ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এখন পাকিস্তানকে ধবলধোলাই করার সামনে কিউইরা। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। আর শেষ ওয়ানডের আগে আবারও দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড।
সিরিজের তৃতীয় ওয়ানডেতেও খেলতে পারছেন না নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্ক চ্যাপম্যান। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এটা নিশ্চিত করেছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ২৯ মার্চ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন চ্যাপম্যান। স্ক্যানের পর সেখানে প্রথম গ্রেডের চিড় ধরা পড়েছিল। একারণে হ্যামিল্টনের সেডন পার্কে পরশু দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলতে পারেননি। নিউজিল্যান্ড দলের প্রধান কোচ গ্যারি স্টিড আশা করলেও চ্যাপম্যানকে বসেই থাকতে হচ্ছে। তাঁর পরিবর্তে দলে এসেছেন টিম সাইফার্ট।
দুঃসময়ের চক্রে ঘুরপাক খেতে থাকা পাকিস্তানকে আবারও স্লো ওভার রেটের কারণে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। পাকিস্তান এক ওভার কম বোলিং করেছিল। সেই ম্যাচের মাঠের আম্পায়ার মাইকেল গফ ও ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
২৯ মার্চ প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৩ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড দ্রুততম ফিফটি করেন কিউই ক্রিকেটার মুহাম্মদ আব্বাস। একটা পর্যায়ে ম্যাচ জেতার সম্ভাবনা তৈরি হলেও হঠাৎ ধসে খেই হারিয়েছিল পাকিস্তান। ক্যারিয়ারসেরা ১৩২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন চ্যাপম্যান। এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় ওয়ানডের আগে নিউজিল্যান্ডের মতো পাকিস্তান দুঃসংবাদ নিয়ে খেলতে নেমেছিল। হ্যামিল্টনে পরশু পাকিস্তান পায়নি উসমান খানকে। এই ম্যাচে পাকিস্তান হেরেছে ৮৪ রান। হারার ম্যাচে ওয়ানডে ১২তম ব্যাটার হিসেবে সর্বোচ্চ ১৩ রানের রেকর্ড গড়েন সুফিয়ান মুকিয়াম।
আরও পড়ুন:
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এখন পাকিস্তানকে ধবলধোলাই করার সামনে কিউইরা। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। আর শেষ ওয়ানডের আগে আবারও দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড।
সিরিজের তৃতীয় ওয়ানডেতেও খেলতে পারছেন না নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্ক চ্যাপম্যান। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এটা নিশ্চিত করেছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ২৯ মার্চ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন চ্যাপম্যান। স্ক্যানের পর সেখানে প্রথম গ্রেডের চিড় ধরা পড়েছিল। একারণে হ্যামিল্টনের সেডন পার্কে পরশু দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলতে পারেননি। নিউজিল্যান্ড দলের প্রধান কোচ গ্যারি স্টিড আশা করলেও চ্যাপম্যানকে বসেই থাকতে হচ্ছে। তাঁর পরিবর্তে দলে এসেছেন টিম সাইফার্ট।
দুঃসময়ের চক্রে ঘুরপাক খেতে থাকা পাকিস্তানকে আবারও স্লো ওভার রেটের কারণে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। পাকিস্তান এক ওভার কম বোলিং করেছিল। সেই ম্যাচের মাঠের আম্পায়ার মাইকেল গফ ও ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
২৯ মার্চ প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৩ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড দ্রুততম ফিফটি করেন কিউই ক্রিকেটার মুহাম্মদ আব্বাস। একটা পর্যায়ে ম্যাচ জেতার সম্ভাবনা তৈরি হলেও হঠাৎ ধসে খেই হারিয়েছিল পাকিস্তান। ক্যারিয়ারসেরা ১৩২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন চ্যাপম্যান। এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় ওয়ানডের আগে নিউজিল্যান্ডের মতো পাকিস্তান দুঃসংবাদ নিয়ে খেলতে নেমেছিল। হ্যামিল্টনে পরশু পাকিস্তান পায়নি উসমান খানকে। এই ম্যাচে পাকিস্তান হেরেছে ৮৪ রান। হারার ম্যাচে ওয়ানডে ১২তম ব্যাটার হিসেবে সর্বোচ্চ ১৩ রানের রেকর্ড গড়েন সুফিয়ান মুকিয়াম।
আরও পড়ুন:
ক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
৪০ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
২ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। অপর গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
৪ ঘণ্টা আগে