Ajker Patrika

এনামুল-কাপালির ব্যাটে প্রাইম ব্যাংকের লড়াইয়ের পুঁজি

নিজস্ব প্রতিবেদক, সাভার থেকে
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫: ৪৬
এনামুল-কাপালির ব্যাটে প্রাইম ব্যাংকের লড়াইয়ের পুঁজি

শুরুতে দলকে দারুণ সূচনা এনে দেন এনামুল হক বিজয়। অর্ধশতকের পর বেশি দূর ইনিংস এগিয়ে নিতে পারেননি তিনি। তবে শেষের দিকে শামসুর রহমান শুভ ও অলক কপালির ব্যাটে চড়ে ২৬৫ রানের পুঁজি গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

আজ মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তোলে প্রাইম ব্যাংক। ব্যাট হাতে সর্বোচ্চ ৬০ রান করেন এনামুল।

উদ্বোধনী জুটিতে ব্যাট করতে আসেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার এনামুল হক বিজয় ও শাহাদাত দিপু। তাঁদের ২৩ রানের জুটি ভেঙে সিটি ক্লাবকে প্রথম সূচনা এনে দেন আব্দুল হালিম। এরপর ভারতীয় ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরনকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন এনামুল। ৩৮ বলে ৩০ রান করে ফেরেন অভিমন্যু।

তৃতীয় উইকেটের জুটিতে নাসির হোসনকে নিয়ে দলের সংগ্রহ এগিয়ে নেন এনামুল। শুরু থেকেই ব্যাটে ভালোই রান পাচ্ছিলেন তিনি। লম্বা ইনিংসের আভাসও দেন এই ওপেনার। তবে ৮২ বলে ৬০ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন মইনুল ইসলাম। থিতু হয়েও বেশি দূর ইনিংস এগিয়ে নিতে পারেননি নাসির হোসেন (৩২)।

শেষের দিকে শামসুর রহমান শুভ ও অলক কাপালির ৭১ রানের জুটিতে চড়ে ২০০ পেরোয় প্রাইম ব্যাংক। ৫১ বলে ৪৫ করে ফেরেন শুভ। তবে অন্য প্রান্তে থাকা কাপালির ৪০ বলে ৪০ রানে ভর করে ২৬৫ রান তোলে প্রাইম ব্যাংক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত