Ajker Patrika

টানা দ্বিতীয় হারের স্বাদ পেল মোস্তাফিজের রাজস্থান

টানা দ্বিতীয় হারের স্বাদ পেল মোস্তাফিজের রাজস্থান

আইপিএলে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। এবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে মোস্তফিজরা হেরেছেন ৭ উইকেটে। গতকাল সোমবার আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে রাজস্থান। ৭ উইকেট ও ৯ বল হাতের রেখে জয় পেয়ে যায় হায়দরাবাদ। 

জবাব দিতে নেমে প্রথম ৩ ওভারেই ২৬ রান তুলে নেয় হায়দরাবাদ। চতুর্থ ওভারে বল করতে এসে ৯ রান দেন মোস্তাফিজ। ৫ ওভারেই হায়দরাবাদ সংগ্রহ করে ৫৭ রান। ৬ষ্ঠ ওভারের প্রথম বলে ঋদ্ধিমান সাহাকে ফিরিয়ে রাজস্থানকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন মাহিপাল লোমরোর। তবে হায়দরাবাদকে দারুণভাবে এগিয়ে নেন জেসন রয় ও কেন উইলিয়ামসন। দলীয় ১১৪ রানে এ জুটি ভাঙেন চেতন সাকারিয়া। ফিরিয়ে দেন ৪২ বলে ৬০ রান করা রয়কে। পরের ওভারে বল হাতে রাজস্থানকে সাফল্য এনে দেন মোস্তাফিজও। প্রিয়ম গার্গকে ফিরতি ক্যাচে প্যাভিলিয়েন ফেরত পাঠান মোস্তাফিজ। সেই ওভারে ৫ রান দেন মোস্তাফিজ। 

 ১৭ তম ওভারে নিজের তৃতীয় স্পেল করতে আসেন মোস্তাফিজ। সেই ওভারেও গুরুত্বপূর্ণ সময়ে ৪ রান দেন মোস্তাফিজ। ১৯ তম ওভারে মোস্তাফিজ যখন বোলিং করতে আসেন তখন হায়দরাবাদের প্রয়োজন ছিল ৬ রান। দুই চারে দলের হায়দরাবাদের জয় নিশ্চিত করেন কেন উইলিয়ামসন। ৪১ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। ৩.৩ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন মোস্তাফিজ। 

এদিন আগে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে এভিন লুইসের (৬) উইকেট হারায় রাজস্থান। এরপর দলকে ৬৭ রানে নিয়ে যান যশ্বসী জেসওয়াল ও সাঞ্জু স্যামসন। ৩৬ রান করা যশ্বসীকে ফিরিয়ে দেন সন্দ্বীপ শর্মা। বেশিক্ষণ টিকতে পারেননি লিয়াম লিভিংস্টোনও। রশিদ খানের বলে আউট হন ৪ রান করে। তবে একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নেন অধিনায়ক সাঞ্জু। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি করেন ৫৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮২ রান। ২৮ বলে ২৯ রান করেন মাহিপাল। রাজস্থান থামে ১৬৪ রানে। তবে সেটি যে হায়দরাবাদকে হারাতে যথেষ্ট ছিল না, ম্যাচ শেষে তাই প্রমাণিত হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

বিএনপি ‘সন্তুষ্ট’ নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত