Ajker Patrika

অবসর ভেঙে অ্যাশেজে মঈন আলী

অবসর ভেঙে অ্যাশেজে মঈন আলী

অবসর ভেঙে ফেরার ঘটনা খেলাধুলার জগতে তো নতুন কিছু নয়। মঈন আলী যেন সেই ‘পুরনো ঐতিহ্য’ অনুসরণ করলেন। অবসর থেকে ফিরেই অ্যাশেজে ইংল্যান্ড দলে ডাক পেলেন এই অলরাউন্ডার। 

২০২১ সালে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন মঈন। অবসর ভেঙে তাঁর টেস্টে ফেরার কথা শোনা যাচ্ছিল গত কয়েক দিন। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস, টেস্টের কোট ব্রেন্ডন ম্যাককালাম এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর রব কির সঙ্গে আলোচনা করে টেস্টে ফেরার সিদ্ধান্ত নিলেন মঈন। জ্যাক লিচের পরিবর্তে অ্যাশেজে ইংল্যান্ডের প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন তিনি (মঈন)। পিঠের চোটে পুরো অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন লিচ। মঈনের টেস্টে ফেরা নিয়ে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, ‘আমরা গত সপ্তাহে মঈন আলীর সঙ্গে টেস্টে ফেরার বিষয়ে কথা বলেছি। মঈন টেস্ট খেলতে বেশ রোমাঞ্চিত বোধ করছিল এবং আবারও টেস্ট খেলতে চাচ্ছিল। তার অভিজ্ঞতা, অলরাউন্ড পারফরম্যান্স অ্যাশেজে আমাদের দারুণভাবে সাহায্য করবে। মঈন এবং ইংল্যান্ড দলকে অ্যাশেজের জন্য শুভকামনা।’ 

পাঁচ টেস্টের এবারের অ্যাশেজ সিরিজ হবে ইংল্যান্ডে। আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মহারণ। আর ওভালে ২৭ জুলাই হবে সিরিজের পঞ্চম টেস্ট। ঘরের মাঠে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্যে নামবে ইংলিশরা। সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।  

অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল: 
বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, মঈন আলী, ওলি পোপ, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস, মার্ক উড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত