Ajker Patrika

অধিনায়ক রোহিতসহ ভারতেরই ৭ ক্রিকেটার, আছেন ম্যাক্সওয়েলও 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৭: ৫১
Thumbnail image

ওয়ানডে ক্রিকেটকে বিবেচনায় নিলে ২০২৩ সালকে ‘ডাবল সেঞ্চুরির বছর’ বলাটাও ভুল হবে না। শুবমান গিল, গ্লেন ম্যাক্সওয়েল-দুই তারকা ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করেছেন সদ্য বিদায় নেওয়া বছরে। ২০২৩ সালে ওয়ানডে ম্যাচও পেরিয়েছে ‘ডাবল সেঞ্চুরি’। ২১৮ ওয়ানডে ম্যাচ হয়েছে গত বছরে, যা এক বছরে ওয়ানডের হিসেবে সর্বোচ্চ। 

ডাবল সেঞ্চুরি করা গিল ২০২৩ সালে ওয়ানডেতে করেছেন ১৫৮৪ রান। যা গত বছরে ওয়ানডেতে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রান। তবু উইজডেনের ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হয়নি গিলের। যদিও উইজডেনের বর্ষসেরা ২০২৩-এর ওয়ানডে দলে ভারতেরই আছেন ৭ ক্রিকেটার। গত বছর ওয়ানডেতে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলি ও রোহিত শর্মা আছেন উইজডেনের গত বছরের ওয়ানডে দলে। উইজডেনের বর্ষসেরা দলটির অধিনায়কও রোহিত। কোহলি ও রোহিত ২০২৩ সালে ওয়ানডেতে করেছেন ১৩৭৭ ও ১২৫৫ রান। যার মধ্যে কোহলি গত বছর সর্বোচ্চ ৬ সেঞ্চুরি করেন। ৭৬৫ রান করে ২০২৩ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পান তিনি। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরি, কোনো নির্দিষ্ট বিশ্বকাপে সবচেয়ে বেশি রান—দুই রেকর্ডেই কোহলি ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকারকে।

কোহলি, রোহিতের পাশাপাশি আছেন রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। ৪৯ উইকেট নিয়ে ২০২৩ সালে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারী কুলদীপ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ উইকেট সিরাজের। ৪৩ উইকেট নিয়ে এই তালিকায় যৌথভাবে তৃতীয় শামি ও সন্দীপ লামিচানে। যার মধ্যে লামিচানে নেই উইজডেনের গত বছরের বর্ষসেরা ওয়ানডে দলে। ২০২৩ বিশ্বকাপে শামি সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন শামি। আফগানিস্তানের বিপক্ষে অতিমানবীয় ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাক্সওয়েল জায়গা করে নিয়েছেন উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে। ৪০ বলে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিরও কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। এই তালিকা আছেন আরেক অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড। একজন করে ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন উইজডেনের ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে দলের উইকেটরক্ষকের দায়িত্বে। আর নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল গত বছর ওয়ানডেতে করেন ১২০৪ রান। 

আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ২০১ রানের ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েলউইজডেনের ২০২৩ বর্ষসেরা ওয়ানডে দল:
রোহিত শর্মা (ভারত) (অধিনায়ক) : ২৭ ম্যাচ; ১২৫৫ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫২.২৯; সর্বোচ্চ: ১৩১ 
ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া) : ১৩ ম্যাচ; ৫৭০ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫১.৮১; সর্বোচ্চ: ১৩৭ 
বিরাট কোহলি (ভারত) : ২৭ ম্যাচ; ১৩৭৭ রান; ৬ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৭২.৪; সর্বোচ্চ: ১৬৬ *
হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক) (দক্ষিণ আফ্রিকা) ; ২৪ ম্যাচ; ৯২৭ রান; ৩ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৪৬.৩৫; সর্বোচ্চ:১৭৪; ২০ ডিসমিসাল; ১৯ ক্যাচ; ১ স্টাম্পিং
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) : ২৬ ম্যাচ; ১২০৪ রান; ৫ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫২.৩৪; সর্বোচ্চ: ১৩৪ 
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) ; ১১ ম্যাচ; ৪১৩ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫১.৬২; সর্বোচ্চ: ২০১ *; ১০ উইকেট; ইকোনমি: ৪.৬৮; সেরা: ৪-৪০ 
রবীন্দ্র জাদেজা (ভারত) : ২৬ ম্যাচ; ৩০৯ রান; ব্যাটিং গড়: ৩০.৯০; ৩১ উইকেট; ইকোনমি: ৪.৬০; 
জসপ্রীত বুমরা (ভারত) : ১৭ ম্যাচ; ২৮ উইকেট; ইকোনমি: ৪.৪০; সেরা: ৪-৩১ 
কুলদীপ যাদব (ভারত) : ৩০ ম্যাচ; ৪৯ উইকেট; ইকোনমি: ৪.৬১; ইনিংসে ৫ উইকেট: ১ টি; সেরা: ৫-২৫ 
মোহাম্মদ সিরাজ (ভারত) : ২৫ ম্যাচ; ৪৪ উইকেট; ইকোনমি: ৫.৩৬; সেরা: ৬-২১ 
মোহাম্মদ শামি (ভারত) : ১৯ ম্যাচ; ৪৩ উইকেট; ইকোনমি: ৫.৩২; ইনিংসে ৫ উইকেট: ৪ টি; সেরা: ৭-৫৭

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত