নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘মা-বাবার পরে মাশরাফি ভাই আমার সবকিছু’—নিজের ক্রিকেট আদর্শকে নিয়ে কয়েক বছর আগে উচ্ছ্বাসভরা কণ্ঠে এই শব্দগুলো উচ্চারণ করেছিলেন তাসকিন আহমেদ। মাশরাফির পাশে থেকে শুধু অনুপ্রেরণাই নেননি তাসকিন, বোলিংয়ের খুঁটিনাটিও শিখেছেন প্রচুর। তবে জাতীয় দল থেকে দূরে চলে যাওয়ায় সেই মাশরাফিকে বহুদিন ধরে মাঠে পাচ্ছিলেন না তাসকিন। অবশেষে প্রিয় বাইশ গজেই দেখা হয়ে গেল এ দুজনের। আজ বৃহস্পতিবার হঠাৎ মিরপুরে এসে দীর্ঘসময় ধরে তাসকিনকে বোলিং টিপস দিতে দেখা গেল দেশের সফলতম অধিনায়ককে।
আজ সকাল থেকেই বিসিবি কার্যালয়ে চলছিল আসন্ন নির্বাচনের আমেজ। কোনো প্রার্থী নাম প্রত্যাহার করছে কি না সেদিকেই ছিল সবার নজর। এর মধ্যেই হঠাৎ মিরপুরে প্রত্যাবর্তন মাশরাফির। সাজঘর হয়ে ম্যাশ সোজা চলে যান উইকেটের দিকে। সেখানে অনুশীলন করছিলেন তাসকিন, সৌম্য, সোহানরা। শুরুতে অনেকেই ধরে নিয়েছিলেন মাশরাফি হয়তো মাঠের অনুশীলন সারতেই এসেছেন। যদিও জাতীয় লিগে মাশরাফির খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
কিন্তু নিজের অনুশীলন না, মাশরাফি উইকেটের পাশে গিয়ে একেবারেই হাতেকলমে শিখিয়ে দিচ্ছিলেন তাসকিনকে। কখনো বল হাতে নিয়ে তাসকিনকে দেখিয়ে দিচ্ছিলেন কীভাবে ধরতে হবে, আবার কখনো আকার–ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন বল ছাড়বেন কীভাবে। মাশরাফির দেখিয়ে দেওয়া পথে তাসকিন একের পর এক বল করে যাচ্ছিলেন, কখনো লম্বা রান আপে, কখনোবা ছোট ছোট পায়ে। মাশরাফিকে পেয়ে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল তাসকিনকে। শুধু তাসকিন নন, মিরপুরের কড়া রোদের নিচে মাশরাফিকে বোলিং টিপস দিতে দেখা গেছে সৌম্য সরকারকেও। এ সময় দুই অনুজের ওপর যেন নিজের ক্যারিয়ারের প্রায় দুই দশকের অভিজ্ঞতা ঢেলে দিচ্ছিলেন ম্যাশ।
তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা তাসকিন গত ছয় মাস ধরে দারুণ ক্রিকেট খেলে আসছেন। তবে ঘরের মাঠের সর্বশেষ দুই সিরিজে দলের সমন্বয়ের কারণে একাদশে সেভাবে সুযোগ মেলেনি এই পেসারের। সর্বশেষ ১০ টি–টোয়েন্টির মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি–টোয়েন্টিতেই কেবল সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে অবশ্য দারুণ কিছু করতে পারেননি ২৭ বছর বয়সী পেসার।
কিন্তু বিশ্বকাপের দ্রুতগতির উইকেটে তাসকিনই হয়ে উঠতে পারেন তুরুপের তাস। সেই মঞ্চে যাওয়ার আগে ম্যাচ খেলে ভালোভাবে প্রস্তুতি না হওয়ায় কিছুটা হলেও দুশ্চিন্তায় ছিলেন তাসকিন। আজ মাশরাফির কাছ থেকে টিপস আর অনুপ্রেরণা পেয়ে সেই মাথাব্যথা নিশ্চয় অনেকটাই কমে যাবে এই পেসারের।
