নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যেন মুমিনুল হকের খুব প্রিয়। এই মাঠ পেলেই মুমিনুলের ব্যাটে ছোটে রানের ফোয়াড়া। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তুলে নিলেন ফিফটি। তবে এবার ইনিংস বড় করতে পারেননি তিনি। অন্যদিকে ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দিয়ে ৩২৮ রানে জেতে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের লক্ষ্য ৫১১। চট্টগ্রামে সিরিজ সমতায় ফিরতে হলে বাংলাদেশকে করতে হবে ইতিহাস। ইতিহাস গড়ার লক্ষ্যে আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা স্বাগতিকেরা শেষ করেছে ১৩২ রানে। এরই মধ্যে হারিয়েছে ৪ উইকেট।
৬ উইকেটে ১০২ রানে আজ চতুর্থ দিনে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। সফরকারীদের নামের পাশে তখন ২৫ ওভার। ফিফটি পেরোনো অ্যাঞ্জেলো ম্যাথুসকে বোল্ড করেন সাকিব আল হাসান। ৭ রানে জীবন পাওয়া ম্যাথুস করেছেন ৫৬ রান। ৪০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানের পর লঙ্কানরা তাদের দ্বিতীয় ইনিংসের খেলা ঘোষণা করে। লিডসহ সফরকারীদের স্কোর হয়েছে ৫১০ রান।
৫১১ রানের লক্ষ্যে ৮ ওভারে ৩১ রানে কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে লাঞ্চের পর খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় স্বাগতিকেরা। ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে মাহমুদুল হাসান জয়কে বোল্ড করেন প্রবাত জয়াসুরিয়া। ৩২ বলে ৩ চারে ২৪ রান করেছেন জয়। জয় ও জাকির হাসান উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫৯ বলে ৩৭ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন শান্ত। তবে শান্তর সঙ্গে জাকিরের দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে ৩১ বলে ১৪ রান। ১৫তম ওভারের শেষ বলে বিশ্ব ফার্নান্দোর বল খোচা দিতে যান জাকির। প্রথম স্লিপে সহজেই ক্যাচ ধরেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ৩৯ বলে ২ চারে ১৯ রান করেছেন জাকির।
জয়, জাকির দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৫ ওভারে ২ উইকেটে ৫১ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে হাল ধরার দায়িত্ব নেন মুমিনুল। শান্তর সঙ্গে মুমিনুলের তৃতীয় উইকেটের জুটিটা দারুণ জমে ওঠে। তৃতীয় উইকেটে ৬৮ বলে ৪৩ রান যোগ করেন শান্ত-মুমিনুল। টেস্টে নিজের সবশেষ টানা তিন ইনিংসে এক অঙ্কের ঘরে আউট হওয়ার পর শান্ত এবার দুই অঙ্ক পেরিয়েছেন ঠিকই। তবে ৫৫ বলে ২ চারে করেন ২০ রান। ২৭তম ওভারের দ্বিতীয় বলে শান্তকে বোল্ড করেন লাহিরু কুমারা।
শান্তকে হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৬.২ ওভারে ৩ উইকেটে ৯৪ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। সাকিবের সঙ্গে চতুর্থ উইকেটে ৪১ বলে ৩৮ রানের জুটি গড়তে অবদান রাখেন মুমিনুল। এই জুটি গড়ার পথেই টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি তুলে নেন মুমিনুল। ৩৩তম ওভারের পঞ্চম বলে আসিথাকে ফাইন লেগে পুল করে ৫৫ বলে করেন ফিফটি। ফিফটি তুলে নেওয়ার পর দ্রুতই তিনি আউট হয়েছেন। ৩৪তম ওভারের প্রথম বলে জয়াসুরিয়াকে সুইপ করতে যান মুমিনুল। ডিপ স্কয়ার লেগে সহজ ক্যাচ ধরেন লাহিরু কুমারা। ৫৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন মুমিনুল।৪ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসে চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ৩৪ ওভার ব্যাটিং করেছে। লিটন রানের খাতা খোলার অপেক্ষায় আছেন। সাকিব ১৭ বলে করেন ১৪ রান।
আরও পড়ুন:
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যেন মুমিনুল হকের খুব প্রিয়। এই মাঠ পেলেই মুমিনুলের ব্যাটে ছোটে রানের ফোয়াড়া। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তুলে নিলেন ফিফটি। তবে এবার ইনিংস বড় করতে পারেননি তিনি। অন্যদিকে ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দিয়ে ৩২৮ রানে জেতে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের লক্ষ্য ৫১১। চট্টগ্রামে সিরিজ সমতায় ফিরতে হলে বাংলাদেশকে করতে হবে ইতিহাস। ইতিহাস গড়ার লক্ষ্যে আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা স্বাগতিকেরা শেষ করেছে ১৩২ রানে। এরই মধ্যে হারিয়েছে ৪ উইকেট।
৬ উইকেটে ১০২ রানে আজ চতুর্থ দিনে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। সফরকারীদের নামের পাশে তখন ২৫ ওভার। ফিফটি পেরোনো অ্যাঞ্জেলো ম্যাথুসকে বোল্ড করেন সাকিব আল হাসান। ৭ রানে জীবন পাওয়া ম্যাথুস করেছেন ৫৬ রান। ৪০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানের পর লঙ্কানরা তাদের দ্বিতীয় ইনিংসের খেলা ঘোষণা করে। লিডসহ সফরকারীদের স্কোর হয়েছে ৫১০ রান।
৫১১ রানের লক্ষ্যে ৮ ওভারে ৩১ রানে কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে লাঞ্চের পর খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় স্বাগতিকেরা। ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে মাহমুদুল হাসান জয়কে বোল্ড করেন প্রবাত জয়াসুরিয়া। ৩২ বলে ৩ চারে ২৪ রান করেছেন জয়। জয় ও জাকির হাসান উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫৯ বলে ৩৭ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন শান্ত। তবে শান্তর সঙ্গে জাকিরের দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে ৩১ বলে ১৪ রান। ১৫তম ওভারের শেষ বলে বিশ্ব ফার্নান্দোর বল খোচা দিতে যান জাকির। প্রথম স্লিপে সহজেই ক্যাচ ধরেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ৩৯ বলে ২ চারে ১৯ রান করেছেন জাকির।
জয়, জাকির দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৫ ওভারে ২ উইকেটে ৫১ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে হাল ধরার দায়িত্ব নেন মুমিনুল। শান্তর সঙ্গে মুমিনুলের তৃতীয় উইকেটের জুটিটা দারুণ জমে ওঠে। তৃতীয় উইকেটে ৬৮ বলে ৪৩ রান যোগ করেন শান্ত-মুমিনুল। টেস্টে নিজের সবশেষ টানা তিন ইনিংসে এক অঙ্কের ঘরে আউট হওয়ার পর শান্ত এবার দুই অঙ্ক পেরিয়েছেন ঠিকই। তবে ৫৫ বলে ২ চারে করেন ২০ রান। ২৭তম ওভারের দ্বিতীয় বলে শান্তকে বোল্ড করেন লাহিরু কুমারা।
শান্তকে হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৬.২ ওভারে ৩ উইকেটে ৯৪ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। সাকিবের সঙ্গে চতুর্থ উইকেটে ৪১ বলে ৩৮ রানের জুটি গড়তে অবদান রাখেন মুমিনুল। এই জুটি গড়ার পথেই টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি তুলে নেন মুমিনুল। ৩৩তম ওভারের পঞ্চম বলে আসিথাকে ফাইন লেগে পুল করে ৫৫ বলে করেন ফিফটি। ফিফটি তুলে নেওয়ার পর দ্রুতই তিনি আউট হয়েছেন। ৩৪তম ওভারের প্রথম বলে জয়াসুরিয়াকে সুইপ করতে যান মুমিনুল। ডিপ স্কয়ার লেগে সহজ ক্যাচ ধরেন লাহিরু কুমারা। ৫৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন মুমিনুল।৪ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসে চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ৩৪ ওভার ব্যাটিং করেছে। লিটন রানের খাতা খোলার অপেক্ষায় আছেন। সাকিব ১৭ বলে করেন ১৪ রান।
আরও পড়ুন:
এবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে