এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে উইকেটশিকারির তালিকায় সেরা তিনে আছেন তিনি। বাংলাদেশি পেসারের দুর্দান্ত পারফরম্যান্সটা অবশ্য আর খুব বেশি দিন পাচ্ছে না তাঁর দল চেন্নাই সুপার কিংস।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মোস্তাফিজকে দেশে ফেরাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ মে চেন্নাইয়ের হয়ে নিজের সর্বশেষ ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরবেন বাঁহাতি পেসার। পুরোনো ছন্দ ফিরে পাওয়ায় অনেকের ধারণা, জিম্বাবুয়ে সিরিজের বদলে ২৮ বছর বয়সী বাঁহাতি পেসারকে আইপিএলে খেলতে দিলেই বাংলাদেশের লাভ। টুর্নামেন্টে খেলতে আসা বিশ্বের সেরা খেলোয়াড় এবং কোচদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা এবং ম্যাচ খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে ভালো কাজে আসতে পারে।
বিসিবি অবশ্য এমনটা মানতে নারাজ। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, কোনো লাভ হতো না। আর আইপিএলে খেলে মোস্তাফিজের শেখার কিছু নেই। আজ মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং মোস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’
খেলার চেয়ে মোস্তাফিজের ফিটনেস নিয়ে বিসিবি ভাবছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘আমাদের চিন্তা হচ্ছে, মোস্তাফিজের স্বাস্থ্য। তার ফিটনেস। সেখানে তারা চাইবে, মোস্তাফিজের থেকে শতভাগ নিতে। তার ফিটনেস নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমাদের আছে।’
দেশে ফিরিয়ে আনা হলেও যে মোস্তাফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচ খেলানো হবে না, তার ইঙ্গিতও দিয়েছেন জালাল ইউনুস। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেছেন, ‘মোস্তাফিজকে ফেরানো শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য না। এখানে আমরা তার ওয়ার্ক লোড ম্যানেজ করেই খেলাব। কিন্তু আইপিএল থাকলে সেটা হবে না।’
ফ্র্যাঞ্চাইজির চেয়ে জাতীয় দলের চাওয়াটাই যে বড়, সেটাও বুঝিয়ে দিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘মোস্তাফিজের জাতীয় দলের ব্যাপারটা আমরা দেখি। বুঝতে পারছি, তাদের মোস্তাফিজকে প্রয়োজন কিন্তু...জাতীয় দলের চাওয়া তো প্রথমে। আপনারা জানেন, ২০২১ সালে আমাদের দুজন ক্রিকেটার আইপিএল খেলে বিশ্বকাপে যোগ দিয়েছিল। তারা ওখানে ক্লান্তি অনুভব করেছিল। তারাও সেটি বলেছে। আমরা ও রকম পরিস্থিতি চাই না।’
সব সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো ২০ দলের কোনো বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী জুনে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই সতেজ মোস্তাফিজকে চায় বিসিবি। জালাল ইউনুস বলেছেন, ‘দলের সঙ্গে থাকলে বোঝাপড়া বাড়বে। একটা বিশ্বকাপ, বড় ইভেন্টে হতে যাচ্ছে, এর আগে ক্রিকেটারদের সঙ্গে যাতে থাকতে পারে, যেতে পারে। কারণ, মে মাসেই কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি। তাকে তো সেখানে মানিয়ে নিতে হবে। যাওয়ার আগে তো তার ফিট থাকতে হবে। শারীরিকভাবে ফিট থাকতে হবে। ক্লান্তি নিয়ে গেলে সে তো ডেলিভার করতে পারবে না। তাহলে আমার কী দরকার? আমাকে তার প্রয়োজন। সতেজ মোস্তাফিজ চাই। ক্লান্ত মোস্তাফিজকে চাই না।’
এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে উইকেটশিকারির তালিকায় সেরা তিনে আছেন তিনি। বাংলাদেশি পেসারের দুর্দান্ত পারফরম্যান্সটা অবশ্য আর খুব বেশি দিন পাচ্ছে না তাঁর দল চেন্নাই সুপার কিংস।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মোস্তাফিজকে দেশে ফেরাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ মে চেন্নাইয়ের হয়ে নিজের সর্বশেষ ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরবেন বাঁহাতি পেসার। পুরোনো ছন্দ ফিরে পাওয়ায় অনেকের ধারণা, জিম্বাবুয়ে সিরিজের বদলে ২৮ বছর বয়সী বাঁহাতি পেসারকে আইপিএলে খেলতে দিলেই বাংলাদেশের লাভ। টুর্নামেন্টে খেলতে আসা বিশ্বের সেরা খেলোয়াড় এবং কোচদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা এবং ম্যাচ খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে ভালো কাজে আসতে পারে।
বিসিবি অবশ্য এমনটা মানতে নারাজ। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, কোনো লাভ হতো না। আর আইপিএলে খেলে মোস্তাফিজের শেখার কিছু নেই। আজ মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং মোস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’
খেলার চেয়ে মোস্তাফিজের ফিটনেস নিয়ে বিসিবি ভাবছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘আমাদের চিন্তা হচ্ছে, মোস্তাফিজের স্বাস্থ্য। তার ফিটনেস। সেখানে তারা চাইবে, মোস্তাফিজের থেকে শতভাগ নিতে। তার ফিটনেস নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমাদের আছে।’
দেশে ফিরিয়ে আনা হলেও যে মোস্তাফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচ খেলানো হবে না, তার ইঙ্গিতও দিয়েছেন জালাল ইউনুস। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেছেন, ‘মোস্তাফিজকে ফেরানো শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য না। এখানে আমরা তার ওয়ার্ক লোড ম্যানেজ করেই খেলাব। কিন্তু আইপিএল থাকলে সেটা হবে না।’
ফ্র্যাঞ্চাইজির চেয়ে জাতীয় দলের চাওয়াটাই যে বড়, সেটাও বুঝিয়ে দিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘মোস্তাফিজের জাতীয় দলের ব্যাপারটা আমরা দেখি। বুঝতে পারছি, তাদের মোস্তাফিজকে প্রয়োজন কিন্তু...জাতীয় দলের চাওয়া তো প্রথমে। আপনারা জানেন, ২০২১ সালে আমাদের দুজন ক্রিকেটার আইপিএল খেলে বিশ্বকাপে যোগ দিয়েছিল। তারা ওখানে ক্লান্তি অনুভব করেছিল। তারাও সেটি বলেছে। আমরা ও রকম পরিস্থিতি চাই না।’
সব সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো ২০ দলের কোনো বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী জুনে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই সতেজ মোস্তাফিজকে চায় বিসিবি। জালাল ইউনুস বলেছেন, ‘দলের সঙ্গে থাকলে বোঝাপড়া বাড়বে। একটা বিশ্বকাপ, বড় ইভেন্টে হতে যাচ্ছে, এর আগে ক্রিকেটারদের সঙ্গে যাতে থাকতে পারে, যেতে পারে। কারণ, মে মাসেই কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি। তাকে তো সেখানে মানিয়ে নিতে হবে। যাওয়ার আগে তো তার ফিট থাকতে হবে। শারীরিকভাবে ফিট থাকতে হবে। ক্লান্তি নিয়ে গেলে সে তো ডেলিভার করতে পারবে না। তাহলে আমার কী দরকার? আমাকে তার প্রয়োজন। সতেজ মোস্তাফিজ চাই। ক্লান্ত মোস্তাফিজকে চাই না।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে