নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপের কোনো সংস্করণে তিন ম্যাচের বেশি জিততে পারেনি বাংলাদেশ দল। তবে এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান সাকিব আল হাসানরা। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে তাঁর নেতৃত্বে এবার দলও খুব গোছানো। তাই দেশের মানুষ গত বিশ্বকাপের চেয়ে এবার বাংলাদেশ দলের কাছে আরও ভালো কিছু আশা করছেন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। আজ বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক।
ক্যারিয়ারে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে করেছিলেন এই অলরাউন্ডার। আট ম্যাচে করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৫টি হাফ সেঞ্চুরি। তবে সে অর্থে ভালো করেনি দল। ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জিতেছিল বাংলাদেশ।
২০১১ বিশ্বকাপের পর এবারও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব। আজ ভারতের আহমেদাবাদে ক্যাপ্টেনস ডেতে ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছিলেন সাকিবকে। নিজেদের প্রস্তুতির ব্যাপারে সাকিব বললেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে (ওয়ানডে সুপার লিগ) ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসেবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছে।’
গত বিশ্বকাপের পারফরম্যান্স অনুপ্রাণিত করে সাকিবকেও। এবারও ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমার মনে হয়, ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কোনো পরিসংখ্যানের দিকে তাকাইনি, যতক্ষণ দলের জন্য অবদান রাখতে পারছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’
বিশ্বকাপের কোনো সংস্করণে তিন ম্যাচের বেশি জিততে পারেনি বাংলাদেশ দল। তবে এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান সাকিব আল হাসানরা। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে তাঁর নেতৃত্বে এবার দলও খুব গোছানো। তাই দেশের মানুষ গত বিশ্বকাপের চেয়ে এবার বাংলাদেশ দলের কাছে আরও ভালো কিছু আশা করছেন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। আজ বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক।
ক্যারিয়ারে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে করেছিলেন এই অলরাউন্ডার। আট ম্যাচে করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৫টি হাফ সেঞ্চুরি। তবে সে অর্থে ভালো করেনি দল। ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জিতেছিল বাংলাদেশ।
২০১১ বিশ্বকাপের পর এবারও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব। আজ ভারতের আহমেদাবাদে ক্যাপ্টেনস ডেতে ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছিলেন সাকিবকে। নিজেদের প্রস্তুতির ব্যাপারে সাকিব বললেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে (ওয়ানডে সুপার লিগ) ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসেবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছে।’
গত বিশ্বকাপের পারফরম্যান্স অনুপ্রাণিত করে সাকিবকেও। এবারও ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমার মনে হয়, ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কোনো পরিসংখ্যানের দিকে তাকাইনি, যতক্ষণ দলের জন্য অবদান রাখতে পারছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৫ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৮ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৯ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১০ ঘণ্টা আগে