Ajker Patrika

কানপুরে বাংলাদেশ-ভারত টেস্টের পিচ কেমন হতে পারে

কানপুরে বাংলাদেশ-ভারত টেস্টের পিচ কেমন হতে পারে

চেন্নাইয়ের লাল মাটির পিচে সুবিধা করতে পারেননি বাংলাদেশের স্পিনাররা। প্রথম দুই ইনিংসে বাংলাদেশ ও ভারত—দুই দলের পেসাররা ভালো করলেও শেষ ইনিংসে আধিপত্য ছিল ভারতীয় স্পিনারদের। চেন্নাই টেস্টে ভারতের পেসাররা নিয়েছেন ৯ উইকেট, বাংলাদেশের পেসাররা নিয়েছেন ১১ উইকেট। কিন্তু স্পিনে ভারতীয়দের শিকার যেখানে ১১ উইকেট, সেখানে স্পিনে মাত্র ৩ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ।

চেন্নাই টেস্টে হারের দুঃস্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ দলের ভাবনায় এখন কানপুর টেস্ট। এখনকার উইকেটও কি হতাশ করবে বাংলাদেশের স্পিনারদের? ভারতীয় পত্রপত্রিকার খবর, চেন্নাইয়ের চেয়ে আলাদা হবে কানপুরের পিচ? ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কানপুর টেস্ট কালো মাটির পিচেই হতে যাচ্ছে। সে ক্ষেত্রে পেসারদের চেয়ে স্পিনাররাই এখানে বেশি সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। গ্রিন পার্কের পিচ চেন্নাইয়ের চেয়ে অধিকতর ফ্ল্যাট হবে এবং সময় যত গড়াকে বাউন্সও তত কমে আসবে। মন্থর পিচে সময় যত গড়াবে তত বেশি টার্নও স্পিনাররা পাবেন বলে ধারণা করা হচ্ছে।

কানপুরের উইকেট বেশি ফ্ল্যাট হওয়ায় দুই দলের কৌশলেও পরিবর্তন আসতে পারে। পেসার একজন কমিয়ে বাড়তি স্পিনার নিয়ে খেলার চিন্তা করছে ভারত। এ ক্ষেত্রে চেন্নাই টেস্টে না খেলা কুলদীপ যাদব কিংবা অক্ষর প্যাটেলের একজনকে ভারত বেছে নিতে পারে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে। 

কানপুরে কাজ করছেন শিব কুমার নামে এক পিচ কিউরেটর। ছবি: ক্রিকইনফোযদি বাড়তি একজন স্পিনার নিয়ে খেলে ভারত, সে ক্ষেত্রে বিশ্রামে পেতে পারেন জসপ্রীত বুমরা। একাদশে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলেও। সাকিবকে নিয়ে অনিশ্চয়তার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত হয়তো তিনি খেলতে পারেন। তবে গতির বোলার নাহিদ রানাকে বসিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একাদশ ভুক্ত করতে পারেন তাইজুল ইসলামকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত