Ajker Patrika

তবে কি বাংলাদেশের মানুষ খেলা দেখতে পারবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৯: ০২
তবে কি বাংলাদেশের মানুষ খেলা দেখতে পারবে না

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজ শুরু হতে চার দিন বাকি। বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেলে খেলা দেখাবে, নিশ্চিত হওয়া যায়নি এখনো। কিছুতেই যেন সম্প্রচার নিয়ে জটিলতা কাটছে না।

দ্বিপক্ষীয় সিরিজের ক্ষেত্রে টিভি সম্প্রচার স্বত্ব বিক্রি করে স্বাগতিক ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরও ব্যতিক্রম নয়। উইন্ডিজ ক্রিকেট বোর্ড সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিএসএম) কাছে। তবে টিএসএমের কাছ থেকে এখনো বাংলাদেশের কোনো চ্যানেলের কেনার খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে গত সপ্তাহে বিসিবির এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘প্রথমত, বিসিবি এটার অংশ নয়। যেটা বুঝেছি, এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যার কাছে বিক্রি করেছে, তার সঙ্গে আমাদের এখানে সম্প্রচারকারীদের বোঝাপড়া হচ্ছে না।’ 

গতকাল পর্যন্ত প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশি সম্প্রচার চ্যানেলগুলোর সমঝোতা হওয়ার খবর পাওয়া যায়নি। এতে করে বাংলাদেশে খেলা দেখার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। আনুষ্ঠানিকভাবে সম্ভব না হলেও বিসিবির পক্ষ থেকে উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। 

গত দুই বছরে দুটি অ্যাওয়ে সিরিজে এ সমস্যায় পড়েছিল বাংলাদেশের চ্যানেলগুলো। তবে সিরিজ শুরুর আগে তড়িঘড়ি করে সমস্যার সমাধানও হয়েছে। এবারও তাই হবে বলে বিশ্বাস বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর। গতকাল মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আশা করছি, আমাদের যেসব চ্যানেল খেলা সম্প্রচারের সঙ্গে জড়িত, তারা কোনো না কোনো উপায় বের করে দর্শকদের জন্য একটা ব্যবস্থা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত