ঢাকা: ৯ উইকেটে নিউজিল্যান্ডের রান তখন ৩৩৮। ডাবল সেঞ্চুরি পেতে ডেভন কনওয়ের প্রয়োজন ১৪ রান। সামান্য পথটুকুই তখন যেন এভারেস্টের চূড়ায় ওঠার মতো কঠিন হয়ে গেল তাঁর সামনে। শেষ ব্যাটসম্যান নেইল ওয়াগনারকে নিয়ে কঠিন পথটুকু ঠিকই পার করেছেন কনওয়ে। মার্ক উডকে ছয় মেরে পৌঁছেছেন ডাবলে। গড়লেন লর্ডসে অভিষেকেই প্রথম ডাবল সেঞ্চুরি করার অনন্য এক কীর্তি।
ক্যারিয়ারের যেকোনো সময় এই মাঠে একটি শতক পেলে বর্তে যান অনেক ব্যাটসম্যান। শচীন টেন্ডুলকারের মতো অনেক কিংবদন্তি আবার লর্ডসে সেঞ্চুরি করতে না পারার হতাশা নিয়েই ক্যারিয়ার শেষ করেছেন। সেখানে নিজের প্রথম ইনিংসেই নিজের নাম এমনভাবে লিখলেন, যেটি অনন্তকাল মনে রাখবে টেস্ট ক্রিকেট। কনওয়ের এই কীর্তি আবার নিউজিল্যান্ডের হয়ে অভিষেকে ডাবল সেঞ্চুরির দ্বিতীয় উদাহরণ। এর আগে যা ছিল শুধু ম্যাথু সিনক্লেয়ারের অধিকারে।
দিনটা যদিও কনওয়ের জন্য ডাবল সেঞ্চুরির উপযোগী ছিল না। সকাল থেকে এক প্রান্তে দাঁড়িয়ে সাক্ষী হয়েছেন সতীর্থদের আসা–যাওয়ার। কনওয়ের রান যখন ১৬৭ রান, ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ড তখন হারিয়েছে ৭ উইকেট। কনওয়ের ডাবলের সম্ভাবনা তখন ডেকে গেছে অনিশ্চয়তার ইংলিশ আবহাওয়ায়। তবু হাল ছাড়ার পাত্র নন এই কিউই তরুণ তুর্কি। ইংলিশ বোলারদের রুখে দাঁড়িয়ে লড়াইটা চালিয়ে গেছেন একাই। তবে কনওয়ে চাইলে ধন্যবাদ জানাতে পারেন ওয়াগনারকে। শেষ উইকেটে যিনি দারুণভাবে সঙ্গ দিয়ে গেছেন কনওয়েকে।
সীমিত ওভারের ক্রিকেটে আবির্ভাবেই দুর্দান্ত ব্যাটিংয়ে চমকে দিয়েছেন কনওয়ে। মারকুটে কিউই ব্যাটসম্যানের টেস্ট ধৈর্য নিয়ে প্রশ্নও ছিল অনেকের। কিন্তু সেসব প্রশ্নের উত্তর অভিষেকেই ব্যাট হাতে দিয়ে দিলেন তিনি। শুধু উত্তরই কি দিলেন, ইতিহাসের পাতাতেও নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম দিন ১৩৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন কনওয়ে। তাঁর সঙ্গী হেনরি নিকোলসের রান ছিল ৪৬। দ্বিতীয় দিন ভালোই এগোচ্ছিলেন এ দুই ব্যাটসম্যান। ৬১ রানে নিকোলসের বিদায়ের পর কিউই ব্যাটিংলাইন যেন তাসের ঘর! এক প্রান্তে কনওয়ে একাই লড়াই করে গেছেন। এদিন দলের পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কই ছুঁতে ব্যর্থ হয়েছেন। কনওয়ের ২০০ রানের ইনিংসে নিউজল্যান্ড থেমেছে ৩৭৮ রানে।
ঢাকা: ৯ উইকেটে নিউজিল্যান্ডের রান তখন ৩৩৮। ডাবল সেঞ্চুরি পেতে ডেভন কনওয়ের প্রয়োজন ১৪ রান। সামান্য পথটুকুই তখন যেন এভারেস্টের চূড়ায় ওঠার মতো কঠিন হয়ে গেল তাঁর সামনে। শেষ ব্যাটসম্যান নেইল ওয়াগনারকে নিয়ে কঠিন পথটুকু ঠিকই পার করেছেন কনওয়ে। মার্ক উডকে ছয় মেরে পৌঁছেছেন ডাবলে। গড়লেন লর্ডসে অভিষেকেই প্রথম ডাবল সেঞ্চুরি করার অনন্য এক কীর্তি।
ক্যারিয়ারের যেকোনো সময় এই মাঠে একটি শতক পেলে বর্তে যান অনেক ব্যাটসম্যান। শচীন টেন্ডুলকারের মতো অনেক কিংবদন্তি আবার লর্ডসে সেঞ্চুরি করতে না পারার হতাশা নিয়েই ক্যারিয়ার শেষ করেছেন। সেখানে নিজের প্রথম ইনিংসেই নিজের নাম এমনভাবে লিখলেন, যেটি অনন্তকাল মনে রাখবে টেস্ট ক্রিকেট। কনওয়ের এই কীর্তি আবার নিউজিল্যান্ডের হয়ে অভিষেকে ডাবল সেঞ্চুরির দ্বিতীয় উদাহরণ। এর আগে যা ছিল শুধু ম্যাথু সিনক্লেয়ারের অধিকারে।
দিনটা যদিও কনওয়ের জন্য ডাবল সেঞ্চুরির উপযোগী ছিল না। সকাল থেকে এক প্রান্তে দাঁড়িয়ে সাক্ষী হয়েছেন সতীর্থদের আসা–যাওয়ার। কনওয়ের রান যখন ১৬৭ রান, ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ড তখন হারিয়েছে ৭ উইকেট। কনওয়ের ডাবলের সম্ভাবনা তখন ডেকে গেছে অনিশ্চয়তার ইংলিশ আবহাওয়ায়। তবু হাল ছাড়ার পাত্র নন এই কিউই তরুণ তুর্কি। ইংলিশ বোলারদের রুখে দাঁড়িয়ে লড়াইটা চালিয়ে গেছেন একাই। তবে কনওয়ে চাইলে ধন্যবাদ জানাতে পারেন ওয়াগনারকে। শেষ উইকেটে যিনি দারুণভাবে সঙ্গ দিয়ে গেছেন কনওয়েকে।
সীমিত ওভারের ক্রিকেটে আবির্ভাবেই দুর্দান্ত ব্যাটিংয়ে চমকে দিয়েছেন কনওয়ে। মারকুটে কিউই ব্যাটসম্যানের টেস্ট ধৈর্য নিয়ে প্রশ্নও ছিল অনেকের। কিন্তু সেসব প্রশ্নের উত্তর অভিষেকেই ব্যাট হাতে দিয়ে দিলেন তিনি। শুধু উত্তরই কি দিলেন, ইতিহাসের পাতাতেও নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম দিন ১৩৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন কনওয়ে। তাঁর সঙ্গী হেনরি নিকোলসের রান ছিল ৪৬। দ্বিতীয় দিন ভালোই এগোচ্ছিলেন এ দুই ব্যাটসম্যান। ৬১ রানে নিকোলসের বিদায়ের পর কিউই ব্যাটিংলাইন যেন তাসের ঘর! এক প্রান্তে কনওয়ে একাই লড়াই করে গেছেন। এদিন দলের পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কই ছুঁতে ব্যর্থ হয়েছেন। কনওয়ের ২০০ রানের ইনিংসে নিউজল্যান্ড থেমেছে ৩৭৮ রানে।
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
১০ ঘণ্টা আগেখেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১২ ঘণ্টা আগে