নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যেন মুমিনুল হকের খুব প্রিয়। এই মাঠ পেলেই মুমিনুলের ব্যাটে ছোটে রানের ফোয়াড়া। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তুলে নিলেন ফিফটি। তবে এবার ইনিংস বড় করতে পারেননি তিনি। অন্যদিকে ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দিয়ে ৩২৮ রানে জেতে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের লক্ষ্য ৫১১। চট্টগ্রামে সিরিজ সমতায় ফিরতে হলে বাংলাদেশকে করতে হবে ইতিহাস। ইতিহাস গড়ার লক্ষ্যে আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা স্বাগতিকেরা শেষ করেছে ১৩২ রানে। এরই মধ্যে হারিয়েছে ৪ উইকেট।
৬ উইকেটে ১০২ রানে আজ চতুর্থ দিনে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। সফরকারীদের নামের পাশে তখন ২৫ ওভার। ফিফটি পেরোনো অ্যাঞ্জেলো ম্যাথুসকে বোল্ড করেন সাকিব আল হাসান। ৭ রানে জীবন পাওয়া ম্যাথুস করেছেন ৫৬ রান। ৪০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানের পর লঙ্কানরা তাদের দ্বিতীয় ইনিংসের খেলা ঘোষণা করে। লিডসহ সফরকারীদের স্কোর হয়েছে ৫১০ রান।
৫১১ রানের লক্ষ্যে ৮ ওভারে ৩১ রানে কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে লাঞ্চের পর খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় স্বাগতিকেরা। ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে মাহমুদুল হাসান জয়কে বোল্ড করেন প্রবাত জয়াসুরিয়া। ৩২ বলে ৩ চারে ২৪ রান করেছেন জয়। জয় ও জাকির হাসান উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫৯ বলে ৩৭ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন শান্ত। তবে শান্তর সঙ্গে জাকিরের দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে ৩১ বলে ১৪ রান। ১৫তম ওভারের শেষ বলে বিশ্ব ফার্নান্দোর বল খোচা দিতে যান জাকির। প্রথম স্লিপে সহজেই ক্যাচ ধরেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ৩৯ বলে ২ চারে ১৯ রান করেছেন জাকির।
জয়, জাকির দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৫ ওভারে ২ উইকেটে ৫১ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে হাল ধরার দায়িত্ব নেন মুমিনুল। শান্তর সঙ্গে মুমিনুলের তৃতীয় উইকেটের জুটিটা দারুণ জমে ওঠে। তৃতীয় উইকেটে ৬৮ বলে ৪৩ রান যোগ করেন শান্ত-মুমিনুল। টেস্টে নিজের সবশেষ টানা তিন ইনিংসে এক অঙ্কের ঘরে আউট হওয়ার পর শান্ত এবার দুই অঙ্ক পেরিয়েছেন ঠিকই। তবে ৫৫ বলে ২ চারে করেন ২০ রান। ২৭তম ওভারের দ্বিতীয় বলে শান্তকে বোল্ড করেন লাহিরু কুমারা।
শান্তকে হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৬.২ ওভারে ৩ উইকেটে ৯৪ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। সাকিবের সঙ্গে চতুর্থ উইকেটে ৪১ বলে ৩৮ রানের জুটি গড়তে অবদান রাখেন মুমিনুল। এই জুটি গড়ার পথেই টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি তুলে নেন মুমিনুল। ৩৩তম ওভারের পঞ্চম বলে আসিথাকে ফাইন লেগে পুল করে ৫৫ বলে করেন ফিফটি। ফিফটি তুলে নেওয়ার পর দ্রুতই তিনি আউট হয়েছেন। ৩৪তম ওভারের প্রথম বলে জয়াসুরিয়াকে সুইপ করতে যান মুমিনুল। ডিপ স্কয়ার লেগে সহজ ক্যাচ ধরেন লাহিরু কুমারা। ৫৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন মুমিনুল।৪ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসে চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ৩৪ ওভার ব্যাটিং করেছে। লিটন রানের খাতা খোলার অপেক্ষায় আছেন। সাকিব ১৭ বলে করেন ১৪ রান।
আরও পড়ুন:
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যেন মুমিনুল হকের খুব প্রিয়। এই মাঠ পেলেই মুমিনুলের ব্যাটে ছোটে রানের ফোয়াড়া। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তুলে নিলেন ফিফটি। তবে এবার ইনিংস বড় করতে পারেননি তিনি। অন্যদিকে ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দিয়ে ৩২৮ রানে জেতে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের লক্ষ্য ৫১১। চট্টগ্রামে সিরিজ সমতায় ফিরতে হলে বাংলাদেশকে করতে হবে ইতিহাস। ইতিহাস গড়ার লক্ষ্যে আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা স্বাগতিকেরা শেষ করেছে ১৩২ রানে। এরই মধ্যে হারিয়েছে ৪ উইকেট।
৬ উইকেটে ১০২ রানে আজ চতুর্থ দিনে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। সফরকারীদের নামের পাশে তখন ২৫ ওভার। ফিফটি পেরোনো অ্যাঞ্জেলো ম্যাথুসকে বোল্ড করেন সাকিব আল হাসান। ৭ রানে জীবন পাওয়া ম্যাথুস করেছেন ৫৬ রান। ৪০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানের পর লঙ্কানরা তাদের দ্বিতীয় ইনিংসের খেলা ঘোষণা করে। লিডসহ সফরকারীদের স্কোর হয়েছে ৫১০ রান।
৫১১ রানের লক্ষ্যে ৮ ওভারে ৩১ রানে কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে লাঞ্চের পর খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় স্বাগতিকেরা। ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে মাহমুদুল হাসান জয়কে বোল্ড করেন প্রবাত জয়াসুরিয়া। ৩২ বলে ৩ চারে ২৪ রান করেছেন জয়। জয় ও জাকির হাসান উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫৯ বলে ৩৭ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন শান্ত। তবে শান্তর সঙ্গে জাকিরের দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে ৩১ বলে ১৪ রান। ১৫তম ওভারের শেষ বলে বিশ্ব ফার্নান্দোর বল খোচা দিতে যান জাকির। প্রথম স্লিপে সহজেই ক্যাচ ধরেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ৩৯ বলে ২ চারে ১৯ রান করেছেন জাকির।
জয়, জাকির দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৫ ওভারে ২ উইকেটে ৫১ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে হাল ধরার দায়িত্ব নেন মুমিনুল। শান্তর সঙ্গে মুমিনুলের তৃতীয় উইকেটের জুটিটা দারুণ জমে ওঠে। তৃতীয় উইকেটে ৬৮ বলে ৪৩ রান যোগ করেন শান্ত-মুমিনুল। টেস্টে নিজের সবশেষ টানা তিন ইনিংসে এক অঙ্কের ঘরে আউট হওয়ার পর শান্ত এবার দুই অঙ্ক পেরিয়েছেন ঠিকই। তবে ৫৫ বলে ২ চারে করেন ২০ রান। ২৭তম ওভারের দ্বিতীয় বলে শান্তকে বোল্ড করেন লাহিরু কুমারা।
শান্তকে হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৬.২ ওভারে ৩ উইকেটে ৯৪ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। সাকিবের সঙ্গে চতুর্থ উইকেটে ৪১ বলে ৩৮ রানের জুটি গড়তে অবদান রাখেন মুমিনুল। এই জুটি গড়ার পথেই টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি তুলে নেন মুমিনুল। ৩৩তম ওভারের পঞ্চম বলে আসিথাকে ফাইন লেগে পুল করে ৫৫ বলে করেন ফিফটি। ফিফটি তুলে নেওয়ার পর দ্রুতই তিনি আউট হয়েছেন। ৩৪তম ওভারের প্রথম বলে জয়াসুরিয়াকে সুইপ করতে যান মুমিনুল। ডিপ স্কয়ার লেগে সহজ ক্যাচ ধরেন লাহিরু কুমারা। ৫৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন মুমিনুল।৪ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসে চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ৩৪ ওভার ব্যাটিং করেছে। লিটন রানের খাতা খোলার অপেক্ষায় আছেন। সাকিব ১৭ বলে করেন ১৪ রান।
আরও পড়ুন:
এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর বাংলাদেশের ফুটবলাররা অবসর সময় কাটাচ্ছেন। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন নতুন মৌসুমের জন্য। ঘরোয়া ফুটবল শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। তবে এর আগে ঝাঁপিয়ে পড়তে হবে জাতীয় দলের ব্যস্ততার জন্য।
২৪ মিনিট আগেটেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
৩৯ মিনিট আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
১ ঘণ্টা আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
২ ঘণ্টা আগে