তাঁর ক্ষুরধার নেতৃত্ব আর উইকেটকিপিং দক্ষতা নিয়ে প্রশ্ন নেই কারও। কিন্তু শম্বুক গতির ব্যাটিং নিয়ে বইছিল সমালোচনার ঝড়।
মহেন্দ্র সিং ধোনি নাকি ইদানীং চেন্নাই সুপার কিংসকে হারানোর ‘পণ’ করে ব্যাটিংয়ে নামেন—এমন কটু কথায় ছেয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম। ধোনি সেসবে কর্ণপাত করেননি কখনো। করার প্রয়োজনও মনে করেননি। বারবার ব্যাটকেই যে তরবারি বানিয়ে দিয়েছেন জবাব! গত রাতেও দিলেন।
‘বুড়ো’ ধোনির ভেলায় চড়েই কাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠে গেছে চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাঁর ৬ বলে ১৮ রানের ইনিংসটিই (৩ চার, ১ ছক্কা) গড়ে দিয়েছে ব্যবধান। আরেকবার বুঝিয়ে দিয়েছেন, বড় ম্যাচের স্নায়ুচাপ সামলে কীভাবে ম্যাচ বের করে আনতে হয়।
ধোনির ‘ফিনিশিং শট’টা দেখার পর মেয়ে জিভাকে বুকে জড়িয়ে আবেগতাড়িত হয়ে পড়েন স্ত্রী সাক্ষী। কেঁদে ‘গ্যালারি ভাসান’ দুই খুদে সমর্থকও। তাদের চাওয়াটা অবশ্য ভিন্ন।
চেন্নাইয়ের জার্সি পরে খেলা দেখতে আসা দুই শিশু সমর্থক ধোনিকে কাছ থেকে দেখতে চেয়েছিল। ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমে ফিরে ঘটনাটি জানতেই তাদের আবদার পূরণ করেছেন ধোনি। ড্রেসিংরুম থেকে বেরিয়ে ওপর তলার গ্যালারিতে থাকা দুই ভক্তের দৃষ্টি আকর্ষণ করেন ‘ক্যাপ্টেন কুল’। এরপর ম্যাচ জেতানো বলটায় অটোগ্রাফ দিয়ে উপহার দেন তাদের। প্রিয় ক্রিকেটারের কাছ থেকে উপহার পাওয়ার পরেই শুরু হয় তাদের সীমাহীন আনন্দ।
এই না হলেন ধোনি! এই না হলেন ‘মিস্টার ফিনিশার’!
তাঁর ক্ষুরধার নেতৃত্ব আর উইকেটকিপিং দক্ষতা নিয়ে প্রশ্ন নেই কারও। কিন্তু শম্বুক গতির ব্যাটিং নিয়ে বইছিল সমালোচনার ঝড়।
মহেন্দ্র সিং ধোনি নাকি ইদানীং চেন্নাই সুপার কিংসকে হারানোর ‘পণ’ করে ব্যাটিংয়ে নামেন—এমন কটু কথায় ছেয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম। ধোনি সেসবে কর্ণপাত করেননি কখনো। করার প্রয়োজনও মনে করেননি। বারবার ব্যাটকেই যে তরবারি বানিয়ে দিয়েছেন জবাব! গত রাতেও দিলেন।
‘বুড়ো’ ধোনির ভেলায় চড়েই কাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠে গেছে চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাঁর ৬ বলে ১৮ রানের ইনিংসটিই (৩ চার, ১ ছক্কা) গড়ে দিয়েছে ব্যবধান। আরেকবার বুঝিয়ে দিয়েছেন, বড় ম্যাচের স্নায়ুচাপ সামলে কীভাবে ম্যাচ বের করে আনতে হয়।
ধোনির ‘ফিনিশিং শট’টা দেখার পর মেয়ে জিভাকে বুকে জড়িয়ে আবেগতাড়িত হয়ে পড়েন স্ত্রী সাক্ষী। কেঁদে ‘গ্যালারি ভাসান’ দুই খুদে সমর্থকও। তাদের চাওয়াটা অবশ্য ভিন্ন।
চেন্নাইয়ের জার্সি পরে খেলা দেখতে আসা দুই শিশু সমর্থক ধোনিকে কাছ থেকে দেখতে চেয়েছিল। ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমে ফিরে ঘটনাটি জানতেই তাদের আবদার পূরণ করেছেন ধোনি। ড্রেসিংরুম থেকে বেরিয়ে ওপর তলার গ্যালারিতে থাকা দুই ভক্তের দৃষ্টি আকর্ষণ করেন ‘ক্যাপ্টেন কুল’। এরপর ম্যাচ জেতানো বলটায় অটোগ্রাফ দিয়ে উপহার দেন তাদের। প্রিয় ক্রিকেটারের কাছ থেকে উপহার পাওয়ার পরেই শুরু হয় তাদের সীমাহীন আনন্দ।
এই না হলেন ধোনি! এই না হলেন ‘মিস্টার ফিনিশার’!
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৭ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে