ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এখন পাকিস্তানকে ধবলধোলাই করার সামনে কিউইরা। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। আর শেষ ওয়ানডের আগে আবারও দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড।
সিরিজের তৃতীয় ওয়ানডেতেও খেলতে পারছেন না নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্ক চ্যাপম্যান। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এটা নিশ্চিত করেছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ২৯ মার্চ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন চ্যাপম্যান। স্ক্যানের পর সেখানে প্রথম গ্রেডের চিড় ধরা পড়েছিল। একারণে হ্যামিল্টনের সেডন পার্কে পরশু দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলতে পারেননি। নিউজিল্যান্ড দলের প্রধান কোচ গ্যারি স্টিড আশা করলেও চ্যাপম্যানকে বসেই থাকতে হচ্ছে। তাঁর পরিবর্তে দলে এসেছেন টিম সাইফার্ট।
দুঃসময়ের চক্রে ঘুরপাক খেতে থাকা পাকিস্তানকে আবারও স্লো ওভার রেটের কারণে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। পাকিস্তান এক ওভার কম বোলিং করেছিল। সেই ম্যাচের মাঠের আম্পায়ার মাইকেল গফ ও ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়া ক্রিস ব্রাউন অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
২৯ মার্চ প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৩ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড দ্রুততম ফিফটি করেন কিউই ক্রিকেটার মুহাম্মদ আব্বাস। একটা পর্যায়ে ম্যাচ জেতার সম্ভাবনা তৈরি হলেও হঠাৎ ধসে খেই হারিয়েছিল পাকিস্তান। ক্যারিয়ারসেরা ১৩২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন চ্যাপম্যান। এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় ওয়ানডের আগে নিউজিল্যান্ডের মতো পাকিস্তান দুঃসংবাদ নিয়ে খেলতে নেমেছিল। হ্যামিল্টনে পরশু পাকিস্তান পায়নি উসমান খানকে। এই ম্যাচে পাকিস্তান হেরেছে ৮৪ রান। হারার ম্যাচে ওয়ানডে ১২তম ব্যাটার হিসেবে সর্বোচ্চ ১৩ রানের রেকর্ড গড়েন সুফিয়ান মুকিয়াম।
আরও পড়ুন:
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এখন পাকিস্তানকে ধবলধোলাই করার সামনে কিউইরা। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। আর শেষ ওয়ানডের আগে আবারও দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড।
সিরিজের তৃতীয় ওয়ানডেতেও খেলতে পারছেন না নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্ক চ্যাপম্যান। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এটা নিশ্চিত করেছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ২৯ মার্চ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন চ্যাপম্যান। স্ক্যানের পর সেখানে প্রথম গ্রেডের চিড় ধরা পড়েছিল। একারণে হ্যামিল্টনের সেডন পার্কে পরশু দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলতে পারেননি। নিউজিল্যান্ড দলের প্রধান কোচ গ্যারি স্টিড আশা করলেও চ্যাপম্যানকে বসেই থাকতে হচ্ছে। তাঁর পরিবর্তে দলে এসেছেন টিম সাইফার্ট।
দুঃসময়ের চক্রে ঘুরপাক খেতে থাকা পাকিস্তানকে আবারও স্লো ওভার রেটের কারণে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। পাকিস্তান এক ওভার কম বোলিং করেছিল। সেই ম্যাচের মাঠের আম্পায়ার মাইকেল গফ ও ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়া ক্রিস ব্রাউন অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
২৯ মার্চ প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৩ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড দ্রুততম ফিফটি করেন কিউই ক্রিকেটার মুহাম্মদ আব্বাস। একটা পর্যায়ে ম্যাচ জেতার সম্ভাবনা তৈরি হলেও হঠাৎ ধসে খেই হারিয়েছিল পাকিস্তান। ক্যারিয়ারসেরা ১৩২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন চ্যাপম্যান। এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় ওয়ানডের আগে নিউজিল্যান্ডের মতো পাকিস্তান দুঃসংবাদ নিয়ে খেলতে নেমেছিল। হ্যামিল্টনে পরশু পাকিস্তান পায়নি উসমান খানকে। এই ম্যাচে পাকিস্তান হেরেছে ৮৪ রান। হারার ম্যাচে ওয়ানডে ১২তম ব্যাটার হিসেবে সর্বোচ্চ ১৩ রানের রেকর্ড গড়েন সুফিয়ান মুকিয়াম।
আরও পড়ুন:
আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের তিন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, আন্তেনিও রুদিগার ও দানি সেবায়োসকে জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা—উয়েফা। এমবাপ্পেকে ৩০ হাজার, রুদিগারকে ৪০ হাজার ও সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে সংস্থাটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রও অভিযুক্ত
৭ ঘণ্টা আগেদুঃসময়ে ইংল্যান্ডের অধিনায়কত্বের সমাধান কে হবেন? জস বাটলার সাদা বলের দায়িত্ব ছাড়ার পর থেকেই এই আলোচনা। তবে প্রশ্নটা এখনো ঘুরপাকের মধ্যেই আছে। হ্যারি ব্রুক, বেন স্টোকস, না জো রুট। দলের সেরা ব্যাটার রুট প্রস্তাব পাওয়ার আগেই স্পষ্ট জানালেন, নতুন করে ইংল্যান্ডের অধিনায়ক হতে আগ্রহী নন তিনি।
৮ ঘণ্টা আগেএক দশক ধরে ম্যানচেস্টার সিটির মধ্যমণি। বয়সও হয়ে গেছে ৩৩, এবার পেপ গার্দিওলার বাজির ঘোড়া কেভিন ডি ব্রুইনে জানিয়ে দিয়েছেন, চলতি মৌসুম শেষে চুক্তি শেষ হলে সিটিকে বিদায় জানাবেন তিনি। ২০১৫ সালে ভলফসবুর্গ থেকে সিটিতে যোগ দেন এই বেলজিয়ান তারকা। সব মিলিয়ে জিতেছেন ১৬টি ট্রফি, এর মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লি
১০ ঘণ্টা আগেঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আবারও ফিরতে শুরু করেছেন মাঠে। প্রায় দেড় সপ্তাহের বিরতির পর প্রাণচঞ্চল হয়ে উঠেছে মিরপুরে শেরেবাংলা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলগুলো আগামীকাল থেকে শুরু করবে অনুশীলন। দলের সঙ্গে যোগ দিতে ক্রিকেটাররা ফিরছেন ঢাকায়।
১২ ঘণ্টা আগে