ক্রীড়া ডেস্ক
দারুণ ছন্দে আছেন জ্যাকব ডাফি। পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়ছেন নিউজিল্যান্ডের এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ডাফি।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন ডাফি। তাঁর রেটিং পয়েন্ট ৭২৩। কদিন আগে শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন ডাফি। নিউজিল্যান্ডের পেসার বোলিং করেছেন ৬.১৩ ইকোনমিতে। নিউজিল্যান্ডের সবশেষ বোলার হিসেবে ইশ সোধি ২০১৮ সালে টি-টোয়েন্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার হয়েছিলেন ইশ সোধি।
ডাফি শীর্ষে ওঠায় সিংহাসন খুইয়েছেন আকিল হোসেন। এক ধাপ পিছিয়ে আইসিসির টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে এখন দুইয়ে আকিল। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের রেটিং ৭০৭। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে তিন, চার, পাঁচ ও ছয় নম্বরে আছেন বরুণ চক্রবর্তী, আদিল রশিদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাডাম জাম্পা। এই চার বোলারই পিছিয়েছেন এক ধাপ করে। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম সাত নম্বর পর্যন্ত কোনো অবস্থানের পরিবর্তন হয়নি। ৮৫৬ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুইয়ে থাকা অভিষেক শর্মার রেটিং ৮২৯। তিন, চার, পাঁচ, ছয় ও সাত নম্বরে আছেন ফিল সল্ট, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, জস বাটলার ও পাথুম নিশাঙ্কা।
ডাফির মতো টিম সাইফার্টও পাকিস্তান সিরিজে কাঁপিয়ে আইসিসির পুরস্কার পেয়েছেন। পাঁচ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন আট নম্বরে সাইফার্ট। পাকিস্তানের বিপক্ষে কদিন আগে শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ২৪৯ রান করেন তিনি। নিউজিল্যান্ডের এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ২০৭.৫০। আর ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে এখন ৯ নম্বরে অবস্থান করছেন বাবর আজম। বাবর টি-টোয়েন্টি সিরিজে খেলেননি।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথম ১৮ নম্বর পর্যন্ত স্থান আগের মতোই আছে। ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দুই ও তিনে থাকা দীপেন্দ্র সিং ঐরি ও ট্রাভিস হেডের রেটিং ২৩৩ ও ২১০। সমান ১৯৪ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে সিকান্দার রাজা ও রোমারিও শেফার্ড। আর যৌথভাবে ১৭ নম্বরে আছেন আফগানিস্তানের দু্ই অলরাউন্ডার রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই। দুজনেরই রেটিং পয়েন্ট ১২৫। এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ফর্মটা ওয়ানডেতেও টেনে এনেছেন ডাফি। সিরিজের প্রথম দুই ওয়ানডে মিলে নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে আজ হ্যামিল্টনের সেডন পার্কে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ ওভারে ৩৫ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। ৮৪ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড। আর কদিন আগে শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল কিউইরা।
দারুণ ছন্দে আছেন জ্যাকব ডাফি। পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়ছেন নিউজিল্যান্ডের এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ডাফি।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন ডাফি। তাঁর রেটিং পয়েন্ট ৭২৩। কদিন আগে শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন ডাফি। নিউজিল্যান্ডের পেসার বোলিং করেছেন ৬.১৩ ইকোনমিতে। নিউজিল্যান্ডের সবশেষ বোলার হিসেবে ইশ সোধি ২০১৮ সালে টি-টোয়েন্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার হয়েছিলেন ইশ সোধি।
ডাফি শীর্ষে ওঠায় সিংহাসন খুইয়েছেন আকিল হোসেন। এক ধাপ পিছিয়ে আইসিসির টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে এখন দুইয়ে আকিল। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের রেটিং ৭০৭। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে তিন, চার, পাঁচ ও ছয় নম্বরে আছেন বরুণ চক্রবর্তী, আদিল রশিদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাডাম জাম্পা। এই চার বোলারই পিছিয়েছেন এক ধাপ করে। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম সাত নম্বর পর্যন্ত কোনো অবস্থানের পরিবর্তন হয়নি। ৮৫৬ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুইয়ে থাকা অভিষেক শর্মার রেটিং ৮২৯। তিন, চার, পাঁচ, ছয় ও সাত নম্বরে আছেন ফিল সল্ট, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, জস বাটলার ও পাথুম নিশাঙ্কা।
ডাফির মতো টিম সাইফার্টও পাকিস্তান সিরিজে কাঁপিয়ে আইসিসির পুরস্কার পেয়েছেন। পাঁচ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন আট নম্বরে সাইফার্ট। পাকিস্তানের বিপক্ষে কদিন আগে শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ২৪৯ রান করেন তিনি। নিউজিল্যান্ডের এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ২০৭.৫০। আর ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে এখন ৯ নম্বরে অবস্থান করছেন বাবর আজম। বাবর টি-টোয়েন্টি সিরিজে খেলেননি।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথম ১৮ নম্বর পর্যন্ত স্থান আগের মতোই আছে। ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দুই ও তিনে থাকা দীপেন্দ্র সিং ঐরি ও ট্রাভিস হেডের রেটিং ২৩৩ ও ২১০। সমান ১৯৪ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে সিকান্দার রাজা ও রোমারিও শেফার্ড। আর যৌথভাবে ১৭ নম্বরে আছেন আফগানিস্তানের দু্ই অলরাউন্ডার রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই। দুজনেরই রেটিং পয়েন্ট ১২৫। এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ফর্মটা ওয়ানডেতেও টেনে এনেছেন ডাফি। সিরিজের প্রথম দুই ওয়ানডে মিলে নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে আজ হ্যামিল্টনের সেডন পার্কে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ ওভারে ৩৫ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। ৮৪ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড। আর কদিন আগে শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল কিউইরা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় টি-টোয়েন্টিটা হয়ে গেল সিরিজ নির্ধারণী। এই ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
১ ঘণ্টা আগেকোচ, অধিনায়কদের যে জ্বালা-যন্ত্রণার শেষ নেই। দল জিতলে যেমন বাহ্বা পান, তেমনি ম্যাচ হারলে তাঁদের ওপর আসে একের পর এক অভিযোগ। লর্ডসে গত পরশু কাছাকাছি গিয়ে ম্যাচ হারের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের দিকে উঠেছে অভিযোগের আঙুল।
৩ ঘণ্টা আগে২০২৮ লস অ্যাঞ্জেলেস দিয়ে অলিম্পিকে ক্রিকেট ফিরছে ১২৮ বছর পর। টেলিভিশনে খেলা দেখতে ভারত, বাংলাদেশ—অর্থাৎ দক্ষিণ এশিয়ার দর্শকদের কথা বিবেচনা করে খেলার সময় সূচি তৈরি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। সব ম্যাচই হবে ক্যালিফোর্নিয়ার পোমোনা ফেয়ারগ্রাউন্ডে তৈরি...
৩ ঘণ্টা আগে২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে চারটি সিরিজ ও চলমান শ্রীলঙ্কা সফর মিলিয়ে এখন পর্যন্ত এই সংস্করণে ১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় এসেছে মাত্র ৫ টিতে। তিনটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, একটি করে আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের সঙ্গে সিরিজ শেষেই নিজেদের মাঠে পাকিস্তানের...
৩ ঘণ্টা আগে