নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছর কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি উঁচিয়ে স্মরণীয় এক উদ্যাপন করেছিলেন লিওনেল মেসি। আজ সেই শিরোপা জয়ের বছরপূর্তি যাচ্ছে। মেসি ও তাঁর দলের সেই উদ্যাপন গতকাল দুবাইয়ে আবারও স্মরণ করিয়ে দিলেন মাহফুজুর রহমান রাব্বিরা।
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জয়ের পর ট্রফি নিয়ে লা আলবিসেলেস্তেদের মতো উচ্ছ্বাসে মাতেন রাব্বি-শিবলিরা। আজ ঢাকায় পা রেখে শিরোপা হাতে এলএমটেনের সেই বিশ্বকাপ উদ্যাপন আবারও করলেন যুব দলের অধিনায়ক রাব্বি।
কিন্তু যুব এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলের সমর্থক রাব্বি যেন ভুলেই গেলেন আর্জেন্টিনার মেসিকে যে অনুকরণ করছেন তিনি! তা-ই নয়, জয়ের দিন (গতকাল) রাতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাকি আর্জেন্টিনার অধিনায়কের মতো ট্রফি নিয়ে ঘুমিয়েছেন দুবাইয়ে।
তবে মেসির সেই উদ্যাপন কেন করেছেন সেটিও পরিষ্কার করলেন রাব্বি। মূলত এই উদ্যাপনই নাকি উজ্জীবিত করেছে তাঁর দলকে, ‘আমি নিজেও ব্রাজিল সমর্থন করি। আসলে মেসির মতো উদ্যাপন করার কারণ হচ্ছে, এই উদ্যাপন আমার দল খুব বেশি উপভোগ করে। এই জন্য এই উদ্যাপন। দলের সবাই চাঙা থাকে।’ আর ট্রফি নিয়ে ঘুমানো প্রসঙ্গে বললেন, ‘হ্যাঁ অবশ্যই (ঘুমিয়েছি)। এই ট্রফিটা আমার কাছেই ছিল। আমার কাছেই আছে।’
২০১৯ যুব এশিয়া কাপে ফাইনালে উঠেও ভারতের কাছে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গে হয় বাংলাদেশ যুবাদের। এবার যেন সেরকম কিছু না হয়, এ জন্য পরিকল্পনা করে বাংলাদেশের প্রস্তুতিটা শুরু হয়েছিল আরও আগে থেকেই। রাব্বি বললেন, ‘প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টার করেছি। আমি ধন্যবাদ দিতে চাই টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ ও সতীর্থদের, তারা সমর্থন না করলে এই অর্জন আসত না। একজন খেলোয়াড় হিসেবে আমার ৬ মাসে আগে থেকেই একটা পরিকল্পনা ছিল যে, এশিয়া কাপটা বাংলাদেশে আসেনি, নিয়ে আসতে পারলে বড় একটা প্রাপ্তি হবে।’
গত বছর কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি উঁচিয়ে স্মরণীয় এক উদ্যাপন করেছিলেন লিওনেল মেসি। আজ সেই শিরোপা জয়ের বছরপূর্তি যাচ্ছে। মেসি ও তাঁর দলের সেই উদ্যাপন গতকাল দুবাইয়ে আবারও স্মরণ করিয়ে দিলেন মাহফুজুর রহমান রাব্বিরা।
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জয়ের পর ট্রফি নিয়ে লা আলবিসেলেস্তেদের মতো উচ্ছ্বাসে মাতেন রাব্বি-শিবলিরা। আজ ঢাকায় পা রেখে শিরোপা হাতে এলএমটেনের সেই বিশ্বকাপ উদ্যাপন আবারও করলেন যুব দলের অধিনায়ক রাব্বি।
কিন্তু যুব এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলের সমর্থক রাব্বি যেন ভুলেই গেলেন আর্জেন্টিনার মেসিকে যে অনুকরণ করছেন তিনি! তা-ই নয়, জয়ের দিন (গতকাল) রাতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাকি আর্জেন্টিনার অধিনায়কের মতো ট্রফি নিয়ে ঘুমিয়েছেন দুবাইয়ে।
তবে মেসির সেই উদ্যাপন কেন করেছেন সেটিও পরিষ্কার করলেন রাব্বি। মূলত এই উদ্যাপনই নাকি উজ্জীবিত করেছে তাঁর দলকে, ‘আমি নিজেও ব্রাজিল সমর্থন করি। আসলে মেসির মতো উদ্যাপন করার কারণ হচ্ছে, এই উদ্যাপন আমার দল খুব বেশি উপভোগ করে। এই জন্য এই উদ্যাপন। দলের সবাই চাঙা থাকে।’ আর ট্রফি নিয়ে ঘুমানো প্রসঙ্গে বললেন, ‘হ্যাঁ অবশ্যই (ঘুমিয়েছি)। এই ট্রফিটা আমার কাছেই ছিল। আমার কাছেই আছে।’
২০১৯ যুব এশিয়া কাপে ফাইনালে উঠেও ভারতের কাছে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গে হয় বাংলাদেশ যুবাদের। এবার যেন সেরকম কিছু না হয়, এ জন্য পরিকল্পনা করে বাংলাদেশের প্রস্তুতিটা শুরু হয়েছিল আরও আগে থেকেই। রাব্বি বললেন, ‘প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টার করেছি। আমি ধন্যবাদ দিতে চাই টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ ও সতীর্থদের, তারা সমর্থন না করলে এই অর্জন আসত না। একজন খেলোয়াড় হিসেবে আমার ৬ মাসে আগে থেকেই একটা পরিকল্পনা ছিল যে, এশিয়া কাপটা বাংলাদেশে আসেনি, নিয়ে আসতে পারলে বড় একটা প্রাপ্তি হবে।’
সেমিফাইনালে উঠতে দুই দলের জন্যই এটি ছিল বাঁচা-মরার লড়াই। তবে শুরু হয়েও বৃষ্টির কারণে এই লড়াই শেষ না হওয়ায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে উঠে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট পাওয়া আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও তা অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপর নির্ভর করছে...
৭ ঘণ্টা আগেআগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। এমন দুর্দান্ত চমক তারা এখন প্রায়ই দিয়ে চলেছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের সমীকরণ মিলাতে লাহোরে আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে তারা। আগে ব্যাটিং করে অজিদের ২৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোরও ছুড়ে দিয়েছে। ট্রাভিস হেডেরও...
৮ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোর মতো নেইমার জুনিয়রকেও ভেড়াতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ চেষ্টাই করেছিল তারা। তা-ই নয়, ব্রাজিলিয়ান তারকার জন্য তারা ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব করেছিল, যেখানে নেইমার নিজের খুশি মতো অঙ্ক বসানোর সুযোগ ছিল। তবে তিনি সেটি না করে, ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে পড়ি জমালেন
৯ ঘণ্টা আগেওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর চ্যাম্পিয়নস ট্রফি থেকেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। পরশু আফগানিস্তানের কাছে ৮ রানের হারের পরই বিদায় ঘণ্টা বেজে যায় তাদের। সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনাও হচ্ছিল।
৯ ঘণ্টা আগে