Ajker Patrika

এবার ক্লাব পরিচালনায় আসছেন তামিম

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪৯
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ক্লাব পরিচালনায় আসছেন তামিম ইকবাল। ছবি: আজকের পত্রিকা
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ক্লাব পরিচালনায় আসছেন তামিম ইকবাল। ছবি: আজকের পত্রিকা

মিজানুর রহমান ও তামিম ইকবালের জুটি ফরচুন বরিশালকে দুইবার এনে দিয়েছে বিপিএল শিরোপা। এবার তাঁরা আসছেন নতুন ভূমিকায়। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন মিজান ও তামিম।

গুলশান ক্রিকেট ক্লাব কেনার কথা আজকের পত্রিকাকে আজ নিশ্চিত করেছেন মিজান। দুপুরে ফরচুন বরিশালের স্বত্বাধিকারী বলেন, ‘আমরা এবার ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিচ্ছি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ক্লাবের সব ব্যয় আমরা বহন করব। তবে ক্লাবের ভেতরের কাঠামোতে বড় কোনো পরিবর্তন আনতে চাই না। দলের ক্রিকেটার ও স্টাফদের মধ্যে কোনো অস্থিরতা সৃষ্টি হোক, সেটাও চাই না। এবারের মৌসুমে যারা চুক্তিবদ্ধ আছেন, তারাই খেলবেন। পাশাপাশি চেষ্টা করব কিছু ভালো ক্রিকেটার দলে ভেড়ানোর। দলের সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই।’

কেন গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিয়েছেন? সেই প্রশ্নের উত্তরে মিজান বলেন, ‘এবার ডিপিএলে কিছু দলের মালিকানায় পরিবর্তন এসেছে। কেন এসেছে, সেটি জানি না। তবে আমরা চাইছি দলটির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে। আমাদের লক্ষ্য থাকবে ক্লাবটির পারফরম্যান্স ও ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখা।’

প্রাইম ব্যাংকের মতো (ডিপিএলের আরেক দল) মৌখিক চুক্তির ক্রিকেটারদের বাদ দেওয়ার প্রসঙ্গে মিজান স্পষ্ট জবাব দিয়েছেন। ফরচুন বরিশালের জানিয়ে দেন, ‘আমরা সেটি করব না। যারা ক্লাবের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের নিয়েই খেলব। তবে ভবিষ্যতে দলকে শক্তিশালী করার পরিকল্পনা থাকবে।’

অনেকেই মনে করছেন, বিসিবির কাউন্সিলরশিপ পাওয়ার উদ্দেশ্যে এই ক্লাবের দায়িত্ব নিয়েছেন মিজানুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো আমরা এ নিয়ে ভাবিনি। ক্লাবের হয়ে কে বিসিবি কাউন্সিলর হবেন, সেটি এখনো ঠিক করা হয়নি। যেহেতু তামিম আমার সঙ্গে আছে, আমরা আলোচনা করব এবং সময়মতো সিদ্ধান্ত নেব।’

বিপিএলে ফরচুন বরিশালের সাফল্যের পেছনে তামিম-মিজান জুটির রসায়ন দারুণ। ফলে মিজানুর রহমান মালিক হলেও দল পরিচালনায় মাঠের সিদ্ধান্তগুলোতে মূল অবদান অধিনায়ক তামিমের। তাতেই ফরচুন বরিশাল টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার ডিপিএলেও একইভাবে তাঁরা গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব আসছেন। দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। তিনি গত কয়েক বছর ধরে আবাহনীতে কোচিং করিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত