জাতীয় দলে না থাকলেও আইপিএলে ছন্দে ফিরেছেন লোকেশ রাহুল। পারফরম্যান্স ফিরে পাওয়ার মঞ্চে আজ একটি রেকর্ডও গড়েছেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে সব মিলিয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক।
আজ গুজরাট টাইটানসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে মোহাম্মদ শামিকে চার মেরে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়েন রাহুল। রেকর্ডটি গড়তে ১৯৭ ম্যাচ খেলেছেন ভারতীয় ওপেনার। আর কোনো ভারতীয় ব্যাটার ২০০-এর কম ম্যাচ খেলে এই রেকর্ড গড়তে পারেননি।
আগের রেকর্ডটি ছিল ২১২ ইনিংসে। রেকর্ডটি গড়েছিলেন বিরাট কোহলি। এবার ভারতীয় রান মেশিনের চেয়ে ১৫ ম্যাচ কম খেলে রেকর্ডটা নিজের করে নিলেন রাহুল। ২৪৬ ম্যাচে তৃতীয় দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়েছেন শিখর ধাওয়ান। অন্যদিকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৭ হাজার রান করতে ২৫৮ ম্যাচ খেলেছেন।
রেকর্ড গড়ার ম্যাচে আইপিএলের ওপেনিংয়ে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার তালিকায় তিনে উঠে এসেছেন রাহুল। ৩৫টি ফিফটি প্লাস ইনিংস খেলে গৌতম গম্ভীরকে পেছনে ফেলেছেন তিনি। ম্যাচে নামার আগে গম্ভীরের সঙ্গে যৌথভাবে ৩৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে তিনে ছিলেন রাহুল।
দলের মেন্টরকে পেছনে ফেললেও রাহুলের ওপরে আরও দুজন ওপেনার আছেন। ৪৮ ইনিংস খেলে হাফ সেঞ্চুরির পথে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। আর টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র ওপেনার হিসেবে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের হাফ সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার আছেন সবার শীর্ষে। ৫৭ ইনিংস খেলেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ও অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার।
এমন রেকর্ডের রাতে অবশ্য দলের পরাজয় দেখতে হয়েছে রাহুলকে। গুজরাটের ১৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কাইল মায়ার্সকে নিয়ে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন তিনি। ওপেনিং জুটিতে ৫৫ রান করেছিলেন দুজনে। এরপর ১৭ ওভার শেষে ৩ উইকেটে ১১০ রান করেও শেষ দিকের সমীকরণটা মেলাতে পারল না লক্ষ্ণৌ। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান প্রয়োজন ছিল তাদের।
গুজরাটের মোহিত শর্মার ওভারটিতে মাত্র ৪ রান নিতে পারল লক্ষ্ণৌ। এই ৪ রান করতে টানা ৪ উইকেট হারিয়ে বসে তারা। মোহিত শুরুটা করেন ওভারের দ্বিতীয় বলে ৬১ বলে ৬৮ রানের ইনিংস খেলা রাহুলকে ডিপ স্কয়ার লেগে জয়ন্ত যাদবের ক্যাচ করে। মার্কাস স্টয়নিসকে তৃতীয় বলে ডেভিড মিলারের ক্যাচ করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন ভারতীয় পেসার।
তবে মোহিত হ্যাটট্রিক করতে না পারলেও চতুর্থ ও পঞ্চম বলে আয়ুশ বাদানি ও দীপক হুডা রান আউট হন। শেষ বলে কোনো রান না দিয়ে দলকে ৭ রানের জয় এনে দেন তিনি। এর আগে প্রথমে ব্যাট করে ১৩৫ রান করে গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
জাতীয় দলে না থাকলেও আইপিএলে ছন্দে ফিরেছেন লোকেশ রাহুল। পারফরম্যান্স ফিরে পাওয়ার মঞ্চে আজ একটি রেকর্ডও গড়েছেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে সব মিলিয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক।
আজ গুজরাট টাইটানসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে মোহাম্মদ শামিকে চার মেরে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়েন রাহুল। রেকর্ডটি গড়তে ১৯৭ ম্যাচ খেলেছেন ভারতীয় ওপেনার। আর কোনো ভারতীয় ব্যাটার ২০০-এর কম ম্যাচ খেলে এই রেকর্ড গড়তে পারেননি।
আগের রেকর্ডটি ছিল ২১২ ইনিংসে। রেকর্ডটি গড়েছিলেন বিরাট কোহলি। এবার ভারতীয় রান মেশিনের চেয়ে ১৫ ম্যাচ কম খেলে রেকর্ডটা নিজের করে নিলেন রাহুল। ২৪৬ ম্যাচে তৃতীয় দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়েছেন শিখর ধাওয়ান। অন্যদিকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৭ হাজার রান করতে ২৫৮ ম্যাচ খেলেছেন।
রেকর্ড গড়ার ম্যাচে আইপিএলের ওপেনিংয়ে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার তালিকায় তিনে উঠে এসেছেন রাহুল। ৩৫টি ফিফটি প্লাস ইনিংস খেলে গৌতম গম্ভীরকে পেছনে ফেলেছেন তিনি। ম্যাচে নামার আগে গম্ভীরের সঙ্গে যৌথভাবে ৩৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে তিনে ছিলেন রাহুল।
দলের মেন্টরকে পেছনে ফেললেও রাহুলের ওপরে আরও দুজন ওপেনার আছেন। ৪৮ ইনিংস খেলে হাফ সেঞ্চুরির পথে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। আর টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র ওপেনার হিসেবে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের হাফ সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার আছেন সবার শীর্ষে। ৫৭ ইনিংস খেলেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ও অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার।
এমন রেকর্ডের রাতে অবশ্য দলের পরাজয় দেখতে হয়েছে রাহুলকে। গুজরাটের ১৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কাইল মায়ার্সকে নিয়ে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন তিনি। ওপেনিং জুটিতে ৫৫ রান করেছিলেন দুজনে। এরপর ১৭ ওভার শেষে ৩ উইকেটে ১১০ রান করেও শেষ দিকের সমীকরণটা মেলাতে পারল না লক্ষ্ণৌ। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান প্রয়োজন ছিল তাদের।
গুজরাটের মোহিত শর্মার ওভারটিতে মাত্র ৪ রান নিতে পারল লক্ষ্ণৌ। এই ৪ রান করতে টানা ৪ উইকেট হারিয়ে বসে তারা। মোহিত শুরুটা করেন ওভারের দ্বিতীয় বলে ৬১ বলে ৬৮ রানের ইনিংস খেলা রাহুলকে ডিপ স্কয়ার লেগে জয়ন্ত যাদবের ক্যাচ করে। মার্কাস স্টয়নিসকে তৃতীয় বলে ডেভিড মিলারের ক্যাচ করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন ভারতীয় পেসার।
তবে মোহিত হ্যাটট্রিক করতে না পারলেও চতুর্থ ও পঞ্চম বলে আয়ুশ বাদানি ও দীপক হুডা রান আউট হন। শেষ বলে কোনো রান না দিয়ে দলকে ৭ রানের জয় এনে দেন তিনি। এর আগে প্রথমে ব্যাট করে ১৩৫ রান করে গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে