Ajker Patrika

বাংলাদেশের সান্ত্বনা শুধু হাসানের ঝলক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৮: ১৯
বাংলাদেশের সান্ত্বনা শুধু হাসানের ঝলক 

টেস্টে বাংলাদেশের ব্যাটিং মুখ থুবড়ে পড়ার দৃশ্য খুবই পরিচিত। সেখানে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যে ২০০ এর আগে অলআউট হয়েছে, সেটা মোটেও অবাক করার মতো না। লঙ্কানরা আবারও বাংলাদেশের সামনে দাঁড় করাচ্ছে পাহাড় সমান লক্ষ্য।  

চট্টগ্রাম টেস্টে যেন ক্যাচ মিসের পসরা সাজিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশের ফিল্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম ইনিংসে ৫৩১ রানের পাহাড় গড়ে লঙ্কানরা। বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৭৮ রানে। স্বাগতিকদের ফলোঅন করানোর সুযোগ থাকলেও শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিং করেছে। লঙ্কানরা আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৪৫৫ রানে এগিয়ে থেকে। সফরকারীরা হারিয়েছে ৬ উইকেট, যার মধ্যে বাংলাদেশের অভিষিক্ত পেসার হাসান মাহমুদ নেন ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ১২ রানেই ভেঙে যায় শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হাসান মাহমুদকে কাট করতে গিয়ে বোল্ড হয়ে যান ডিমুথ করুণারত্নে। করুণারত্নে করেন ৫ বলে ৪ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিস (২ রান) আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তৃতীয় ওভারের পঞ্চম বলে খালেদ আহমেদের ফুল লেংথ বল ড্রাইভ করতে যান মেন্ডিস। ইনসাইড এজ হয়ে বল লেগে যায় স্টাম্পে।  

১৫ রানে ২ উইকেট পড়া শ্রীলঙ্কার স্কোর হতে পারত ৩ উইকেটে ৩৪ রান। তবে সেটা হয়নি বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতায়। অষ্টম ওভারের প্রথম বলে হাসানের বল ডিফেন্স করতে যান অ্যাঞ্জেলো ম্যাথুস। এজ হওয়া বল প্রথম স্লিপে শাহাদাত হোসেন দীপুর হাতে পৌঁছলেও সেটা তালুবন্দী করতে পারেননি। ম্যাথুসের রান তখন ৭। লঙ্কানদের তৃতীয় উইকেট পড়েছে দলীয় ৬০ রানে। ১৩তম ওভারের তৃতীয় বলে হাসানকে পয়েন্ট দিয়ে কাট করতে যান নিশান মাদুশকা। তবে এক্সট্রা কাভারে ক্যাচ ধরেন মেহেদী হাসান মিরাজ।  ৪৫ বলে ৫ চারে ৩৪ রান করেছেন মাদুশকা। তৃতীয় উইকেটে  ৬০ বলে ৪৫ রানের জুটি গড়েন মাদুশকা ও ম্যাথুস।

একপ্রান্তে আগলে খেলতে থাকা ম্যাথুস দেখছেন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল। বলতে গেলে হাসান একাই নাচাচ্ছেন শ্রীলঙ্কাকে। লঙ্কান ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংটাই এখানে দায়ী। ১৫তম ওভারের তৃতীয় বলে হাসানকে ফাইন লেগ দিয়ে চার মারেন দিনেশ চান্দিমাল। পরের বলে কাট করতে যান চান্দিমাল।এজ হওয়া বল এবার প্রথম স্লিপে তালুবন্দী করেন দীপু। ৭ বলে ২ চারে ৯ রান করেন চান্দিমাল।  এক ওভার বিরতিতে এসে হাসান এবার ফেরান লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে। ধনাঞ্জয়া খোচা দিতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হয়েছেন। লঙ্কান অধিনায়ক ১ রান করে আউট হলে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১৬.৩ ওভারে ৫ উইকেটে ৭৮ রান।


শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পর সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করেন কামিন্দু। সেই কামিন্দু এবার করেছেন ১১ রান। ২০তম ওভারের শেষ বলে খালেদকে কাট করতে যান কামিন্দু। উইকেটরক্ষক লিটন ক্যাচ ধরার পর আবেদন করলে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ করলে দেখা যায় এজ হয়েছে। লঙ্কানদের স্কোর হয়ে যায়  ২০ ওভারে ৬ উইকেটে ৮৯ রান। আট নম্বরে ব্যাটিংয়ে নামেন প্রবাথ জয়াসুরিয়া। জয়াসুরিয়া-ম্যাথুস লঙ্কানদের আর কোনো বিপদ হতে দেননি। দ্বিতীয় ইনিংসে ২৫ ওভারে ৬ উইকেটে ১০২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে লঙ্কানরা।৫০ বলে ৩ চারে ৩৯ রানে অপরাজিত ম্যাথুস। ১৭ বলে ৩ রানে ব্যাটিং করছেন জয়াসুরিয়া। বাংলাদেশের বোলারদের মধ্যে ৪ উইকেট নিয়েছেন হাসান। খালেদ নেন ২ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত