Ajker Patrika

শেষ বলের রোমাঞ্চে সিপিএল চ্যাম্পিয়ন গেইল-ব্রাভোরা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫৪
শেষ বলের রোমাঞ্চে সিপিএল চ্যাম্পিয়ন গেইল-ব্রাভোরা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যদি হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির যথার্থ মঞ্চ, তবে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিশ্চয়ই আইপিএলের মহড়া! 

বিশ্বজুড়ে টি-টোয়েন্টির ফেরিওয়ালা হয়ে ওঠা ক্যারিবীয়রা সেই আইপিএলের স্বাদ নিতে যাওয়ার আগে নিজেদের লিগে উপহার দিল এক রোমাঞ্চকর ফাইনাল, যেখানে শেষ ওভারে উত্তেজনার পর শেষ হাসি হাসল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। 

বাসেটেয়ারের ওয়ার্নার পার্কে গত রাতে তরুণ ডমিনিক ড্রেকসের ব্যাটিং বীরত্বে টুর্নামেন্টের শেষ বলে সেন্ট লুসিয়া কিংসকে ৩ উইকেটে হারিয়েছে সেন্ট কিটস। সিপিএলের নবীনতম দলটির এটিই প্রথম শিরোপা। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে সেন্ট কিটসকে ১৬০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল সেন্ট লুসিয়া। ২০০ স্ট্রাইক রেটে ৪৮ রানের হার না মানা ইনিংসে সেন্ট কিটসকে শিরোপা-উৎসবের উপলক্ষ এনে দেন ড্রেকস। 

২০১৫ সালে গঠিত সেন্ট কিটস এর আগে তিনবার সিপিএলের প্লে-অফ পর্বে উঠলেও কিছুতেই চ্যাম্পিয়ন হতে পারছিল না। এবার তাই সবচেয়ে বেশি সিপিএল শিরোপা জেতা ডোয়াইন ব্রাভোকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। নেতৃত্বের ভারটাও দিয়েছিল ব্রাভোরই কাঁধে। সঙ্গে ক্রিস গেইল-এভিন লুইসদের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা তো ছিলেনই। 
তবে কাল শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন গেইল। ফর্মের তুঙ্গে থাকা লুইসও নির্ভরতা দিতে পারেননি দলকে। অধিনায়ক ব্রাভোও ছিলেন ফিকে। 

টি-টোয়েন্টির রথী-মহারথীদের ব্যর্থতার দিনে জ্বলে ওঠেন ‘অচেনা’ ড্রেকস। সব আলো একাই কেড়ে নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনিই। আর ধারাবাহিক পারফরম্যান্সে আসরের সেরা হয়েছেন রানার্সআপ দল সেন্ট লুসিয়ার অলরাউন্ডার রোস্টন চেস। 

এর আগে গেইল দুবার ও ব্রাভো চারবার সিপিএল শিরোপা জিতলেও খেলেছেন আলাদা দলে। এবারই প্রথম একই দলের হয়ে চ্যাম্পিয়ন হলেন গেইল-ব্রাভো। সফল সিপিএল মিশন শেষে এখন তাঁদের গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। সেখানেই রোববার থেকে শুরু হচ্ছে স্থগিত আইপিএলের শেষাংশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত