শিখর ধাওয়ানের কাছে গতকাল যেন ছিল ‘যন্ত্রণার’ এক দিন। তাঁর দল পাঞ্জাব কিংস যেমন হেরেছে তেমনি সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় ৯৯ এ থামতে হয় তাকে।
গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পাঞ্জাব ৯ উইকেটে করে ১৪৩ রান। দলের ব্যর্থতায় অধিনায়ক ধাওয়ান অপরাজিত থাকেন ৯৯ রানে।
ধাওয়ানের এই ইনিংস আইপিএল ইতিহাসে ৯৯ রানে আটকে যাওয়া নবম ইনিংস। দুইবার ৯৯ রানে থামতে হয় ক্রিস গেইলকে। যার মধ্যে একবার অপরাজিত ছিলেন ক্যারিবিয়ান ব্যাটার। দুবারই পাঞ্জাবের হয়ে এমন যন্ত্রণায় পোড়েন গেইল।
চেন্নাইয়ের ব্যাটার সুরেশ রায়না এবং ব্যাঙ্গালুরুর ব্যাটার মায়াঙ্ক আগারওয়ালকেও ৯৯ এ আটকে যাওয়ার যন্ত্রনায় পুড়তে হয়েছে একবার। ধাওয়ানের মতো তারাও অপরাজিত ৯৯ এ থামেন।
আইপিএলে ৯৯-এ আটকা পড়েছেন যাঁরা:
সুরেশ রায়না (চেন্নাই): প্রতিপক্ষ: হায়দরাবাদ; ২০১৩
বিরাট কোহলি (বেঙ্গালুরু): প্রতিপক্ষ: দিল্লি; ২০১৩
ক্রিস গেইল (পাঞ্জাব): প্রতিপক্ষ: বেঙ্গালুরু; ২০১৯
পৃথ্বী শ (দিল্লি): প্রতিপক্ষ: কলকাতা; ২০১৯
ইশান কিশান (মুম্বাই): প্রতিপক্ষ: বেঙ্গালুরু; ২০২০
ক্রিস গেইল (পাঞ্জাব): প্রতিপক্ষ: রাজস্থান; ২০২০
মায়াঙ্ক আগারওয়াল (পাঞ্জাব): প্রতিপক্ষ: দিল্লি; ২০২১
রুতুরাজ গায়কোয়াড (চেন্নাই): প্রতিপক্ষ: হায়দরাবাদ; ২০২২
শিখর ধাওয়ান (পাঞ্জাব): প্রতিপক্ষ: হায়দরাবাদ; ২০২৩
শিখর ধাওয়ানের কাছে গতকাল যেন ছিল ‘যন্ত্রণার’ এক দিন। তাঁর দল পাঞ্জাব কিংস যেমন হেরেছে তেমনি সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় ৯৯ এ থামতে হয় তাকে।
গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পাঞ্জাব ৯ উইকেটে করে ১৪৩ রান। দলের ব্যর্থতায় অধিনায়ক ধাওয়ান অপরাজিত থাকেন ৯৯ রানে।
ধাওয়ানের এই ইনিংস আইপিএল ইতিহাসে ৯৯ রানে আটকে যাওয়া নবম ইনিংস। দুইবার ৯৯ রানে থামতে হয় ক্রিস গেইলকে। যার মধ্যে একবার অপরাজিত ছিলেন ক্যারিবিয়ান ব্যাটার। দুবারই পাঞ্জাবের হয়ে এমন যন্ত্রণায় পোড়েন গেইল।
চেন্নাইয়ের ব্যাটার সুরেশ রায়না এবং ব্যাঙ্গালুরুর ব্যাটার মায়াঙ্ক আগারওয়ালকেও ৯৯ এ আটকে যাওয়ার যন্ত্রনায় পুড়তে হয়েছে একবার। ধাওয়ানের মতো তারাও অপরাজিত ৯৯ এ থামেন।
আইপিএলে ৯৯-এ আটকা পড়েছেন যাঁরা:
সুরেশ রায়না (চেন্নাই): প্রতিপক্ষ: হায়দরাবাদ; ২০১৩
বিরাট কোহলি (বেঙ্গালুরু): প্রতিপক্ষ: দিল্লি; ২০১৩
ক্রিস গেইল (পাঞ্জাব): প্রতিপক্ষ: বেঙ্গালুরু; ২০১৯
পৃথ্বী শ (দিল্লি): প্রতিপক্ষ: কলকাতা; ২০১৯
ইশান কিশান (মুম্বাই): প্রতিপক্ষ: বেঙ্গালুরু; ২০২০
ক্রিস গেইল (পাঞ্জাব): প্রতিপক্ষ: রাজস্থান; ২০২০
মায়াঙ্ক আগারওয়াল (পাঞ্জাব): প্রতিপক্ষ: দিল্লি; ২০২১
রুতুরাজ গায়কোয়াড (চেন্নাই): প্রতিপক্ষ: হায়দরাবাদ; ২০২২
শিখর ধাওয়ান (পাঞ্জাব): প্রতিপক্ষ: হায়দরাবাদ; ২০২৩
টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
১৬ মিনিট আগেম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বলার উপায় নেই। ম্যাচের ফল যখন অনেকেই ধারণা করে ফেলেন, সেই মুহূর্তে চমক দেখায় মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে কার্লো আনচেলত্তির দল পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়।
১ ঘণ্টা আগেসিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
২ ঘণ্টা আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
২ ঘণ্টা আগে