নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপের কোনো সংস্করণে তিন ম্যাচের বেশি জিততে পারেনি বাংলাদেশ দল। তবে এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান সাকিব আল হাসানরা। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে তাঁর নেতৃত্বে এবার দলও খুব গোছানো। তাই দেশের মানুষ গত বিশ্বকাপের চেয়ে এবার বাংলাদেশ দলের কাছে আরও ভালো কিছু আশা করছেন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। আজ বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক।
ক্যারিয়ারে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে করেছিলেন এই অলরাউন্ডার। আট ম্যাচে করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৫টি হাফ সেঞ্চুরি। তবে সে অর্থে ভালো করেনি দল। ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জিতেছিল বাংলাদেশ।
২০১১ বিশ্বকাপের পর এবারও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব। আজ ভারতের আহমেদাবাদে ক্যাপ্টেনস ডেতে ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছিলেন সাকিবকে। নিজেদের প্রস্তুতির ব্যাপারে সাকিব বললেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে (ওয়ানডে সুপার লিগ) ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসেবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছে।’
গত বিশ্বকাপের পারফরম্যান্স অনুপ্রাণিত করে সাকিবকেও। এবারও ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমার মনে হয়, ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কোনো পরিসংখ্যানের দিকে তাকাইনি, যতক্ষণ দলের জন্য অবদান রাখতে পারছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’
বিশ্বকাপের কোনো সংস্করণে তিন ম্যাচের বেশি জিততে পারেনি বাংলাদেশ দল। তবে এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান সাকিব আল হাসানরা। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে তাঁর নেতৃত্বে এবার দলও খুব গোছানো। তাই দেশের মানুষ গত বিশ্বকাপের চেয়ে এবার বাংলাদেশ দলের কাছে আরও ভালো কিছু আশা করছেন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। আজ বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক।
ক্যারিয়ারে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে করেছিলেন এই অলরাউন্ডার। আট ম্যাচে করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৫টি হাফ সেঞ্চুরি। তবে সে অর্থে ভালো করেনি দল। ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জিতেছিল বাংলাদেশ।
২০১১ বিশ্বকাপের পর এবারও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব। আজ ভারতের আহমেদাবাদে ক্যাপ্টেনস ডেতে ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছিলেন সাকিবকে। নিজেদের প্রস্তুতির ব্যাপারে সাকিব বললেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে (ওয়ানডে সুপার লিগ) ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসেবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছে।’
গত বিশ্বকাপের পারফরম্যান্স অনুপ্রাণিত করে সাকিবকেও। এবারও ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমার মনে হয়, ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কোনো পরিসংখ্যানের দিকে তাকাইনি, যতক্ষণ দলের জন্য অবদান রাখতে পারছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’
যা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
৮ ঘণ্টা আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
৯ ঘণ্টা আগেএইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
১০ ঘণ্টা আগেপ্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদ্যাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
১০ ঘণ্টা আগে