চেন্নাইয়ের লাল মাটির পিচে সুবিধা করতে পারেননি বাংলাদেশের স্পিনাররা। প্রথম দুই ইনিংসে বাংলাদেশ ও ভারত—দুই দলের পেসাররা ভালো করলেও শেষ ইনিংসে আধিপত্য ছিল ভারতীয় স্পিনারদের। চেন্নাই টেস্টে ভারতের পেসাররা নিয়েছেন ৯ উইকেট, বাংলাদেশের পেসাররা নিয়েছেন ১১ উইকেট। কিন্তু স্পিনে ভারতীয়দের শিকার যেখানে ১১ উইকেট, সেখানে স্পিনে মাত্র ৩ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ।
চেন্নাই টেস্টে হারের দুঃস্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ দলের ভাবনায় এখন কানপুর টেস্ট। এখনকার উইকেটও কি হতাশ করবে বাংলাদেশের স্পিনারদের? ভারতীয় পত্রপত্রিকার খবর, চেন্নাইয়ের চেয়ে আলাদা হবে কানপুরের পিচ? ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কানপুর টেস্ট কালো মাটির পিচেই হতে যাচ্ছে। সে ক্ষেত্রে পেসারদের চেয়ে স্পিনাররাই এখানে বেশি সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। গ্রিন পার্কের পিচ চেন্নাইয়ের চেয়ে অধিকতর ফ্ল্যাট হবে এবং সময় যত গড়াকে বাউন্সও তত কমে আসবে। মন্থর পিচে সময় যত গড়াবে তত বেশি টার্নও স্পিনাররা পাবেন বলে ধারণা করা হচ্ছে।
কানপুরের উইকেট বেশি ফ্ল্যাট হওয়ায় দুই দলের কৌশলেও পরিবর্তন আসতে পারে। পেসার একজন কমিয়ে বাড়তি স্পিনার নিয়ে খেলার চিন্তা করছে ভারত। এ ক্ষেত্রে চেন্নাই টেস্টে না খেলা কুলদীপ যাদব কিংবা অক্ষর প্যাটেলের একজনকে ভারত বেছে নিতে পারে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে।
যদি বাড়তি একজন স্পিনার নিয়ে খেলে ভারত, সে ক্ষেত্রে বিশ্রামে পেতে পারেন জসপ্রীত বুমরা। একাদশে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলেও। সাকিবকে নিয়ে অনিশ্চয়তার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত হয়তো তিনি খেলতে পারেন। তবে গতির বোলার নাহিদ রানাকে বসিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একাদশ ভুক্ত করতে পারেন তাইজুল ইসলামকে।
চেন্নাইয়ের লাল মাটির পিচে সুবিধা করতে পারেননি বাংলাদেশের স্পিনাররা। প্রথম দুই ইনিংসে বাংলাদেশ ও ভারত—দুই দলের পেসাররা ভালো করলেও শেষ ইনিংসে আধিপত্য ছিল ভারতীয় স্পিনারদের। চেন্নাই টেস্টে ভারতের পেসাররা নিয়েছেন ৯ উইকেট, বাংলাদেশের পেসাররা নিয়েছেন ১১ উইকেট। কিন্তু স্পিনে ভারতীয়দের শিকার যেখানে ১১ উইকেট, সেখানে স্পিনে মাত্র ৩ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ।
চেন্নাই টেস্টে হারের দুঃস্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ দলের ভাবনায় এখন কানপুর টেস্ট। এখনকার উইকেটও কি হতাশ করবে বাংলাদেশের স্পিনারদের? ভারতীয় পত্রপত্রিকার খবর, চেন্নাইয়ের চেয়ে আলাদা হবে কানপুরের পিচ? ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কানপুর টেস্ট কালো মাটির পিচেই হতে যাচ্ছে। সে ক্ষেত্রে পেসারদের চেয়ে স্পিনাররাই এখানে বেশি সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। গ্রিন পার্কের পিচ চেন্নাইয়ের চেয়ে অধিকতর ফ্ল্যাট হবে এবং সময় যত গড়াকে বাউন্সও তত কমে আসবে। মন্থর পিচে সময় যত গড়াবে তত বেশি টার্নও স্পিনাররা পাবেন বলে ধারণা করা হচ্ছে।
কানপুরের উইকেট বেশি ফ্ল্যাট হওয়ায় দুই দলের কৌশলেও পরিবর্তন আসতে পারে। পেসার একজন কমিয়ে বাড়তি স্পিনার নিয়ে খেলার চিন্তা করছে ভারত। এ ক্ষেত্রে চেন্নাই টেস্টে না খেলা কুলদীপ যাদব কিংবা অক্ষর প্যাটেলের একজনকে ভারত বেছে নিতে পারে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে।
যদি বাড়তি একজন স্পিনার নিয়ে খেলে ভারত, সে ক্ষেত্রে বিশ্রামে পেতে পারেন জসপ্রীত বুমরা। একাদশে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলেও। সাকিবকে নিয়ে অনিশ্চয়তার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত হয়তো তিনি খেলতে পারেন। তবে গতির বোলার নাহিদ রানাকে বসিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একাদশ ভুক্ত করতে পারেন তাইজুল ইসলামকে।
পাঁচ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। সবশেষ গত বছর নভেম্বরে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান। তবে সাকিবকে আবার মাঠে কবে দেখা যাবে
৩ মিনিট আগেচলতি মৌসুমে রক্ষণ বেশ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ট্রফিশূন্য থেকেই শেষ করতে হচ্ছে মৌসুম। তবে আগামী মৌসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। মৌসুম শেষের আগেই তোড়জোড় চলছে নতুন খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে। এরই মধ্যে কয়েকটি সাইনও করিয়েছে তারা। আলেকজান্ডার অর্নল্ডের পর নতুন একজন সেন্টার...
১ ঘণ্টা আগেপাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
৪ ঘণ্টা আগে