নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডালাসে কাল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে সাকিব আল হাসান খেলতে নামবেন ২০ ওভারের নবম বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে খেলা দ্বিতীয় ক্রিকেটার হবেন এই অলরাউন্ডার। ইতিমধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে তালিকায় নিজের নাম লিখিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে আজ সাকিব আল হাসানকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যে ভিডিও ক্যাপশনে তারা লিখেছে, ‘তিনি (সাকিব) বাংলাদেশের জন্য অনেক দামি উপহার’।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে খেলার সুযোগ হওয়ায় গর্বিত সাকিব বললেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত ও খুশি। টুর্নামেন্টগুলোয় অনেক বেশি স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি সামনে আরও আসছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ উজ্জ্বল সাকিব। ৭৪২ রানের সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ ৪৭ উইকেটশিকারিও তিনি। বাংলাদেশের হয়েও বিশ্বকাপে সর্বোচ্চ রান ও উইকেট তাঁর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ২৪৪০ রান সাকিবের নামের পাশে। ১৪৭ উইকেট নিয়ে বিশ্বের মধ্যে আছেন শীর্ষে।
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একই রকম ছন্দ ধরে রেখেছেন সাকিব। যেটি অনুপ্রাণিত করছে বাংলাদেশ দলের আরেক সাকিব—তানজিম হাসান সাকিবকে। এই পেসার আইসিসিকে বলেছেন, ‘সাকিব আল হাসান একজন কিংবদন্তি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত চমৎকার ছন্দ ধরে রেখেছেন। তিনি দেখিয়েছেন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয় এবং আত্মবিশ্বাস ধরে রাখতে হয়। তিনি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, যা আমাদেরও অনেক অনুপ্রাণিত করে।’
আরেক তারকা পেসার শরীফুল ইসলাম বলেন, ‘আমাদের জন্য অনেক বড় পাওয়া। সাকিব ভাই এত সুন্দরভাবে সবাইকে সমর্থন দেয়। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে খুব ভালোভাবে মেশে। তার সঙ্গে খেলা, থাকা এবং ড্রেসিংরুম ভাগাভাগি করা আমাদের সবার জন্য গর্বের বিষয়।’
চোট কাটিয়ে লঙ্কানদের বিপক্ষে খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদের। সাকিব প্রসঙ্গে তিনি বলেছেন, ‘তিনি আমাদের জন্য উদাহরণ। তিনি দেখিয়েছেন, কীভাবে বিশ্ব ক্রিকেটে বড় তারকা হওয়া যায়। তিনি আমাদের জন্য এবং বাংলাদেশ ক্রিকেট উদাহরণ তৈরি করেছেন।’
টি-টোয়েন্টিতে ব্যাটিং-বোলিংয়ে ছন্দে নেই সাকিব। কাল শ্রীলঙ্কার বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফেরার সুযোগ তাঁর। লঙ্কানদের বিপক্ষে মুশফিকুর রহিমের পর সাকিবের পারফরম্যান্সই বেশ উজ্জ্বল।
ডালাসে কাল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে সাকিব আল হাসান খেলতে নামবেন ২০ ওভারের নবম বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে খেলা দ্বিতীয় ক্রিকেটার হবেন এই অলরাউন্ডার। ইতিমধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে তালিকায় নিজের নাম লিখিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে আজ সাকিব আল হাসানকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যে ভিডিও ক্যাপশনে তারা লিখেছে, ‘তিনি (সাকিব) বাংলাদেশের জন্য অনেক দামি উপহার’।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে খেলার সুযোগ হওয়ায় গর্বিত সাকিব বললেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত ও খুশি। টুর্নামেন্টগুলোয় অনেক বেশি স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি সামনে আরও আসছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ উজ্জ্বল সাকিব। ৭৪২ রানের সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ ৪৭ উইকেটশিকারিও তিনি। বাংলাদেশের হয়েও বিশ্বকাপে সর্বোচ্চ রান ও উইকেট তাঁর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ২৪৪০ রান সাকিবের নামের পাশে। ১৪৭ উইকেট নিয়ে বিশ্বের মধ্যে আছেন শীর্ষে।
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একই রকম ছন্দ ধরে রেখেছেন সাকিব। যেটি অনুপ্রাণিত করছে বাংলাদেশ দলের আরেক সাকিব—তানজিম হাসান সাকিবকে। এই পেসার আইসিসিকে বলেছেন, ‘সাকিব আল হাসান একজন কিংবদন্তি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত চমৎকার ছন্দ ধরে রেখেছেন। তিনি দেখিয়েছেন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয় এবং আত্মবিশ্বাস ধরে রাখতে হয়। তিনি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, যা আমাদেরও অনেক অনুপ্রাণিত করে।’
আরেক তারকা পেসার শরীফুল ইসলাম বলেন, ‘আমাদের জন্য অনেক বড় পাওয়া। সাকিব ভাই এত সুন্দরভাবে সবাইকে সমর্থন দেয়। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে খুব ভালোভাবে মেশে। তার সঙ্গে খেলা, থাকা এবং ড্রেসিংরুম ভাগাভাগি করা আমাদের সবার জন্য গর্বের বিষয়।’
চোট কাটিয়ে লঙ্কানদের বিপক্ষে খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদের। সাকিব প্রসঙ্গে তিনি বলেছেন, ‘তিনি আমাদের জন্য উদাহরণ। তিনি দেখিয়েছেন, কীভাবে বিশ্ব ক্রিকেটে বড় তারকা হওয়া যায়। তিনি আমাদের জন্য এবং বাংলাদেশ ক্রিকেট উদাহরণ তৈরি করেছেন।’
টি-টোয়েন্টিতে ব্যাটিং-বোলিংয়ে ছন্দে নেই সাকিব। কাল শ্রীলঙ্কার বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফেরার সুযোগ তাঁর। লঙ্কানদের বিপক্ষে মুশফিকুর রহিমের পর সাকিবের পারফরম্যান্সই বেশ উজ্জ্বল।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৩৯ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
২ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে