ক্রীড়া ডেস্ক
শারজায় গত রাতে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসের সময় জানা গেল, নাজমুল হোসেন শান্ত একাদশে নেই। সাত মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার সুযোগ থাকলেও শান্তর আর সেটা সম্ভব হয়নি। তবে একাদশে না থাকলেও বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন শান্ত।
বদলি ফিল্ডার হিসেবে নেমে গত রাতে শান্ত ৩টি ক্যাচ ধরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা এক ইনিংসে বদলি ফিল্ডার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড। এই তালিকায় শান্তসহ আছেন পাঁচ ক্রিকেটার, যাঁদের মধ্যে তিন ক্রিকেটার টেস্ট খেলুড়ে দলের। অপর দুই ক্রিকেটার যে দলের হয়ে রেকর্ড গড়েছেন, তাঁদের এখনো টেস্ট স্ট্যাটাস পাওয়া বাকি। এ বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ধ্রুব জুরেল বদলি হিসেবে নেমে তিন ক্যাচ ধরেন। ম্যাচটি হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। এই তালিকায় শান্ত-জুরেল ছাড়া অপর তিন ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, আর্জেন্টিনার ম্যানুয়েল ইতুর্বে ও স্কটল্যান্ডের মাইকেল লিস্ক।
মিচেল বদলি হিসেবে নেমে ৩টি ক্যাচ ধরেছিলেন ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে নেপিয়ারে। স্কটল্যান্ডের লিস্কের রেকর্ড কেনিয়ার বিপক্ষে। আর আর্জেন্টিনার ইতুর্বের রেকর্ডটা হয়েছে ব্রাজিলের বিপক্ষে। ক্রিকেটে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে তেমন আগ্রহ না থাকলেও ফুটবলে এ দুই দলের ম্যাচ কতটা উত্তেজনা ছড়ায়, সেটা না বললেও চলে।
শারজায় গত রাতে আরব আমিরাতের প্রথম উইকেটের পতনটা হয়েছে শান্তর হাত ধরে। চতুর্থ ওভারের প্রথম বলে হাসান মাহমুদকে তুলে মারতে যান আমিরাত ওপেনার মুহাম্মদ জুহাইব। টাইমিংয়ে গড়বড় হওয়া বল মিড অনে সহজে লুফে নেন শান্ত। পরবর্তীতে তিনি দুটি ক্যাচ ধরেন লং অনে দাঁড়িয়ে।
বদলি ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডটা শান্ত চাইলে পুরোপুরি নিজের করে নিতে পারতেন। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে শেখ মেহেদী হাসানকে স্লগ সুইপ করেন মুহাম্মদ জাওয়াদউল্লাহ। লং অন থেকে দৌড়ে এসে বলটি ধরেও ধরতে পারেননি শান্ত। উল্টো সেটাকে চার বানিয়ে দিয়েছেন। চতুর্থ ক্যাচটা হাতের নাগালে পেয়েও ধরতে না পেরে কতটা বিব্রত হয়েছেন, সেটা শান্তকে দেখেই বোঝা গেছে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শারজায় আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-আমিরাত। এই ম্যাচে একাদশে শান্ত সুযোগ পান কিনা, সেটা সময়ই বলে দেবে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে বদলি ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড
ক্যাচ দল প্রতিপক্ষ সাল
নাজমুল হোসেন শান্ত ৩ বাংলাদেশ আরব আমিরাত ২০২৫
ম্যানুয়েল ইতুর্বে ৩ আর্জেন্টিনা ব্রাজিল ২০২৪
ড্যারিল মিচেল ৩ নিউজিল্যান্ড পাকিস্তান ২০২০
ধ্রুব জুরেল ৩ ভারত ইংল্যান্ড ২০২৫
মাইকেল লিস্ক ৩ স্কটল্যান্ড কেনিয়া ২০১৯
শারজায় গত রাতে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসের সময় জানা গেল, নাজমুল হোসেন শান্ত একাদশে নেই। সাত মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার সুযোগ থাকলেও শান্তর আর সেটা সম্ভব হয়নি। তবে একাদশে না থাকলেও বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন শান্ত।
বদলি ফিল্ডার হিসেবে নেমে গত রাতে শান্ত ৩টি ক্যাচ ধরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা এক ইনিংসে বদলি ফিল্ডার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড। এই তালিকায় শান্তসহ আছেন পাঁচ ক্রিকেটার, যাঁদের মধ্যে তিন ক্রিকেটার টেস্ট খেলুড়ে দলের। অপর দুই ক্রিকেটার যে দলের হয়ে রেকর্ড গড়েছেন, তাঁদের এখনো টেস্ট স্ট্যাটাস পাওয়া বাকি। এ বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ধ্রুব জুরেল বদলি হিসেবে নেমে তিন ক্যাচ ধরেন। ম্যাচটি হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। এই তালিকায় শান্ত-জুরেল ছাড়া অপর তিন ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, আর্জেন্টিনার ম্যানুয়েল ইতুর্বে ও স্কটল্যান্ডের মাইকেল লিস্ক।
মিচেল বদলি হিসেবে নেমে ৩টি ক্যাচ ধরেছিলেন ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে নেপিয়ারে। স্কটল্যান্ডের লিস্কের রেকর্ড কেনিয়ার বিপক্ষে। আর আর্জেন্টিনার ইতুর্বের রেকর্ডটা হয়েছে ব্রাজিলের বিপক্ষে। ক্রিকেটে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে তেমন আগ্রহ না থাকলেও ফুটবলে এ দুই দলের ম্যাচ কতটা উত্তেজনা ছড়ায়, সেটা না বললেও চলে।
শারজায় গত রাতে আরব আমিরাতের প্রথম উইকেটের পতনটা হয়েছে শান্তর হাত ধরে। চতুর্থ ওভারের প্রথম বলে হাসান মাহমুদকে তুলে মারতে যান আমিরাত ওপেনার মুহাম্মদ জুহাইব। টাইমিংয়ে গড়বড় হওয়া বল মিড অনে সহজে লুফে নেন শান্ত। পরবর্তীতে তিনি দুটি ক্যাচ ধরেন লং অনে দাঁড়িয়ে।
বদলি ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডটা শান্ত চাইলে পুরোপুরি নিজের করে নিতে পারতেন। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে শেখ মেহেদী হাসানকে স্লগ সুইপ করেন মুহাম্মদ জাওয়াদউল্লাহ। লং অন থেকে দৌড়ে এসে বলটি ধরেও ধরতে পারেননি শান্ত। উল্টো সেটাকে চার বানিয়ে দিয়েছেন। চতুর্থ ক্যাচটা হাতের নাগালে পেয়েও ধরতে না পেরে কতটা বিব্রত হয়েছেন, সেটা শান্তকে দেখেই বোঝা গেছে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শারজায় আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-আমিরাত। এই ম্যাচে একাদশে শান্ত সুযোগ পান কিনা, সেটা সময়ই বলে দেবে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে বদলি ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড
ক্যাচ দল প্রতিপক্ষ সাল
নাজমুল হোসেন শান্ত ৩ বাংলাদেশ আরব আমিরাত ২০২৫
ম্যানুয়েল ইতুর্বে ৩ আর্জেন্টিনা ব্রাজিল ২০২৪
ড্যারিল মিচেল ৩ নিউজিল্যান্ড পাকিস্তান ২০২০
ধ্রুব জুরেল ৩ ভারত ইংল্যান্ড ২০২৫
মাইকেল লিস্ক ৩ স্কটল্যান্ড কেনিয়া ২০১৯
ক্রীড়াঙ্গনে ম্যাচ পাতানোর খবর শোনা যায় অহরহ। দল ও ক্লাবগুলো প্রায়ই পেয়ে থাকে নিষেধাজ্ঞা। অনেক সময় ক্লাবের কর্মকর্তারাও আজীবন বা সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যান। এবার আর্সেনাল তিভাত নামের এক ক্লাবকে কঠিন শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
১ ঘণ্টা আগে১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভালো সময়ের চেয়ে খারাপ সময়টাই বেশি দেখেছেন লিটন দাস। আর বাজে সময়ে সমালোচনা তো বটেই, সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ বিদ্রূপ চলে, সেটা তাঁর চেয়ে আর ভালো কে জানবেন! ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতে থাকা লিটন এবার ফিরলেন লঙ্কা জয় করে।
২ ঘণ্টা আগে২০ ওভারের ক্রিকেটেই যেখানে উচ্ছ্বাস-হতাশা, আনন্দ-বেদনার জমাট গল্প, সেখানে পাঁচ দিনের ক্রিকেট মাঠে গিয়ে দেখবে কে! বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা বিচ্ছিন্নভাবে লাল বলের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন। কিন্তু প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পর দীর্ঘ দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও হারি
৩ ঘণ্টা আগেশেষ ভালো যাঁর, সব ভালো তাঁর—কলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে এমনটা বলা যায়। এবারের শ্রীলঙ্কা সফরটা নেহাতই মন্দ হয়নি বাংলাদেশের। টেস্ট সিরিজ হারলেও গলে বীরত্বপূর্ণ ড্র করেছে দলটি। ওয়ানডে সিরিজও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। সব ছাপিয়ে বাংলাদেশ সফর
৪ ঘণ্টা আগে