দীর্ঘদিন ধরে ছন্দে নেই বিরাট কোহলি। একসময়কার ‘রান মেশিনকে’ ইদানীং প্রতিটি রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে।
সদ্যসমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নামের প্রতি সুবিচার করতে পারেননি কোহলি। তিন ম্যাচে মেরেছেন ‘গোল্ডেন ডাক’ (প্রথম বলেই ০ রানে আউট)।
তবে কোহলির রানে ফেরা নিয়ে সাবেক রথী-মহারথীদের মনে বিন্দুমাত্র সংশয় নেই। অনেকের মতো পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাটও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় ব্যাটারের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন।
স্পট ফিক্সিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যাস্ত দেখে ফেলা বাট নিজের ইউটিউব চ্যানেলে কোহলির পক্ষ নিয়েছেন। বলেছেন, ‘কোহলি নিজেকে এমন উচ্চতায় তুলেছে যে ফিফটি করলেও অনেকের কাছে সেই রান কম মনে হয়। কারণ সে সেঞ্চুরিকে অভ্যাসে পরিণত করেছিল। এটা ঠিক যে, গত কয়েক মাস হলো সে ছন্দে নেই। রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে।’
বাট আরও বলেছেন, ‘যাঁরা খেলা বোঝেন, তাঁরা জানেন যে কোহলি নিজেকে একটি প্রতিষ্ঠানে রূপ দিয়েছে। একজন অনুকরণীয় ব্যক্তি হিসেবে দাঁড় করিয়েছে। সেটা হোক খেলোয়াড়, ব্যাটিং কিংবা অধিনায়ক সব মিলিয়েই।’
জাতীয় দল ভারত ও আইপিএল ফ্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দেওয়া কোহলি দ্রুত ছন্দে ফিরবেন বলে বিশ্বাস বাটের, ‘শুধু নিজের খেলায় মনোযোগী হওয়ার জন্য সব পর্যায়ের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে। আমি মনে করি, ইংল্যান্ড সফরে তার ছন্দে ফেরার সুযোগ আছে। সে রান পেলে ক্রিকেটেরই মঙ্গল। কেননা, তরুণ ও উদীয়মান খেলোয়াড়েরা তাকে অনুসরণ করে।’
দীর্ঘদিন ধরে ছন্দে নেই বিরাট কোহলি। একসময়কার ‘রান মেশিনকে’ ইদানীং প্রতিটি রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে।
সদ্যসমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নামের প্রতি সুবিচার করতে পারেননি কোহলি। তিন ম্যাচে মেরেছেন ‘গোল্ডেন ডাক’ (প্রথম বলেই ০ রানে আউট)।
তবে কোহলির রানে ফেরা নিয়ে সাবেক রথী-মহারথীদের মনে বিন্দুমাত্র সংশয় নেই। অনেকের মতো পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাটও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় ব্যাটারের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন।
স্পট ফিক্সিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যাস্ত দেখে ফেলা বাট নিজের ইউটিউব চ্যানেলে কোহলির পক্ষ নিয়েছেন। বলেছেন, ‘কোহলি নিজেকে এমন উচ্চতায় তুলেছে যে ফিফটি করলেও অনেকের কাছে সেই রান কম মনে হয়। কারণ সে সেঞ্চুরিকে অভ্যাসে পরিণত করেছিল। এটা ঠিক যে, গত কয়েক মাস হলো সে ছন্দে নেই। রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে।’
বাট আরও বলেছেন, ‘যাঁরা খেলা বোঝেন, তাঁরা জানেন যে কোহলি নিজেকে একটি প্রতিষ্ঠানে রূপ দিয়েছে। একজন অনুকরণীয় ব্যক্তি হিসেবে দাঁড় করিয়েছে। সেটা হোক খেলোয়াড়, ব্যাটিং কিংবা অধিনায়ক সব মিলিয়েই।’
জাতীয় দল ভারত ও আইপিএল ফ্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দেওয়া কোহলি দ্রুত ছন্দে ফিরবেন বলে বিশ্বাস বাটের, ‘শুধু নিজের খেলায় মনোযোগী হওয়ার জন্য সব পর্যায়ের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে। আমি মনে করি, ইংল্যান্ড সফরে তার ছন্দে ফেরার সুযোগ আছে। সে রান পেলে ক্রিকেটেরই মঙ্গল। কেননা, তরুণ ও উদীয়মান খেলোয়াড়েরা তাকে অনুসরণ করে।’
বিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
১ ঘণ্টা আগেচীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৫ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৫ ঘণ্টা আগে