Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা অলরাউন্ডারকে নিয়েই এশিয়া কাপে আফগানরা

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২০: ১৬
বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা অলরাউন্ডারকে নিয়েই এশিয়া কাপে আফগানরা

পাকিস্তানের বিপক্ষে গতকালই ধবলধোলাই হয়েছে আফগানিস্তান। বাবর আজমদের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও দল নিয়ে হয়েছে বেশ পরীক্ষা-নিরীক্ষা। এরপর আজ এশিয়া কাপের ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সর্বশেষ সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ ও ওয়াফাদার মোমান্দ। 

এশিয়া কাপের দলে সুযোগ পেলেন দুই অলরাউন্ডার–শরাফউদ্দিন আশরাফ ও করিম জানাত। জানাত ওয়ানডে দলে ফিরেছেন ছয় বছর পর। ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই খেলেছেন একমাত্র ওয়ানডে। এ বছরের জুলাই মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন জানাত। আর শরাফউদ্দিন আশরাফ ওয়ানডেতে ফিরেছেন এক বছর পর। 

পেসার ওয়াফাদার পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি। ফরিদ সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন। ফজল হক ফারুকির পাশাপাশি আবদুল রহমান ও মোহাম্মদ সেলিম সাফির ওপর আস্থা রেখেছেন আফগানিস্তান দলের নির্বাচকেরা। পাঁজরের চোটে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার ওমরজাই। 

তিন পেসারের সঙ্গে দুই পেস বোলিং অলরাউন্ডার করিম জানাত ও গুলবাদিন নাইবকে দলে রেখেছে আফগানিস্তান। ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে আছেন (বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার) শারাফউদ্দিন। অভিজ্ঞ মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমানের পাশাপাশি উদীয়মান চায়নাম্যান নুর আহমেদও আছেন দলে। 

অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি, ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাহ ও নাজিবউল্লাহ জাদরানের মতো শক্তিশালী ব্যাটিং অর্ডার গড়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে খেলবেন তাঁরা। ৫ সেপ্টেম্বর একই মাঠে লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। 

এশিয়া কাপে আফগানিস্তান দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমদ, শরিফউদ্দিন আশরাফ, ফজল হক ফারুকি, আবদুল রহমান, মোহাম্মদ সেলিম সাফি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত