এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ডের বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ আগেই। গতকাল ত্রিনিদাদে পাপুয়া নিউগিনির বিপক্ষে শেষ খেলেছে কিউইরা। ৭ উইকেটের দারুণ জয়ও পেয়েছে তারা।
সবকিছু ছাপিয়ে এই ম্যাচে আলোচনায় লকি ফর্গুসনের বিধ্বংসী বোলিং ফিগার। ৪ ওভারে ৪ মেডেন দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। গতকাল সকালে নেপালের বিপক্ষে ২১টি ডট দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। বাংলাদেশের সময় বিবেচনায় সাকিবের সেই রেকর্ড টিকল মাত্র ১৪ ঘণ্টা। ২৪টি ডট বল দিয়ে নতুন রেকর্ড গড়েছেন ফার্গুসন।
আগের ম্যাচে উগান্ডার বিপক্ষে ২০টি ডট বল করেছিলেন ফার্গুসন। পরের ম্যাচে ছাড়িয়ে গেছেন নিজেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচে একজন বোলারের ৪ ওভার মেডেনের প্রথম ঘটনা এটি। সব মিলিয়ে দ্বিতীয়। আগের রেকর্ড ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পানামার বিপক্ষে ৪ ওভারে কোনো রান না দিয়ে ২ উইকেট নিয়েছিলেন কানাডার বাঁহাতি স্পিনার সাদ বিন জাফার। তাঁরা অবশ্য আইসিসির পূর্ণ সদস্য দল নয়।
গতকাল রাতে ব্রায়ান লারা স্টেডিয়ামে ফার্গুসন-টিম সাউদিদের তোপে ৭৮ রানে অলআউট হয়ে যায় আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া পাপুয়া নিউগিনি। ডেভন কনওয়ের ৩৫, কেন উইলিয়ামসনের ১৮ ও ড্যারিল মিচেলের ১৮ রানের সৌজন্যে ১২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে কিউইরা।
অসাধারণ বোলিং করে ম্যাচ-সেরা পুরস্কারও হাতে তুলেছেন ৩৩ বছর বয়সী ফর্গুসন। নিজের বোলিং নিয়ে উচ্ছ্বসিত হলেও দলের বিদায়ে হতাশ, ‘ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট। এমন উইকেটে বোলিং করা আনন্দের। বড় আশা নিয়ে এসে আজই (কাল) বিদায় নেওয়া হতাশার। এটাই খেলা। খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচে আমি পুরোটা সময় সিম-আপ বোলিং করিনি। উইকেটে সহায়তা ছিল। সুইংও হচ্ছিল।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ডের বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ আগেই। গতকাল ত্রিনিদাদে পাপুয়া নিউগিনির বিপক্ষে শেষ খেলেছে কিউইরা। ৭ উইকেটের দারুণ জয়ও পেয়েছে তারা।
সবকিছু ছাপিয়ে এই ম্যাচে আলোচনায় লকি ফর্গুসনের বিধ্বংসী বোলিং ফিগার। ৪ ওভারে ৪ মেডেন দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। গতকাল সকালে নেপালের বিপক্ষে ২১টি ডট দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। বাংলাদেশের সময় বিবেচনায় সাকিবের সেই রেকর্ড টিকল মাত্র ১৪ ঘণ্টা। ২৪টি ডট বল দিয়ে নতুন রেকর্ড গড়েছেন ফার্গুসন।
আগের ম্যাচে উগান্ডার বিপক্ষে ২০টি ডট বল করেছিলেন ফার্গুসন। পরের ম্যাচে ছাড়িয়ে গেছেন নিজেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচে একজন বোলারের ৪ ওভার মেডেনের প্রথম ঘটনা এটি। সব মিলিয়ে দ্বিতীয়। আগের রেকর্ড ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পানামার বিপক্ষে ৪ ওভারে কোনো রান না দিয়ে ২ উইকেট নিয়েছিলেন কানাডার বাঁহাতি স্পিনার সাদ বিন জাফার। তাঁরা অবশ্য আইসিসির পূর্ণ সদস্য দল নয়।
গতকাল রাতে ব্রায়ান লারা স্টেডিয়ামে ফার্গুসন-টিম সাউদিদের তোপে ৭৮ রানে অলআউট হয়ে যায় আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া পাপুয়া নিউগিনি। ডেভন কনওয়ের ৩৫, কেন উইলিয়ামসনের ১৮ ও ড্যারিল মিচেলের ১৮ রানের সৌজন্যে ১২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে কিউইরা।
অসাধারণ বোলিং করে ম্যাচ-সেরা পুরস্কারও হাতে তুলেছেন ৩৩ বছর বয়সী ফর্গুসন। নিজের বোলিং নিয়ে উচ্ছ্বসিত হলেও দলের বিদায়ে হতাশ, ‘ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট। এমন উইকেটে বোলিং করা আনন্দের। বড় আশা নিয়ে এসে আজই (কাল) বিদায় নেওয়া হতাশার। এটাই খেলা। খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচে আমি পুরোটা সময় সিম-আপ বোলিং করিনি। উইকেটে সহায়তা ছিল। সুইংও হচ্ছিল।’
স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
১ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
৩ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
৪ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৫ ঘণ্টা আগে