর ফরচুন বরিশালের অধিনায়ক জানিয়েছিলেন, অধিনায়কত্ব খুব বেশি উপভোগ করি না। দায়িত্বে বহু ঝামেলা থাকে। আমি চাই ওয়ার্মআপ শেষ হবে, আরামসে বসে থাকব।
তামিমের মতো একই সুরে কথা বলেছেন ইমরুল কায়েসও। বিপিএলের সবচেয়ে সফল দল চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ইমরুলের নেতৃত্বেই শেষ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাঁকে সরিয়ে নেতৃত্বের ভার দিয়েছে লিটন দাসকে। কাঁধ থেকে দায়িত্ব সরে যাওয়ার বিষয়ে বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘একটু রিলাক্সড লাগে। কারণ অধিনায়ক থাকলে অনেক কিছু পরিকল্পনা থাকে। অনেক দায়িত্ব থাকে। অধিনায়ক না থাকলে বিষয়টা অনুভব করতে হয় না। কিন্তু আমার এখনো ওই অনুভূতিটা আছে। তবে আমার কাছে মনে হয় দলের জন্য চেষ্টা করি।’
এখন ব্যাটিংটা বেশি উপভোগ করছেন বলে জানিয়েছেন ইমরুল। গতকাল শেষ ওভারে ৪ বলে ১৬ রান নিয়ে নায়ক ম্যাথিউ ফোর্ড হলেও কুমিল্লার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন সাবেক অধিনায়কই। ম্যাচ শেষে ৫২ রান করা ব্যাটার বলেছেন, ‘শেষ ম্যাচ (প্রথম ম্যাচ) জিততে পারিনি, আজ (গতকাল) জিততে পেরেছি। জেতার ম্যাচে রান করতে পারলে অবশ্যই ভালো লাগে। এই মুহূর্তে আমার ব্যাটিংটাও ভালো হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখার। এখন আর রানের লক্ষ্যে নিয়ে ব্যাটিংয়ে নামি না। শুধু উপভোগ করি। খেলার চেষ্টা করি। যে কয়দিন ক্রিকেট খেলতে পারি আরকি। আর ভালো না খেললে তো কেউ নেবে না। তাই খেলতে হবে।’
সাবেক অধিনায়ক ফর্মে থাকলেও কুমিল্লার বর্তমান নেতা ছন্দে নেই। দুই ম্যাচেই দুই অঙ্কের রান পেলেও লিটনের সর্বোচ্চ রান ১৪। সেটিও আবার টি-টোয়েন্টির ব্যাটিং সুলভ নয়। তবে দলের অধিনায়কের রান নিয়ে চিন্তা করছেন না ইমরুল। সতীর্থ খুব শিগগিরই রানে ফিরবে এমনটা বলেছেন তিনি, ‘লিটন অফ ফর্মে নাই। সে ভালো টাচে আছে। হয়তো বড় ইনিংস খেলতে পারছে না। আমার কাছে মনে হয় সে খুব শিগগিরই রানে ফিরবে। সে অনেক ভালো খেলোয়াড়। শীর্ষ পর্যায়ের ক্রিকেটার। তার শুধু একটা ইনিংস প্রয়োজন। একটা ইনিংস ভালো খেলতে পারলে দেখবেন সে ধারাবাহিক ছন্দে থাকবে।’
অধিনায়কত্বের বিষয়ে তিন দিন আগে নিজের অভিমত জানিয়েছিলেন তামিম ইকবাল। নিজেদের প্রথম ম্যাচেই জয় পাওয়ার পর ফরচুন বরিশালের অধিনায়ক জানিয়েছিলেন, অধিনায়কত্ব খুব বেশি উপভোগ করি না। দায়িত্বে বহু ঝামেলা থাকে। আমি চাই ওয়ার্মআপ শেষ হবে, আরামসে বসে থাকব।
তামিমের মতো একই সুরে কথা বলেছেন ইমরুল কায়েসও। বিপিএলের সবচেয়ে সফল দল চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ইমরুলের নেতৃত্বেই শেষ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাঁকে সরিয়ে নেতৃত্বের ভার দিয়েছে লিটন দাসকে। কাঁধ থেকে দায়িত্ব সরে যাওয়ার বিষয়ে বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘একটু রিলাক্সড লাগে। কারণ অধিনায়ক থাকলে অনেক কিছু পরিকল্পনা থাকে। অনেক দায়িত্ব থাকে। অধিনায়ক না থাকলে বিষয়টা অনুভব করতে হয় না। কিন্তু আমার এখনো ওই অনুভূতিটা আছে। তবে আমার কাছে মনে হয় দলের জন্য চেষ্টা করি।’
এখন ব্যাটিংটা বেশি উপভোগ করছেন বলে জানিয়েছেন ইমরুল। গতকাল শেষ ওভারে ৪ বলে ১৬ রান নিয়ে নায়ক ম্যাথিউ ফোর্ড হলেও কুমিল্লার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন সাবেক অধিনায়কই। ম্যাচ শেষে ৫২ রান করা ব্যাটার বলেছেন, ‘শেষ ম্যাচ (প্রথম ম্যাচ) জিততে পারিনি, আজ (গতকাল) জিততে পেরেছি। জেতার ম্যাচে রান করতে পারলে অবশ্যই ভালো লাগে। এই মুহূর্তে আমার ব্যাটিংটাও ভালো হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখার। এখন আর রানের লক্ষ্যে নিয়ে ব্যাটিংয়ে নামি না। শুধু উপভোগ করি। খেলার চেষ্টা করি। যে কয়দিন ক্রিকেট খেলতে পারি আরকি। আর ভালো না খেললে তো কেউ নেবে না। তাই খেলতে হবে।’
সাবেক অধিনায়ক ফর্মে থাকলেও কুমিল্লার বর্তমান নেতা ছন্দে নেই। দুই ম্যাচেই দুই অঙ্কের রান পেলেও লিটনের সর্বোচ্চ রান ১৪। সেটিও আবার টি-টোয়েন্টির ব্যাটিং সুলভ নয়। তবে দলের অধিনায়কের রান নিয়ে চিন্তা করছেন না ইমরুল। সতীর্থ খুব শিগগিরই রানে ফিরবে এমনটা বলেছেন তিনি, ‘লিটন অফ ফর্মে নাই। সে ভালো টাচে আছে। হয়তো বড় ইনিংস খেলতে পারছে না। আমার কাছে মনে হয় সে খুব শিগগিরই রানে ফিরবে। সে অনেক ভালো খেলোয়াড়। শীর্ষ পর্যায়ের ক্রিকেটার। তার শুধু একটা ইনিংস প্রয়োজন। একটা ইনিংস ভালো খেলতে পারলে দেখবেন সে ধারাবাহিক ছন্দে থাকবে।’
টি-টোয়েন্টিতে টানা ছয় হারের বৃত্ত ভেঙে বাংলাদেশ এখন জয়ের ধারায়। শ্রীলঙ্কা সফরের শেষ দুটি ম্যাচের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের দুটি জয় নিয়ে টানা চার ম্যাচ জয়ের ধারায় বাংলাদেশ। এই চার ম্যাচের সাধারণ মিল হলো , বাংলাদেশ বোলারদের দুর্দান্ত বোলিং।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট দল ফিরে পেয়েছে হারানো ছন্দ। নিজেদের সবশেষ চার ম্যাচের চারটিতেই জিতেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। যার মধ্যে রয়েছে এ মাসে শ্রীলঙ্কায় গিয়ে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়। এই সিরিজ হার নিয়ে এবার মুখ খুলেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা।
১ ঘণ্টা আগেমার্কাস রাশফোর্ডের বার্সেলোনায় যাওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছিল গত কদিন ধরেই। অবশেষে সেটা হয়েই গেল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় গেলেন রাশফোর্ড। বার্সার হয়ে নতুন মৌসুমে খেলার আগেই ক্লাবটিকে আপন করে নিয়েছেন ইংলিশ তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগেনারী দলের কোচ হিসেবে পিটার বাটলারের শুরুর পথ মসৃণ ছিল না। চায়নিজ তাইপের বিপক্ষে হার দিয়ে শুরু। এরপর সাফের শিরোপা ধরে রাখলেও খুব একটা কৃতিত্ব পাননি। আনন্দের সময়েও সিনিয়র ফুটবলারদের অভিযোগের তিরে বিদ্ধ হতে হয় তাঁকে। এমনকি বিদ্রোহের ডাকও দেন ১৮ ফুটবলার।
২ ঘণ্টা আগে