‘মা-বাবার পরে মাশরাফি ভাই আমার সবকিছু’—নিজের ক্রিকেট আদর্শকে নিয়ে কয়েক বছর আগে উচ্ছ্বাসভরা কণ্ঠে এই শব্দগুলো উচ্চারণ করেছিলেন তাসকিন আহমেদ। মাশরাফির পাশে থেকে শুধু অনুপ্রেরণাই নেননি তাসকিন, বোলিংয়ের খুঁটিনাটিও শিখেছেন প্রচুর। তবে জাতীয় দল থেকে দূরে চলে যাওয়ায় সেই মাশরাফিকে বহুদিন ধরে মাঠে পাচ্ছিলেন না তাসকিন। অবশেষে প্রিয় বাইশ গজেই দেখা হয়ে গেল এ দুজনের। আজ বৃহস্পতিবার হঠাৎ মিরপুরে এসে দীর্ঘসময় ধরে তাসকিনকে বোলিং টিপস দিতে দেখা গেল দেশের সফলতম অধিনায়ককে।
আজ সকাল থেকেই বিসিবি কার্যালয়ে চলছিল আসন্ন নির্বাচনের আমেজ। কোনো প্রার্থী নাম প্রত্যাহার করছে কি না সেদিকেই ছিল সবার নজর। এর মধ্যেই হঠাৎ মিরপুরে প্রত্যাবর্তন মাশরাফির। সাজঘর হয়ে ম্যাশ সোজা চলে যান উইকেটের দিকে। সেখানে অনুশীলন করছিলেন তাসকিন, সৌম্য, সোহানরা। শুরুতে অনেকেই ধরে নিয়েছিলেন মাশরাফি হয়তো মাঠের অনুশীলন সারতেই এসেছেন। যদিও জাতীয় লিগে মাশরাফির খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
কিন্তু নিজের অনুশীলন না, মাশরাফি উইকেটের পাশে গিয়ে একেবারেই হাতেকলমে শিখিয়ে দিচ্ছিলেন তাসকিনকে। কখনো বল হাতে নিয়ে তাসকিনকে দেখিয়ে দিচ্ছিলেন কীভাবে ধরতে হবে, আবার কখনো আকার–ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন বল ছাড়বেন কীভাবে। মাশরাফির দেখিয়ে দেওয়া পথে তাসকিন একের পর এক বল করে যাচ্ছিলেন, কখনো লম্বা রান আপে, কখনোবা ছোট ছোট পায়ে। মাশরাফিকে পেয়ে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল তাসকিনকে। শুধু তাসকিন নন, মিরপুরের কড়া রোদের নিচে মাশরাফিকে বোলিং টিপস দিতে দেখা গেছে সৌম্য সরকারকেও। এ সময় দুই অনুজের ওপর যেন নিজের ক্যারিয়ারের প্রায় দুই দশকের অভিজ্ঞতা ঢেলে দিচ্ছিলেন ম্যাশ।
তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা তাসকিন গত ছয় মাস ধরে দারুণ ক্রিকেট খেলে আসছেন। তবে ঘরের মাঠের সর্বশেষ দুই সিরিজে দলের সমন্বয়ের কারণে একাদশে সেভাবে সুযোগ মেলেনি এই পেসারের। সর্বশেষ ১০ টি–টোয়েন্টির মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি–টোয়েন্টিতেই কেবল সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে অবশ্য দারুণ কিছু করতে পারেননি ২৭ বছর বয়সী পেসার।
কিন্তু বিশ্বকাপের দ্রুতগতির উইকেটে তাসকিনই হয়ে উঠতে পারেন তুরুপের তাস। সেই মঞ্চে যাওয়ার আগে ম্যাচ খেলে ভালোভাবে প্রস্তুতি না হওয়ায় কিছুটা হলেও দুশ্চিন্তায় ছিলেন তাসকিন। আজ মাশরাফির কাছ থেকে টিপস আর অনুপ্রেরণা পেয়ে সেই মাথাব্যথা নিশ্চয় অনেকটাই কমে যাবে এই পেসারের।
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৪ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে