Ajker Patrika

রিজার্ভ ডেতেও বৃষ্টি ঝামেলা করলে ভারত-পাকিস্তান ম্যাচের কী হবে

নিজস্ব প্রতিবেদক, কলম্বো থেকে
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৩৬
রিজার্ভ ডেতেও বৃষ্টি ঝামেলা করলে ভারত-পাকিস্তান ম্যাচের কী হবে

বৃষ্টির বাগড়ায় ২০২৩ এশিয়া কাপ রং হারাচ্ছে নিয়মিত। বিশেষ করে, শ্রীলঙ্কায় ম্যাচ চলার সময় বৃষ্টির ঝামেলা খুবই পরিচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারত-পাকিস্তান মহারণও বাদ যাচ্ছে না বেরসিক বৃষ্টির হাত থেকে। এক দিনের খেলা তাই গড়াচ্ছে দুই দিনে। 

ভারত-পাকিস্তান সুপার ফোরে বৃষ্টি যে আসবে, তা আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানা গিয়েছিল। অনুমিতভাবেই বাংলাদেশ সময় বিকেল ৫টা ২২ মিনিটে নেমে এল বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া। ততক্ষণে ভারতের ইনিংসের খেলা হয়েছে ২৪.১ ওভার। ন্যূনতম ২০ ওভারের খেলা চালানোর জন্য রাত ১১টা ৬ মিনিট পর্যন্ত ছিল সর্বশেষ সময়। তবে আম্পায়াররা আর অপেক্ষা করেননি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে আগামীকাল রিজার্ভ ডেতে। একই সময় বেলা সাড়ে ৩টায় বাকি অংশ থেকে খেলা শুরু হবে। যদি রিজার্ভ ডেতেও যদি পাকিস্তান কমপক্ষে ২০ ওভার ব্যাটিং করতে না পারে, তাহলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর তখন পয়েন্ট ভাগাভাগি করা ছাড়া কোনো উপায় থাকবে না। রিজার্ভ ডের আবহাওয়ায় সন্তোষজনক মনে হচ্ছে না। 

বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধের পর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মজার কিছু দৃশ্য দেখা গেল আজ। এক ঘণ্টার টানা বৃষ্টি শেষে কাভার সরানো হলো। এরপর যে কায়দায় মাঠ শোকানোর ব্যবস্থা হলো তাতে শুধুই বিস্ময় বাড়াল। মাঠে ফোম বিছিয়ে তার ওপর মাঠকর্মীরা লাফালাফি শুরু করলেন। কিছুক্ষণ পর বালি ছিটানো হলো। সেই বালি আবার ঝাড়ু দেওয়া হলো। একপর্যায়ে পিচের পাশে বড় দুটি পাখা আনা হলো পানি শুকাতে। মাঝে আবার ট্র্যাক্টরও দেখা গেল মাঠে। আড়াই ঘণ্টা চেষ্টা করেও ম্যাচ পুনরায় শুরু করা যায়নি। বৃষ্টির আগ পর্যন্ত ভারতের স্কোর ছিল ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল দুজনেই ফিফটি ফিরেছেন। অনেকে মজা করে বলছেন, সাদা বলের টেস্ট খেলছে দুই দল। 

এবারের এশিয়া কাপে একমাত্র ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে। এরপরই শুরু হয়েছে সমালোচনা। রিজার্ভ ডে নিয়ে যতই বিতর্ক হোক আজ দুপুরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ এটির সমর্থনে ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘ভারত চেয়েছিল। আমরাও চেয়েছিলাম রিজার্ভ ডে। এসিসি এই ম্যাচ দিয়েই সবচেয়ে বেশি রাজস্ব আয় করে। রিজার্ভ ডে করা হয়েছে সে কারণেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত