Ajker Patrika

কলম্বোতে বৃষ্টির বাগড়া, ভারত-পাকিস্তান মহারণ আবার কখন শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, কলম্বো থেকে
কলম্বোতে বৃষ্টির বাগড়া, ভারত-পাকিস্তান মহারণ আবার কখন শুরু হচ্ছে

কোনো বাধা ছাড়াই যখন কলম্বোর প্রেমাদাসায় চলছিল ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ, তখনই বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। দুই ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ। 
 
ভারতের ইনিংসের ২৫ তম ওভারে হানা দেয় বৃষ্টি। শাদাব খার ওভারের প্রথম বল করার পরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। একই সঙ্গে চলতে থাকে দমকা হাওয়া। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি কমার পর শুরু হয় মাঠ শুকানোর পালা। ধীরে ধীরে সরানো হয় মাঠের কাভার। আর পিচ শুকানো হচ্ছিল আদিম পদ্ধতিতে। পিচের ওপর ফোম ফেলে তার ওপর লাফালাফি করে পানি বের করছিলেন মাঠকর্মীরা। এতক্ষণ পর্যন্ত জানা গেছে, আম্পায়াররা রোহিত শর্মা ও বাবর আজম দুই অধিনায়কের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়, পাকিস্তানের বোলিং কোচ মরনে মর্কেলও মাঠের আপডেট তথ্য নেওয়ার চেষ্টা করছেন। 

টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে শুভ সূচনা করে ভারত। উদ্বোধনী জুটিতে ১০০ বলে ১২১ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমান গিল। দুই ব্যাটারই ফিফটি করেছেন। রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন শাদাব খান। ৪৯ বলে ৫৬ রান করেন ভারতীয় অধিনায়ক। রোহিতের পর গিলও দ্রুত ফিরেছেন। ৫২ বলে ৫৮ রান করেছেন গিল। ২৪.১ ওভারে ভারত এখন পর্যন্ত করেছে ২ উইকেটে ১৪৭ রান। বিরাট কোহলি ৮ রানে ও লোকেশ রাহুল ১৭ রানে ব্যাটিং করছেন। যদি ভারত আর ব্যাটিং করতে না পারে, তাহলে বৃষ্টি আইনে পাকিস্তানের লক্ষ্য হবে ২০ ওভারে ১৮১ রান। আজ যদি খেলা নাও হয়. আগামীকাল রিজার্ভ ডে তে বাকি অংশ থেকে খেলা শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত