Ajker Patrika

নিউজিল্যান্ড টেস্টে কেন রাখা হয়নি রশিদকে 

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৮: ৪০
নিউজিল্যান্ড টেস্টে কেন রাখা হয়নি রশিদকে 

সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ রশিদ খান। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাশাপাশি বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁকে খেলতে দেখা যায়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে নেওয়া হয়নি আফগান এই তারকা অলরাউন্ডারকে। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। এই দলের অধিনায়ক হচ্ছেন হাশমাতুল্লাহ শাহিদি। প্রাথমিক সদস্যের দলে কেন রশিদকে নেওয়া হয়নি, সেই ব্যাখ্যা দিয়েছে এসিবি। ক্রিকবাজকে গতকাল এসিবির মুখপাত্র সৈয়দ নাসিম সাদাত বলেছেন, ‘রশিদ কদিন আগে চোটে পড়েছে। তাঁকে তিন থেকে চার সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছিল। যদিও সে পাকিজা টি-টোয়েন্টি লিগে বেশ কিছু ম্যাচ খেলেছে। তবে দীর্ঘ সংস্করণে খেলার ধকল সামলানোর মতো ফিট সে নয়।’

আফসার জাজাই ও ইকরাম আলী খিল ২০ সদস্যের প্রাথমিক দলে আছেন দুই উইকেটরক্ষক। টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা আজমতউল্লাহ ওমরজাই আছেন নিউজিল্যান্ড টেস্টের প্রাথমিক দলে। রহমত শাহ, ইবরাহিম জাদরান, গুলবাদিন নাইব, শাহিদুল্লাহ কামাল, নিজাত মাসুদের মতো পরিচিত ক্রিকেটারদেরই রাখা হয়েছে ঐতিহাসিক নিউজিল্যান্ড টেস্টে। ২০ সদস্যের প্রাথমিক দল ভারতের উদ্দেশ্যে রওনা দেবে ২৮ আগস্ট। তারপর গ্রেটার নয়ডায় এক সপ্তাহের প্রস্তুতিমূলক ক্যাম্প করবে। এখান থেকেই নিউজিল্যান্ড টেস্টের জন্য ১৫ সদস্যের দল গঠন করা হবে বলে এসিবি জানিয়েছে। ৯ সেপ্টেম্বর নয়ডায় হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড একমাত্র টেস্ট। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষে আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে রশিদকে পাওয়া যাবে বলে আশাবাদী এসিবি। ক্রিকবাজকে এসিবির মুখপাত্র নাসিম সাদাত বলেন, ‘সে জন্য আমরা তার (রশিদ) জন্য অপেক্ষা করব। আশা করি, সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিরবে।’ 

টেস্টে রশিদ এখন পর্যন্ত খেলেছেন ৫ টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ তাঁকে দেখা গেছে ২০২১ সালের মার্চে। আবুধাবিতে সেই ম্যাচে আফগানিস্তানের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। রশিদ এরপর আইপিএল, বিপিএল, পিএসএলসহ বিশ্বের বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেছেন। এ বছর ইংল্যান্ডে ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ খেলেছেন ট্রেন্ট রকেটসের হয়ে। চোটে পড়ায় টুর্নামেন্টের শেষ অংশে তাঁর খেলা হয়নি। 

নিউজিল্যান্ড টেস্টে আফগানিস্তানের প্রাথমিক দল 
হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রিয়াজ হাসান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ মাহবুব, ইব্রাহিম জাদরান, জিয়াউররহমান আকবর, ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, আফজার জাজাই (উইকেটরক্ষক), গুলবাদিন নাইব, শাহিদুল্লাহ কামাল, নাভিদ জাদরান, শামসুররাহমান, কাইস আহমাদ, জাহির খান, ফরিদ আহমাদ মালিক, খলিল আহমাদ, ইয়ামা আরব, নিজাত মাসুদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত