সুযোগ পেলেই মাইকেল ভন খোঁচা মারেন ভারতীয় ক্রিকেট দলকে। সদ্য শেষ হওয়ায় টেস্টেও সুযোগটা হাতছাড়া করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরের সঙ্গে কথার লড়াইয়েও জড়িয়েছিলেন তিনি। তবে এবার সংস্করণ বদলের সঙ্গে সঙ্গে নিজের মতের সুরও পাল্টে ফেললেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। তাঁর মতে, সীমিত ওভারের সব সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়ন হবে ভারত।
সাধারণত ভারতের খেলা এশিয়ার বাইরে হলেই খোঁচা মারেন ভন। তাঁর মতে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের পারফরমেন্স একদম সাদামাটা। তাদের ক্রিকেটারদের আসল পরিচয় পাওয়া যায় পেস-সহায়ক মাঠে খেলার সময়। এবারের ইংল্যান্ড সফরে দলটির পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন সাবেক অধিনায়ক। বিরাট কোহলি-রোহিত শর্মাদের প্রশংসা করে প্রথম ওয়ানডে শেষে তিনি বলেছেন, ‘দেড় বছরে পরিস্থিতি ভিন্ন হতে পারে (ওয়ানডে বিশ্বকাপ)। তবে সাদা বলের ক্রিকেটে ভারত দারুণ করছে। তারা টি-টোয়েন্টির পর দুর্দান্ত শুরু করেছে ওয়ানডেতে। আমরা যে আক্রমণাত্মক ক্রিকেট নিয়ে কথা বলি, তারা সেটা মাঠে দেখিয়েছে।’
ভারত দীর্ঘদিন ধরে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে শিরোপা জিততে পারছে না। শেষবার তারা চ্যাম্পিয়ন হয়েছে ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। এর আগে ২০১১ বিশ্বকাপ জিতেছে তারা। ভন বর্তমান দলটির খেলা দেখে মনে করছেন সীমিত ওভারের ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন হতে পারে। ৪৭ বছর বয়সী ইংলিশ ব্যাটার বলেছেন, ‘আগেই বলেছি, ভারত দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন হতে পারছে না। দলটির সুযোগ আছে চ্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার। তাদের উচিত এই সংস্করণগুলোর শীর্ষে থাকা।’
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। নিজেদের সমর্থকদের সামনে আবারও সুযোগ থাকবে রোহিত-কোহলিদের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার। এর আগে অবশ্য অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে।
সুযোগ পেলেই মাইকেল ভন খোঁচা মারেন ভারতীয় ক্রিকেট দলকে। সদ্য শেষ হওয়ায় টেস্টেও সুযোগটা হাতছাড়া করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরের সঙ্গে কথার লড়াইয়েও জড়িয়েছিলেন তিনি। তবে এবার সংস্করণ বদলের সঙ্গে সঙ্গে নিজের মতের সুরও পাল্টে ফেললেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। তাঁর মতে, সীমিত ওভারের সব সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়ন হবে ভারত।
সাধারণত ভারতের খেলা এশিয়ার বাইরে হলেই খোঁচা মারেন ভন। তাঁর মতে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের পারফরমেন্স একদম সাদামাটা। তাদের ক্রিকেটারদের আসল পরিচয় পাওয়া যায় পেস-সহায়ক মাঠে খেলার সময়। এবারের ইংল্যান্ড সফরে দলটির পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন সাবেক অধিনায়ক। বিরাট কোহলি-রোহিত শর্মাদের প্রশংসা করে প্রথম ওয়ানডে শেষে তিনি বলেছেন, ‘দেড় বছরে পরিস্থিতি ভিন্ন হতে পারে (ওয়ানডে বিশ্বকাপ)। তবে সাদা বলের ক্রিকেটে ভারত দারুণ করছে। তারা টি-টোয়েন্টির পর দুর্দান্ত শুরু করেছে ওয়ানডেতে। আমরা যে আক্রমণাত্মক ক্রিকেট নিয়ে কথা বলি, তারা সেটা মাঠে দেখিয়েছে।’
ভারত দীর্ঘদিন ধরে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে শিরোপা জিততে পারছে না। শেষবার তারা চ্যাম্পিয়ন হয়েছে ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। এর আগে ২০১১ বিশ্বকাপ জিতেছে তারা। ভন বর্তমান দলটির খেলা দেখে মনে করছেন সীমিত ওভারের ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন হতে পারে। ৪৭ বছর বয়সী ইংলিশ ব্যাটার বলেছেন, ‘আগেই বলেছি, ভারত দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন হতে পারছে না। দলটির সুযোগ আছে চ্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার। তাদের উচিত এই সংস্করণগুলোর শীর্ষে থাকা।’
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। নিজেদের সমর্থকদের সামনে আবারও সুযোগ থাকবে রোহিত-কোহলিদের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার। এর আগে অবশ্য অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে