নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন গতকালই। লক্ষ্য বিসিবির পরিচালক হওয়া। লক্ষ্য পূরণের কাজটা মোটামুটি পাকা বলা যায়। কারণ, বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, খুলনা আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন। খুলনা জেলা থেকে তিনটি মনোনয়নপত্র নেওয়া হলেও আজ জমা পড়েছে দুটি। তাই রাজ্জাকের পাশাপাশি একই জেলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন জুলফিকার আলী খান। একইভাবে বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেট থেকে রাহাত সামসকেও পরিচালক হওয়ার জন্য লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে না।
পরিচালক পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ক্যাটাগরি ১,২ ও ৩ মিলে মোট ৬০ টির মধ্যে জমা পড়েছে ৫১টি মনোনয়ন। রিটার্নিং অফিসার জানান, ক্যাটাগরি ওয়ান থেকে জমা পড়েছে ১৮টি মনোনয়ন। ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা দেন ১৮ জন। এর মধ্যে ঢাকা থেকে ৩, চট্টগ্রাম ৪, খুলনা ২, রাজশাহী ৪, রংপুর ৩, বরিশাল ১ ও সিলেট থেকে ১টি মনোনয়নপত্র জমা পড়ে।
ক্যাটাগরি টু–এর ক্লাব ক্যাটাগরিতে ৩২ টির মধ্যে ৩০টি জমা পড়েছে। আর ক্যাটাগরি ৩ থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন তিনজন, তিনজনই জমা দিয়েছেন।
বিসিবি নির্বাচনে সমঝোতার গুঞ্জন জোরালো হচ্ছে। নানা সূত্র বলছে, সভাপতি পদ ঘিরে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের দুই শিবিরে আলোচনায় উঠছে ৯–৩ কিংবা ১০–২ সমীকরণের ছক।
চট্টগ্রামে প্রার্থী হয়েছেন আসহান ইকবাল চৌধুরী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আসিফ আকবর ও শওকত হোসেন। সূত্র বলছে, আসিফ আকবর বুলবুল প্যানেলের অলিখিত সমর্থন পাচ্ছেন ঘনিষ্ঠ। তিনি যুক্তরাষ্ট্রে থাকলেও তাঁর প্রতিনিধি সব কাজ সামলাচ্ছেন। সূত্র থেকে শোনা যাচ্ছে এই বিভাগের ২টি পরিচালক পদের মধ্যে একটি আসিফ আকবরকে জেতানোর জন্য সব ধরনের সমীকরণ থাকছে।
রাজশাহীতে লড়ছেন হাসিবুল আলম, মুখলেছুর রহমান, এস এম শামস্ মতিন ও তাওহীদ তারিক খান। রংপুর থেকে আছেন হাসানুজ্জামান, রেহাতুল ইসলাম খোকা ও নূর–এ–শাহাদাৎ স্বজন।
ক্যাটাগরি ২ থেকে জমা পড়েনি দুটি মনোনয়ন। এর একটি বিএনপি নেতা ইশরাক হোসেনের। ব্রাদার্স ইউনিয়ন থেকে কাউন্সিলশিপ নিয়েছিলেন, মনোনয়নও তুলেছিলেন, কিন্তু জমা দেননি। এই ক্যাটাগরিই আসল লড়াইয়ের জায়গা। কেননা বিসিবি ২৩ পরিচালক পদের ১২টি নির্বাচিত হয় এই ক্যাটাগরি থেকে। বুলবুল ও তামিমের শিবিরের প্রধান সমীকরণও গড়ে উঠছে এটিকে ঘিরেই। পরিচালক পদপ্রার্থী রফিকুল ইসলাম বাবু বলছেন, ‘আমরা এখন শুধু ক্লাব ক্যাটাগরি নিয়েই ভাবছি। কয়েক দিনের মধ্যে প্যানেল ঘোষণা করব।’
তবে গুঞ্জন আরও আগে ছড়িয়ে পড়েছে। তামিমের সম্ভাব্য প্যানেলে আছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, শাহনিয়ান তানিম, ইশতিয়াক সাদেক, সাইদ ইব্রাহীম আহমেদ (বিএনপি নেতা সালাউদ্দীনের ছেলে) এবং ইসরাফিল খসরু (বিএনপি নেতা আমির খসরুর ছেলে)। স্বতন্ত্র প্রার্থী ইফতেখার রহমান মিঠুকেও প্যানেলে টানার চেষ্টা চলছে।
ক্যাটাগরি ৩ থেকে প্রার্থী হয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর। তবে এই ক্যাটাগরিতে রয়েছে মাত্র একটি পরিচালক পদ। শেষ পর্যন্ত সেই পদে মূল লড়াই গড়াতে পারে সাবেক অধিনায়ক পাইলট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর হয়ে আসা দেবব্রত পালের মধ্যে।
আগামীকাল যাচাই–বাছাই শেষে দুপুরে খসড়া তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন গতকালই। লক্ষ্য বিসিবির পরিচালক হওয়া। লক্ষ্য পূরণের কাজটা মোটামুটি পাকা বলা যায়। কারণ, বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, খুলনা আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন। খুলনা জেলা থেকে তিনটি মনোনয়নপত্র নেওয়া হলেও আজ জমা পড়েছে দুটি। তাই রাজ্জাকের পাশাপাশি একই জেলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন জুলফিকার আলী খান। একইভাবে বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেট থেকে রাহাত সামসকেও পরিচালক হওয়ার জন্য লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে না।
পরিচালক পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ক্যাটাগরি ১,২ ও ৩ মিলে মোট ৬০ টির মধ্যে জমা পড়েছে ৫১টি মনোনয়ন। রিটার্নিং অফিসার জানান, ক্যাটাগরি ওয়ান থেকে জমা পড়েছে ১৮টি মনোনয়ন। ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা দেন ১৮ জন। এর মধ্যে ঢাকা থেকে ৩, চট্টগ্রাম ৪, খুলনা ২, রাজশাহী ৪, রংপুর ৩, বরিশাল ১ ও সিলেট থেকে ১টি মনোনয়নপত্র জমা পড়ে।
ক্যাটাগরি টু–এর ক্লাব ক্যাটাগরিতে ৩২ টির মধ্যে ৩০টি জমা পড়েছে। আর ক্যাটাগরি ৩ থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন তিনজন, তিনজনই জমা দিয়েছেন।
বিসিবি নির্বাচনে সমঝোতার গুঞ্জন জোরালো হচ্ছে। নানা সূত্র বলছে, সভাপতি পদ ঘিরে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের দুই শিবিরে আলোচনায় উঠছে ৯–৩ কিংবা ১০–২ সমীকরণের ছক।
চট্টগ্রামে প্রার্থী হয়েছেন আসহান ইকবাল চৌধুরী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আসিফ আকবর ও শওকত হোসেন। সূত্র বলছে, আসিফ আকবর বুলবুল প্যানেলের অলিখিত সমর্থন পাচ্ছেন ঘনিষ্ঠ। তিনি যুক্তরাষ্ট্রে থাকলেও তাঁর প্রতিনিধি সব কাজ সামলাচ্ছেন। সূত্র থেকে শোনা যাচ্ছে এই বিভাগের ২টি পরিচালক পদের মধ্যে একটি আসিফ আকবরকে জেতানোর জন্য সব ধরনের সমীকরণ থাকছে।
রাজশাহীতে লড়ছেন হাসিবুল আলম, মুখলেছুর রহমান, এস এম শামস্ মতিন ও তাওহীদ তারিক খান। রংপুর থেকে আছেন হাসানুজ্জামান, রেহাতুল ইসলাম খোকা ও নূর–এ–শাহাদাৎ স্বজন।
ক্যাটাগরি ২ থেকে জমা পড়েনি দুটি মনোনয়ন। এর একটি বিএনপি নেতা ইশরাক হোসেনের। ব্রাদার্স ইউনিয়ন থেকে কাউন্সিলশিপ নিয়েছিলেন, মনোনয়নও তুলেছিলেন, কিন্তু জমা দেননি। এই ক্যাটাগরিই আসল লড়াইয়ের জায়গা। কেননা বিসিবি ২৩ পরিচালক পদের ১২টি নির্বাচিত হয় এই ক্যাটাগরি থেকে। বুলবুল ও তামিমের শিবিরের প্রধান সমীকরণও গড়ে উঠছে এটিকে ঘিরেই। পরিচালক পদপ্রার্থী রফিকুল ইসলাম বাবু বলছেন, ‘আমরা এখন শুধু ক্লাব ক্যাটাগরি নিয়েই ভাবছি। কয়েক দিনের মধ্যে প্যানেল ঘোষণা করব।’
তবে গুঞ্জন আরও আগে ছড়িয়ে পড়েছে। তামিমের সম্ভাব্য প্যানেলে আছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, শাহনিয়ান তানিম, ইশতিয়াক সাদেক, সাইদ ইব্রাহীম আহমেদ (বিএনপি নেতা সালাউদ্দীনের ছেলে) এবং ইসরাফিল খসরু (বিএনপি নেতা আমির খসরুর ছেলে)। স্বতন্ত্র প্রার্থী ইফতেখার রহমান মিঠুকেও প্যানেলে টানার চেষ্টা চলছে।
ক্যাটাগরি ৩ থেকে প্রার্থী হয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর। তবে এই ক্যাটাগরিতে রয়েছে মাত্র একটি পরিচালক পদ। শেষ পর্যন্ত সেই পদে মূল লড়াই গড়াতে পারে সাবেক অধিনায়ক পাইলট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর হয়ে আসা দেবব্রত পালের মধ্যে।
আগামীকাল যাচাই–বাছাই শেষে দুপুরে খসড়া তালিকা প্রকাশ করা হবে।
রিশাদ হোসেনের সাফল্যে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি খুশি কে হবেন, বলুন তো? মুশতাক আহমেদ। স্পিন পরামর্শক হিসেবে বাংলাদেশ দলের সব স্পিনারের সাফল্যই তাঁকে আনন্দিত করে। তবে খেলোয়াড়ি জীবনে নিজেই ছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার। লেগিদের প্রতি তাঁর দুর্বলতা, ভালো লাগা থাকবেই। মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
৪ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। মিরপুরের উইকেটের চরিত্র নিয়ে এত দিন কাঠগড়ায় তোলা হতো কিউরেটর গামিনি ডি সিলভাকে। গামিনি এখন মিরপুরে না থাকলেও উইকেটের চরিত্র আছে আগের মতোই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে কালো মাটির ঘূর্ণি উইকেটে বিষাক্ত টার্ন পাচ্ছেন
৪ ঘণ্টা আগেব্যাট হাতে ১৩ বলের ২৬ রানের ঝোড়ো ক্যামিও, আর বল হাতে ক্যারিয়ারসেরা বোলিং—৬/৩৫; রিশাদ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৪ রানে জিতল বাংলাদেশ। গতকাল মিরপুরে প্রথমে ব্যাট করে ২০৭ রানে তোলে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ১৩৩ রানে অলআউট। এই জয়ে তিন ম্যাচের সিরিজে
৫ ঘণ্টা আগেপ্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বরাবরই আতঙ্কের আরেক নাম আর্লিং হাল্যান্ড। চলতি মৌসুমেও নিজের আধিপত্য দেখাচ্ছেন এই স্ট্রাইকার। তাঁকে আটকানোর সব চেষ্টাতেই ব্যর্থ হয় প্রতিপক্ষের রক্ষণভাগ। এবার হাল্যান্ডকে আটকানোর উপায় বলে দিলেন খোদ ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
৮ ঘণ্টা আগে