অনলাইন ডেস্ক
এবার অন্য রকম বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ‘অন্য রকম’ বিপিএল আয়োজন করতে এরই মধ্যে যে অর্থ ব্যয় করেছে বিসিবি, সেখানে ক্রিকেট খুব কমই থেকেছে। দেশের তিনটি বড় শহরে কনসার্ট বা সংগীত উৎসব আয়োজনেই প্রায় ৭ কোটি টাকা ব্যয় করেছে বিসিবি। তামিম ইকবালের চোখে তাই এখন পর্যন্ত বিপিএলে কনসার্ট ছাড়া আর কিছুই চোখে পড়েনি।
জমকালো কনসার্ট আগের বিপিএলগুলোতেও হয়েছে। এবার রাহাত ফতেহ আলী খানকে এনে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি যেভাবে ‘হাইপ’ তোলার চেষ্টা করেছেন; একই পথে হেঁটেছিলেন নাজমুল হাসান পাপনেরাও। তাঁরা সালমান খান, হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজদের মতো বলিউড তারকাদের এনে বিপিএলকে রঙিন করে তোলার চেষ্টা করেছেন। তাহলে বিপিএল আয়োজনে ফারুক আর পাপনদের মধ্যে পার্থক্য কোথায়?
বিসিবি যতই ব্যয়বহুল কনসার্টসহ নানা আয়োজন করুক না কেন, তামিম বলছেন বিনিয়োগটা করতে হবে আসলে ক্রিকেটে। গতকাল মিরপুরে টুর্নামেন্ট-পূর্ব সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের অধিনায়ক বলেছেন, ‘এবারের বিপিএলে কনসার্ট ছাড়া আর কিছু তো দেখিনি।
অন্য রকম বিপিএল যদি করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব, এটা নতুন কোনো বিপিএল।’
সেই বিনিয়োগ কোথায়, কীভাবে হবে, সেটি দু-এক কথায় ব্যাখ্যা করা কঠিন। তবে তামিম সংক্ষেপে বিপিএলকে অন্য রকম করতে কিছু উপায়ের পরামর্শ দিয়েছেন, ‘ক্রিকেটটা কেমন হবে, এটা নির্ভর করে খেলোয়াড়েরা কেমন খেলছে তার ওপর। এটা আয়োজকদের হাতে থাকে না। তাঁদের হাতে থাকে সেরা সুযোগ-সুবিধা দেওয়া, সেরা উইকেট দেওয়া, নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও প্রযুক্তি। যাঁরা দায়িত্বশীল জায়গায় বসে আছেন, এটা তাঁদের কাজ। কিন্তু তাঁরা এটা সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে খেলা ২০০ রানের হবে, নাকি ৬০ রানের। ওই দায়িত্ব দল ও খেলোয়াড়দেরই নিতে হবে।’
এবারও টুর্নামেন্ট শুরুর আগে টিকিট নিয়ে বিশৃঙ্খলা দেখে গেছে। প্রতিটি দল জার্সি উন্মোচন ও অধিনায়কের নাম ঘোষণা করেছে টুর্নামেন্টের আগ মুহূর্তে।আগেই জানা, এবার ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে বিপিএল আয়োজন করা হচ্ছে। এখনো বিদেশি ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধের বিষয়টির সমাধান হয়নি। ধারাভাষ্যকার প্যানেলে দেশি-বিদেশি যাঁরা আসছেন, তাঁরা আগেও ছিলেন। প্রোডাকশন কতটা উন্নত ও মানসম্পন্ন হবে, সেটি আজ খেলা শুরু হলেই বোঝা যাবে। এমনকি এই বিপিএল শুরুর আগে অধিনায়ক বা দলের প্রতিনিধিদের নিয়ে প্রথাগত ট্রফি উন্মোচন পর্যন্ত হয়নি! আরও একটা ব্যতিক্রম দৃশ্য আছে। শেরেবাংলা স্টেডিয়ামে মিডিয়া সেন্টারের যে দিকে বিসিবি একাডেমি মাঠে দলগুলোর অনুশীলন দেখতে এবং ভিডিও কনটেন্ট তৈরিতে ফুটেজ নিতে হয়, সেটির পুরোটা সেঁটে দেওয়া হয়েছে কালো বোর্ড দিয়ে। এটা নাকি ক্রিকেটারদের অনুরোধেই করা হয়েছে। অনুশীলন কিংবা অনুশীলনের ফাঁকে বলা ক্রিকেটারদের কথাবার্তা, চলাফেরা, দুষ্টুমি—সবই ক্যামেরায় ধারণ করা হয়। অনেক সময় ‘ভাইরাল’ও হয়ে যাচ্ছে সেসব কনটেন্ট। অনুশীলন নির্বিঘ্নে কাভার করতে না পেরে সংবাদমাধ্যম কর্মীদের কেউ কেউ ক্ষুব্ধ হলেও খেলোয়াড়দের ‘প্রাইভেসি’ রক্ষার্থেই বিসিবি এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
এই উদ্যোগের পক্ষে-বিপক্ষে মতামত থাকতে পারে। তবে একটা বিষয়ে দ্বিমত করার সুযোগ নেই—বিপিএলকে এখন পর্যন্ত আদর্শ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দাঁড় করাতে পারেনি বিসিবি। এবারের বিপিএল অন্য রকম করার যতই ঘোষণা দিক ফারুকের নেতৃত্বাধীন বর্তমান ক্রিকেট বোর্ড, তাতে আশাবাদী হওয়া কঠিন। বিপিএলের দলগুলোর দিকেই তাকান, তামিমদের ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স কাগজে-কলমে এতটাই এগিয়ে, বাকিরা যেন শুধু ‘অংশগ্রহণ’ই বড় কথার নীতিতে খেলছে। অবশ্য এ-ও ঠিক, খেলা তো আর কাগজ-কলমে হয় না। মাঠের লড়াইয়ে বাকি দলগুলো যদি সত্যিই ধারাবাহিক দুর্দান্ত খেলে টুর্নামেন্ট জমিয়ে তুলতে পারে, তবেই এবার হতে পারে অন্য রকম বিপিএল।
এবার অন্য রকম বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ‘অন্য রকম’ বিপিএল আয়োজন করতে এরই মধ্যে যে অর্থ ব্যয় করেছে বিসিবি, সেখানে ক্রিকেট খুব কমই থেকেছে। দেশের তিনটি বড় শহরে কনসার্ট বা সংগীত উৎসব আয়োজনেই প্রায় ৭ কোটি টাকা ব্যয় করেছে বিসিবি। তামিম ইকবালের চোখে তাই এখন পর্যন্ত বিপিএলে কনসার্ট ছাড়া আর কিছুই চোখে পড়েনি।
জমকালো কনসার্ট আগের বিপিএলগুলোতেও হয়েছে। এবার রাহাত ফতেহ আলী খানকে এনে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি যেভাবে ‘হাইপ’ তোলার চেষ্টা করেছেন; একই পথে হেঁটেছিলেন নাজমুল হাসান পাপনেরাও। তাঁরা সালমান খান, হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজদের মতো বলিউড তারকাদের এনে বিপিএলকে রঙিন করে তোলার চেষ্টা করেছেন। তাহলে বিপিএল আয়োজনে ফারুক আর পাপনদের মধ্যে পার্থক্য কোথায়?
বিসিবি যতই ব্যয়বহুল কনসার্টসহ নানা আয়োজন করুক না কেন, তামিম বলছেন বিনিয়োগটা করতে হবে আসলে ক্রিকেটে। গতকাল মিরপুরে টুর্নামেন্ট-পূর্ব সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের অধিনায়ক বলেছেন, ‘এবারের বিপিএলে কনসার্ট ছাড়া আর কিছু তো দেখিনি।
অন্য রকম বিপিএল যদি করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব, এটা নতুন কোনো বিপিএল।’
সেই বিনিয়োগ কোথায়, কীভাবে হবে, সেটি দু-এক কথায় ব্যাখ্যা করা কঠিন। তবে তামিম সংক্ষেপে বিপিএলকে অন্য রকম করতে কিছু উপায়ের পরামর্শ দিয়েছেন, ‘ক্রিকেটটা কেমন হবে, এটা নির্ভর করে খেলোয়াড়েরা কেমন খেলছে তার ওপর। এটা আয়োজকদের হাতে থাকে না। তাঁদের হাতে থাকে সেরা সুযোগ-সুবিধা দেওয়া, সেরা উইকেট দেওয়া, নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও প্রযুক্তি। যাঁরা দায়িত্বশীল জায়গায় বসে আছেন, এটা তাঁদের কাজ। কিন্তু তাঁরা এটা সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে খেলা ২০০ রানের হবে, নাকি ৬০ রানের। ওই দায়িত্ব দল ও খেলোয়াড়দেরই নিতে হবে।’
এবারও টুর্নামেন্ট শুরুর আগে টিকিট নিয়ে বিশৃঙ্খলা দেখে গেছে। প্রতিটি দল জার্সি উন্মোচন ও অধিনায়কের নাম ঘোষণা করেছে টুর্নামেন্টের আগ মুহূর্তে।আগেই জানা, এবার ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে বিপিএল আয়োজন করা হচ্ছে। এখনো বিদেশি ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধের বিষয়টির সমাধান হয়নি। ধারাভাষ্যকার প্যানেলে দেশি-বিদেশি যাঁরা আসছেন, তাঁরা আগেও ছিলেন। প্রোডাকশন কতটা উন্নত ও মানসম্পন্ন হবে, সেটি আজ খেলা শুরু হলেই বোঝা যাবে। এমনকি এই বিপিএল শুরুর আগে অধিনায়ক বা দলের প্রতিনিধিদের নিয়ে প্রথাগত ট্রফি উন্মোচন পর্যন্ত হয়নি! আরও একটা ব্যতিক্রম দৃশ্য আছে। শেরেবাংলা স্টেডিয়ামে মিডিয়া সেন্টারের যে দিকে বিসিবি একাডেমি মাঠে দলগুলোর অনুশীলন দেখতে এবং ভিডিও কনটেন্ট তৈরিতে ফুটেজ নিতে হয়, সেটির পুরোটা সেঁটে দেওয়া হয়েছে কালো বোর্ড দিয়ে। এটা নাকি ক্রিকেটারদের অনুরোধেই করা হয়েছে। অনুশীলন কিংবা অনুশীলনের ফাঁকে বলা ক্রিকেটারদের কথাবার্তা, চলাফেরা, দুষ্টুমি—সবই ক্যামেরায় ধারণ করা হয়। অনেক সময় ‘ভাইরাল’ও হয়ে যাচ্ছে সেসব কনটেন্ট। অনুশীলন নির্বিঘ্নে কাভার করতে না পেরে সংবাদমাধ্যম কর্মীদের কেউ কেউ ক্ষুব্ধ হলেও খেলোয়াড়দের ‘প্রাইভেসি’ রক্ষার্থেই বিসিবি এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
এই উদ্যোগের পক্ষে-বিপক্ষে মতামত থাকতে পারে। তবে একটা বিষয়ে দ্বিমত করার সুযোগ নেই—বিপিএলকে এখন পর্যন্ত আদর্শ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দাঁড় করাতে পারেনি বিসিবি। এবারের বিপিএল অন্য রকম করার যতই ঘোষণা দিক ফারুকের নেতৃত্বাধীন বর্তমান ক্রিকেট বোর্ড, তাতে আশাবাদী হওয়া কঠিন। বিপিএলের দলগুলোর দিকেই তাকান, তামিমদের ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স কাগজে-কলমে এতটাই এগিয়ে, বাকিরা যেন শুধু ‘অংশগ্রহণ’ই বড় কথার নীতিতে খেলছে। অবশ্য এ-ও ঠিক, খেলা তো আর কাগজ-কলমে হয় না। মাঠের লড়াইয়ে বাকি দলগুলো যদি সত্যিই ধারাবাহিক দুর্দান্ত খেলে টুর্নামেন্ট জমিয়ে তুলতে পারে, তবেই এবার হতে পারে অন্য রকম বিপিএল।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৯ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
১২ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
১২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
১৪ ঘণ্টা আগে