Ajker Patrika

পিএসএলকে ‘কপি’ করে বিদ্রূপের শিকার আইপিএল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৯: ০৩
Thumbnail image

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দিয়ে গতকাল শুরু হয়েছে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিদ্রূপের শিকার হয়েছে আইপিএল। 

আহমেদাবাদে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে ‘এলইডি প্রযুক্তির’ মাধ্যমে দেখানো হয়েছে আইপিএল ট্রফি। এই ট্রফি দেখিয়েই বিপাকে পড়েছে আইপিএল। অনেকেই দাবি করছেন, এটা (আইপিএল) পিএসএলের নকল। যেখানে ফেব্রুয়ারীতে পিএসএলের অষ্টম মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে ‘এলইডির’ মাধ্যমেই টুর্নামেন্টের ট্রফি দেখানো হয়েছিল। দুটো ট্রফির মধ্যে মিল খুঁজে বের করে আহমাদ হাসিব নামের একজন টুইট করেন, ‘পিসিবির সৃজনশীল কাজ চুরি করেছে বিসিসিআই। সারা বিশ্বে পাকিস্তান সুপার লিগ এখন ব্র্যান্ড।’ শাহরিয়ার এজাজ নামের একজন দুটো ট্রফির ছবি একত্র করে টুইট করেছেন, ‘মোটেও অবাক হইনি।’ 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছে ১৬ তম আইপিএল। এবারের আইপিএলে সবচেয়ে বড় চমক ছিল ইমপ্যাক্ট প্লেয়ার। এবারের আইপিএলে চালু হওয়া নিয়মের মধ্যে অন্যতম ইমপ্যাক্ট প্লেয়ারের এই নিয়ম। কোনো ইনিংস, ওভার শেষ হলে, উইকেট পাওয়ার পর, ওভারের মাঝখানে খেলোয়াড় বদল করা যাবে। চেন্নাই ও গুজরাট—দুটি দলই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম কাজে লাগিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত