নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডারউইনে রোমাঞ্চকর ম্যাচে হারতে হারতে জিতে গেল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। শেষ তিন ওভারে তাদের প্রয়োজন পড়ে ৩৬ রান, নেই ৬ উইকেট। জেঁকে বসে হারের শঙ্কা। ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের গতিপথ বদলে দিলেন মাহফুজুর রহমান রাব্বি।
দলের প্রয়োজনের ৩২ রানই করেছেন রাব্বি, খেলেছেন ১৩ বল। ২ বল বাকি থাকতেই পার্থ স্কোর্চার্সের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়া করেছে এইচপি। এই জয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।
টিআইও স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫ উইকেটে ১২৯ রান তোলে পার্থ। ১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫ রানে ৩ উইকেটে হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে এইচপি। ফেরেন তানজিদ হাসান তামিম (১), পারভেজ হোসেন ইমন (০) ও আরিফুল ইসলাম (২)।
চতুর্থ উইকেটে শুরুর বিপর্যয় সামলানোর চেষ্টা করেন আকবর আলী ও ওপেনার জিসান আলম। দ্রুত উইকেট হারানো রানের গতিও কমে যায়। এর মধ্যে ১১ তম ওভারে দলীয় ৫৪ রানে ফেরেন জিসান। ২৬ বলে ২৬ রানে আসে তাঁর ব্যাট থেকে।
দলের ৭৭ রানে আউট হয়েছেন অধিনায়ক আকবরও। করেছেন ৩৩ বলে ৩টি ছক্কা ও একটি ৩৫ রান। তারপর আবু হায়দার রনি ৭ ও শামীম হোসেন ১৬ রানে আউট হলে হারের শঙ্কা জেঁকে বসে। তবে ১৮তম ওভারে কিটন ক্রিচেলের ওপর তাণ্ডব চালিয়ে ২০ রান তোলেন রাব্বি। সে ওভারেই খেলার গতিপথ বদলে যায়।
শেষ দুই ওভার দরকার পড়ে ১৬ রান। ১৯তম ওভারে ৮ ও ২০তম ওভারে ৪ বলে ৮ রান তোলে জয় নিশ্চিত করে এইচপি। দুটি করে চার ও ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন রাব্বি। পার্থের হয়ে ম্যাথু কেলি ৩টি ও জিয়ে রিচার্ডসন নিয়েছেন ২টি উইকেট।
টস জিতে পার্থ স্কোর্চার্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এইচপি অধিনায়ক আকবর। ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারে উইকেট হারায় তারা। তবে টিগু উইলির ৫৬ ও ব্যাক্সটার হল্টের ৩৪ রানের কল্যাণে ৫ উইকেটে ১২৯ রানের স্কোর গড়ে পার্থ। বাংলাদেশের রাকিবুল হাসান ও রিপন মন্ডল দুটি করে উইকেট নিয়েছেন।
ডারউইনে রোমাঞ্চকর ম্যাচে হারতে হারতে জিতে গেল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। শেষ তিন ওভারে তাদের প্রয়োজন পড়ে ৩৬ রান, নেই ৬ উইকেট। জেঁকে বসে হারের শঙ্কা। ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের গতিপথ বদলে দিলেন মাহফুজুর রহমান রাব্বি।
দলের প্রয়োজনের ৩২ রানই করেছেন রাব্বি, খেলেছেন ১৩ বল। ২ বল বাকি থাকতেই পার্থ স্কোর্চার্সের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়া করেছে এইচপি। এই জয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।
টিআইও স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫ উইকেটে ১২৯ রান তোলে পার্থ। ১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫ রানে ৩ উইকেটে হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে এইচপি। ফেরেন তানজিদ হাসান তামিম (১), পারভেজ হোসেন ইমন (০) ও আরিফুল ইসলাম (২)।
চতুর্থ উইকেটে শুরুর বিপর্যয় সামলানোর চেষ্টা করেন আকবর আলী ও ওপেনার জিসান আলম। দ্রুত উইকেট হারানো রানের গতিও কমে যায়। এর মধ্যে ১১ তম ওভারে দলীয় ৫৪ রানে ফেরেন জিসান। ২৬ বলে ২৬ রানে আসে তাঁর ব্যাট থেকে।
দলের ৭৭ রানে আউট হয়েছেন অধিনায়ক আকবরও। করেছেন ৩৩ বলে ৩টি ছক্কা ও একটি ৩৫ রান। তারপর আবু হায়দার রনি ৭ ও শামীম হোসেন ১৬ রানে আউট হলে হারের শঙ্কা জেঁকে বসে। তবে ১৮তম ওভারে কিটন ক্রিচেলের ওপর তাণ্ডব চালিয়ে ২০ রান তোলেন রাব্বি। সে ওভারেই খেলার গতিপথ বদলে যায়।
শেষ দুই ওভার দরকার পড়ে ১৬ রান। ১৯তম ওভারে ৮ ও ২০তম ওভারে ৪ বলে ৮ রান তোলে জয় নিশ্চিত করে এইচপি। দুটি করে চার ও ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন রাব্বি। পার্থের হয়ে ম্যাথু কেলি ৩টি ও জিয়ে রিচার্ডসন নিয়েছেন ২টি উইকেট।
টস জিতে পার্থ স্কোর্চার্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এইচপি অধিনায়ক আকবর। ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারে উইকেট হারায় তারা। তবে টিগু উইলির ৫৬ ও ব্যাক্সটার হল্টের ৩৪ রানের কল্যাণে ৫ উইকেটে ১২৯ রানের স্কোর গড়ে পার্থ। বাংলাদেশের রাকিবুল হাসান ও রিপন মন্ডল দুটি করে উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৩ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৪ ঘণ্টা আগে